মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

Dewanji ShibTemple, Hetampur, Birbhum

 

দেওয়ানজী  শিব  মন্দির,  হেতমপুর,  বীরভূম 

                           শ্যামল  কুমার  ঘোষ

             বীরভূম  জেলার  দুবরাজপুর  থানার  অন্তর্গত  এবং  দুবরাজপুর  থেকে  ৩.৬  কিমি  পূর্বে  অবস্থিত  হেতমপুর  একটি  সমৃদ্ধিশালী  গ্রাম।  গ্রামে  দুটি  উল্লেখযোগ্য  মন্দির  আছে।  প্রথম  মন্দিরটি  চন্দ্রনাথ  শিব  মন্দির।  দ্বিতীয়টি  দেওয়ানজী  শিব  মন্দির।  চন্দ্রনাথ  মন্দিরের  বিবরণ  আগেই  দিয়েছি।  আজ  এখানে  দেওয়ানজী  মন্দির  নিয়ে  আলোচনা  করবো। 

            হেতমপুর  রাজ  উচ্চ  বিদ্যালয়ের  নিকটে  অবস্থিত  দেওয়ানজী  শিব  মন্দিরটি  অল্প  উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  দক্ষিণমুখী  দেউল  শৈলীর।  গর্ভগৃহে  প্রবেশের  একটি  দরজা,  সামনে।  কোন  অলিন্দ  নেই।  দেউলের  দুই  পাশের  দেওয়ালে  মৃৎফলকের  উপর  অলঙ্করণ  আছে।  দক্ষিণ  দিকের  খিলানের  উপর  রামসীতা  ও  পূর্ব  দিকের  খিলানের  উপর  গোপিনীসহ  শ্রীকৃষ্ণের  প্রতিকৃতি  উৎকীর্ণ  আছে।  দক্ষিণ  দিকে  শ্রীকৃষ্ণের মথুরা গমন দৃশ্য  দেখা  যায়।  কুলুঙ্গির  মধ্যে  সাহেব,  মেম,  গণেশ,  তবলা  বাদক,  নৃত্যরতা  রমণী,  ঢোল  বাদক,  সিদ্ধি  ঘোঁটা  ইত্যাদি  উৎকীর্ণ  আছে।  এ  ছাড়াও  কয়েকটা  মৃত্যুলতার  ফলকও  দেখা  যায়।  পূর্ব  দিকে  পর্যাপ্ত  জায়গা  না   থাকার  জন্য  ছবি  তোলার  খুবই  অসুবিধা। গর্ভগৃহে  শিবলিঙ্গ  নিত্য  পূজিত।  মন্দিরটির  আশু  সংস্কার  প্রয়োজন।  এই  মন্দিরের  পাশে  আরও  দুটি  অলংকারহীন  মন্দির  আছে।    

গোপিনীসহ শ্রীকৃষ্ণ 

দেওয়ানজী  শিবের দেউল, হেতমপুর 

দেউলের মাঝের বিন্যাস 

শ্রীকৃষ্ণের মথুরা গমন দৃশ্য 

দক্ষিণ দিকের খিলানের উপরের কাজ
( সিংহাসনে উপবিষ্ট রামসীতা )

কুলুঙ্গির কাজ - ১

কুলুঙ্গির কাজ - ২

কুলুঙ্গির কাজ - ৩

কুলুঙ্গির কাজ - ৪

কুলুঙ্গির কাজ - ৫

কুলুঙ্গির কাজ - ৬

কুলুঙ্গির কাজ - ৭

কুলুঙ্গির কাজ - ৮ ( ঢোল বাদক )

কুলুঙ্গির কাজ - ৯ ( কিন্নর )

মৃত্যুলতা - ১

মৃত্যুলতা - ২

পূর্ব দিকের কাজ 

পূর্ব দিকের খিলানের উপরের কাজ
( গোপিনীসহ শ্রীকৃষ্ণ )

   
          কলকাতা  থেকে  কী  ভাবে  যাবেন ?

            কলকাতা   থেকে  ট্রেনে  বোলপুর-শান্তিনিকেতন।  বোলপুরের  জামবুনি  বাসস্ট্যান্ড  থেকে  দুবরাজপুর  গামী  বাসে  হেতমপুর  মোড়ে  নামুন।  সেখান  থেকে  টোটোতে  বা  হেঁটে  মন্দির।

সহায়ক  গ্রন্থ :

               ১)  বীরভূম  জেলার  পুরাকীর্তি :  দেবকুমার  চক্রবর্তী 


 ------------------------------------------------------------

            আমার  ইমেল :  shyamalfpb@gmail.com   প্রয়োজনে  যোগাযোগ  করতে  পারেন।

-------------------------------------------------------------                                

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন