বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

Pancharatna Brindabanchandra Temple, Gobarhati, Murshidabad


পঞ্চরত্ন  বৃন্দাবনচন্দ্র  মন্দির,  গোবরহাটি,  মুর্শিদাবাদ 

                    শ্যামল  কুমার  ঘোষ 

            মুর্শিদাবাদ  জেলার  কান্দি  থানার  অন্তর্গত  একটি  গ্রাম  গোবরহাটি।  পূর্ব  রেলের  কাটোয়া-আজিমগঞ্জ  রেলপথে কর্ণসুবর্ণ  স্টেশনে  নেমে  টোটোতে  এই  গ্রামে  যাওয়া  যায়।  গ্রামে   শ্রীবৃন্দাবনচন্দ্রের  পঞ্চরত্ন  মন্দিরটি  উল্লেখযোগ্য। 

            উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  পশ্চিমমুখী  মন্দিরটি  পঞ্চরত্ন  শৈলীর।  প্রতিটি  শিখরের  উপরিভাগ  রেখদেউল  ধরণের  আড়াআড়িভাবে  খাঁজকাটা।  মন্দিরের  সামনে  ত্রিখিলান  প্রবেশপথবিশিষ্ট অলিন্দ।  গৰ্ভগৃহে  প্রবেশের  দুটি  দরজা,  সামনে  এবং  দক্ষিণ  দিকে।  মন্দিরের  সামনে  তিন  থাক  গোলাকার  সিঁড়ি।  সামনের  দেওয়ালে  'টেরাকোটা'-অলংকরণ  আছে।  তবে  এই  'টেরাকোটা'  উন্নত  মানের  নয়।  'টেরাকোটা'র  বিষয় :  ফুল,  লতাপাতা,  পাখি,  হরিণ  ইত্যাদি।  প্রতিষ্ঠালিপি  থেকে  জানা  যায়  যে  মন্দিরটি  ১৬৯৪  শকাব্দে ( ১৭৭২  খ্রীষ্টাব্দে )   প্রতিষ্ঠিত।  প্রতিষ্ঠাতা  ব্রজমোহন  দাস।  মন্দিরটি  কয়েক  বার  সংস্কার  করা  হয়েছে।  গর্ভগৃহে  শ্রীবৃন্দাবনচন্দ্র  ও  শ্রীরাধিকা  বিগ্রহ  নিত্য  পূজিত। 

            মন্দিরটি  পরিদর্শনের  তারিখ :  ০৫.০৩.২০২০


বৃন্দাবনচন্দ্র মন্দির, ভট্টবাটি 

মন্দিরের সামনের বিন্যাস 

মন্দিরের ত্রিখিলান বিন্যাস 

বাঁ দিকের খিলানের উপরের কাজ 

মাঝের খিলানের উপরের কাজ 

ডান দিকের খিলানের উপরের কাজ 

কুলুঙ্গির কাজ - ১

কুলুঙ্গির কাজ - ২

কুলুঙ্গির কাজ - ৩

কুলুঙ্গির কাজ - ৪

কুলুঙ্গির কাজ - ৫

প্রতিষ্ঠাফলক ও সংস্কারফলক 

প্রতিষ্ঠাফলক

এক দিকের কৌণিক ভাস্কর্য 

মন্দিরের শিখর 


সহায়ক  গ্রন্থ :
                 ১)  বাংলার  মন্দির  স্থাপত্য  ও  ভাস্কর্য  :  প্রণব  রায় 
                   ------------------------------------
            আমার  ইমেল :  shyamalfpb@gmail.com   প্রয়োজনে  যোগাযোগ  করতে  পারেন।
                                      

২টি মন্তব্য:

  1. যে গ্রন্থের রেফারেন্স দিয়েছেন তাতে তো এই মন্দিরের উল্লেখ নেই স্যার।

    উত্তরমুছুন
  2. আছে। মুর্শিদাবাদের মন্দির অধ্যায়ে গোবারহাটি দেখুন।

    উত্তরমুছুন