কুলিয়ার পাট, গয়েশপুর, কল্যাণী, নদিয়া
শ্যামল কুমার ঘোষ
শ্রীচৈতন্যদেব ও শ্রীনিত্যানন্দের স্মৃতিবিজড়িত কুলিয়ার পাট বৈষ্ণবদের একটি তীর্থস্থান । কল্যাণী রেলস্টেশন থেকে ২.৫ কি. মি. উত্তর-পূর্বে অবস্থিত । পৌষ মাসের কৃষ্ণা একাদশী তিথিতে শ্রীচৈতন্যদেব এই গ্রামের বৈষ্ণব-নিন্দুক পণ্ডিত দেবানন্দের অপরাধ ভঞ্জন করেন। তাই একে অপরাধভঞ্জনেরও পাট বলা হয় । কেউ কেউ একে দেবানন্দের পাটও বলে থাকেন । একটি সুন্দর মন্দিরে দারু নির্মিত গৌর-নিতাই বিগ্রহের নিত্য পূজা হয় । তা ছাড়া শ্রীকৃষ্ণ, রাধিকা ও অন্যান্য বিগ্রহও আছেন । পাশের একটি ঘরে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত । দক্ষিণমুখী মন্দিরটি দেউল শ্রেণীর, একটি সমতল ছাদ দালানেন উপর খাঁজকাটা দেউল-শিখর স্থাপিত । সামনে নাটমন্দির । মন্দিরটি নির্মাণ করেন কলকাতা নিবাসী ধর্মপ্রাণ শ্রী গৌরচরণ মল্লিক । পরে কলকাতা নিবাসী শ্রী কানাইলাল ধর কঠিন রোগাক্রান্ত হয়ে শ্রীগৌরাঙ্গের শরণাগত হন এবং মহাপ্রভুর কৃপায় রোগমুক্ত হয়ে মন্দিরের উন্নতি সাধন, নাটমন্দির, দেবানন্দ স্বামী ও চাপাল-গোপালের দুটি সমাধি মন্দির ইত্যাদি নির্মাণ করে দেন । এখানকার একটি শিউলি গাছ কে 'বাঞ্ছাকল্পতরু ' বল়া হয় । এই গাছের নিচে ভক্তরা অপরাধ ভঞ্জনের প্রতীক অনুষ্ঠান পালন করে থাকেন । মন্দিরের পাশে কুলিয়া বিলের ঘাটটি খুব সুন্দর । নির্জন ও ছায়া-শীতল । বর্তমানে কলকাতার পিঞ্জরাপোল সোসাইটি ( ঠিকানা : ৩৪, আরমেনিয়ান স্ট্রীট, কলকাতা - ১ ) মন্দিরটির দেখাশোনার কাজে নিয়োজিত ।
কুলিয়ার পাট সম্পর্কে নানা কাহিনী প্রচলিত আছে । প্রথমটি, দেবানন্দ ছিলেন কুলিয়া গ্রামের অধিবাসী । জ্ঞানবান, তপস্বী, কিন্তু ভক্তিহীন মোক্ষাভিলাষী । শ্রীমদ্ ভাগবতের অধ্যাপনা করতেন । একদিন শ্রীচৈতন্যদেবের পার্শ্বচর শ্রীবাস পণ্ডিত ভাগবতের ব্যাখ্যা শোনবার জন্য তাঁর বাড়িতে আসেন । ভাগবতের পাঠ শুনতে শুনতে শ্রীবাস প্রেমাবিষ্ট হলেন । তিনি উচ্চৈস্বরে কাঁদতে লাগলেন । পাগলের পাগলামি মনে করে দেবানন্দ ও তাঁর ছাত্ররা শ্রীবাসকে মারতে মারতে বাড়ির বাইরে বার করে দেন । এই অপরাধে দেবানন্দ কুষ্ঠব্যাধিগ্রস্থ হন । মহাপ্রভুর কীর্তন-সঙ্গী বক্রেশ্বের পণ্ডিতের কৃপায় দেবানন্দের ভক্তিতত্ত্বে বিশ্বাস জন্মায় । তিনি বুঝতে পারেন মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণের অবতার । শ্রীবাস পণ্ডিতের প্রতি তাঁর ব্যবহারের জন্য অনুশোচনা হয় । তখন এই কুলিয়া গ্রামের পাশ দিয়ে যমুনা নদী বয়ে যেত । দেবানন্দ এই নির্জন কুলিয়া গ্রামে এসে সাধন ভজনে ব্রতী হন । মহাপ্রভু কুলিয়া গ্রাম হয়ে কুমারহট্ট ( বর্তমান হালিসহর ) যাওয়ার সময় এখানে এলে দেবানন্দ মহাপ্রভুর চরণে তাঁর দুঃখের কথা নিবেদন করেন এবং একটা কুলোয় করে মুলো, পালং শাক, চাল ইত্যাদি দিয়ে সিধা দেন । মহাপ্রভু দেবানন্দকে যমুনায় স্নান করে আসতে