টেরাকোটা  দেউল,  থুপসারা,  বীরভূম
শ্যামল  কুমার  ঘোষ 
                       বীরভূম  জেলার  নানুর  ব্লকের  অধীন  একটি  গ্রাম  থুপসারা।  গ্রামে  স্থানীয়  হাজরা  পরিবারের  শ্রী  জন্মেজয়  হাজরা  কর্তৃক  প্রতিষ্ঠিত  একটি  টেরাকোটা  মন্দির  উল্লেখযোগ্য।
            অল্প  উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  দক্ষিণমুখী  মন্দিরটি  রেখ  দেউল  শৈলীর।  গর্ভগৃহে  প্রবেশের  একটি  দরজা,  সামনে।  কোন  অলিন্দ  নেই।  ১৮৩৩  খ্রীষ্টাব্দে  দেউলটি  প্রতিষ্ঠা  করেন  স্থানীয়  হাজরা  পরিবারের  শ্রী  জন্মেজয়  হাজরা।  কারিগর  ছিলেন  পিতাম্বর  মিস্ত্রি।  মন্দিরের  তিন  দিকে  তিনটি  প্রতিষ্ঠাফলক  আছে।  মন্দিরে  তিনটি  প্রতিষ্ঠাফলক  এর  আগে  আমি  পাইনি।  রেখ  দেউলটির  তিনদিকে  অর্থাৎ  দক্ষিণ,  পশ্চিম  ও  পূর্ব  দিকে  সারা  দেওয়াল  জুড়ে  প্রচুর  টেরাকোটা  অলঙ্করণ  আছে।  উত্তর  দিকেও  সামান্য  অলঙ্করণ  আছে।  পূর্ব  ও  পশ্চিম  দিকে  পর্যাপ্ত  জায়গা  না  থাকার  জন্য  ছবি  তোলার  খুবই  অসুবিধা।  গর্ভগৃহে  শিবলিঙ্গ  নিত্য  পূজিত।  
          কলকাতা  থেকে  কী  ভাবে  যাবেন ?            কলকাতা   থেকে  ট্রেনে  বোলপুর-শান্তিনিকেতন।  বোলপুরের  জামবুনি  বাসস্ট্যান্ড  থেকে  বাসে  উঠে  বাসাপাড়া  স্টপেজে  নামুন।  সেখান  থেকে  টোটোতে  থুপসারার  মন্দির।
 সহায়ক  গ্রন্থ :
               ১)  বীরভূম  জেলার  পুরাকীর্তি :  দেবকুমার  চক্রবর্তী                        
                  ----------------------------------------
          রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ' প্রকাশিত হয়েছে। বইটির মুদ্রিত মূল্য - ৫৯৯ টাকা।
   বইটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন :  9038130757 অথবা 8597973884 এই নম্বরে। 
কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরের যে কোনো একটিতে ফোন করতে পারেন। 
             প্রকাশনীতে বইটি সেরা বইয়ের সম্মান স্বর্ণকলম ২০২৫ পেয়েছে ।
 
খুব সুন্দর লেখা।এরকম প্রচুর নিদর্শন ছড়িয়ে আছে। আনাচে কানাচে।আপনি তাকে তুলে ধরে আামাদের সমৃদ্ধ করছেন।ধন্যবাদ।
উত্তরমুছুনধন্যবাদ।
মুছুন