বলেন । যমুনার জলে ডুব দেওয়া মাত্র দেবানন্দের দেহ থেকে কুষ্ঠব্যাধি নির্মূল হয় । ঐ সিধা রান্না করে মহাপ্রভু একাদশীর উপবাস ভঙ্গ করেন । তারপর যমুনার ধারে সারা রাত ধরে হরিনাম সংকীর্তন করেন । কয়েক বছর পরে ঐ তিথিতেই দেবানন্দ দেহত্যাগ করেন । পৌষ মাসের কৃষ্ণা একাদশীতে দেবানন্দের অপরাধ ভঞ্জন হয়েছিল বলে সেই থেকে ঐ তিথিতে দেবানন্দের সমাধির পাশে অপরাধ-ভঞ্জনের মেলা বসে । লোক-বিশ্বাস ওই দিন এখানে এসে গৌর-নিতাই বিগ্রহ দর্শন করে কুলিয়ার পাটে স্নান, পূজার্চ্চনা ও বনভোজন করলে সব পাপ ও অপরাধ ভঞ্জন হয় । যমুনা এখন আর প্রবাহিনী নয়, বদলে বিরাট 'কুলিয়ার বিলে' পরিণত হয়েছে । মন্দিরের পশ্চিমে দেবানন্দ গোস্বামী ও চাপাল গোপালের ছোট ছোট দুটি সমাধি মন্দির আছে ।
দ্বিতীয়টি, মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতের গৃহে ভক্তবৃন্দ ও পারিষদগণ সহ প্রতি রাত্রে হরিনাম সংকীর্তন করতেন । হরিনাম বিদ্বেষী লোকেরা সংকীর্তনের সময় গোলমাল করবে ভেবে বাড়ির দরজা বন্ধ রাখতেন । হরিনাম
বিদ্বেষী চপল প্রকৃতি গোপাল নামক এক ব্রাহ্মণ মহাপ্রভুর কীর্তনে
বাধা দিতে এসে দ্বার বন্ধ থাকার জন্য বাড়ির মধ্যে প্রবেশ করতে
না পেরে " বহির্দ্বারের সম্মুখে জল ও গোময় লেপিত স্থানে
কদলী পত্রের উপর জবা-পুস্প, রক্তচন্দন, সিন্দুর, হরিদ্রা, আতপ তণ্ডুল
এবং তৎপার্শ্বে মদ্যভাণ্ড " রেখে যান । সকালে দরজা খোলার পর ভক্তবৃন্দ ও পারিষদগণ সহ মহাপ্রভু এই সব জিনিস দেখতে পান । এই
অপরাধে চাপাল গোপালের তিন দিন পরেই কুষ্ঠ ব্যাধি হয় । পরে মহাপ্রভু
নীলাচল হতে কুলিয়ায় এলে চাপাল গোপালের অপরাধ ভঞ্জন হয় । সেই থেকে কুলিয়া পাটের নাম "অপরাধভঞ্জনের পাট " নামে অভিহিত হয় ।
কুলিয়া পাটে যেতে হলে শিয়ালদহ থেকে সকালের লালগোলা প্যাসেঞ্জার, রানাঘাট, শান্তিপুর, গেদে, কৃষ্ণনগর বা কল্যাণী সীমান্ত লোকালে উঠুন । নামুন কল্যাণী স্টেশনে । স্টেশনের পূর্ব দিক থেকে রিকশা পাবেন । ৪ নং প্ল্যাটফর্মের স্টেশন ভবনের পশিম দিক থেকে কাষ্ঠডাঙ্গা গামী ম্যাজিক গাড়িও পাবেন । দুপুর ১২ টা ৩০ মিনিট থেকে বিকাল ৪ টা পর্যন্ত মন্দির বন্ধ থাকে ।
কুলিয়া পাটের মন্দির |
মন্দিরের শিখর |
গর্ভগৃহের সামনের কাজ |
দেবানন্দ গোস্বামী ও চাপাল গোপালের সমাধি মন্দির |
বাঞ্ছাকল্পতরু |
কুলিয়া বিলের ঘাট |
গৌর-নিতাই ও অন্যান্য বিগ্রহ |
গৌর-নিতাই বিগ্রহ |
কৃষ্ণ ও রাধিকা বিগ্রহ |
মন্দিরটি পরিদর্শনের তারিখ : ২৫.০৯.২০১৫
সহায়ক গ্রন্থাবলি :
১. পশ্চিমবঙ্গের পূজা-পার্বণ ও মেলা ( ৩ য় খণ্ড ) : অশোক মিত্র সম্পাদিত
২. পশ্চিমবঙ্গ ভ্রমণ ও দর্শণ : ভূপতিরঞ্জন দাস
৩. কুলিয়ার পাট : শ্রী পঞ্চানন ঘোষ
-------------------------------------------
আমার ইমেল : shyamalfpb@gmail.com প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।
--------------------------------------------