বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

Panchamukhi Shib Temple, Baranagar, Azimganj, Murshidabad


পঞ্চমুখী  শিব  মন্দির,  বরনগর,  আজিমগঞ্জ,  মুর্শিদাবাদ
 
                      শ্যামল  কুমার  ঘোষ

            মুর্শিদাবাদ  জেলার  বড়নগর  ভাগীরথী  নদীর  পশ্চিম  তীরের  একটি  গ্রাম।  এই  গ্রামের  ১  কিমি  দূরের  রেলস্টেশন  আজিমগঞ্জ  সিটি  এবং  ২  কিমি  দূরের  স্টেশন  আজিমগঞ্জ  জংশন।  কলকাতা  থেকে  আজিমগঞ্জ  জংশন  ২১৯  কিমি।  হাওড়া  থেকে  এক্সপ্রেস  ট্রেনে  গেলে  আজিমগঞ্জ  জংশনে  নামতে  হবে।  সেখান  থেকে  টোটোতে   আজিমগঞ্জ  সিটিতে  যাওয়া  যায়।  শিয়ালদহ  থেকে  প্যাসেঞ্জার  ট্রেনে  গেলে  আজিমগঞ্জ  সিটিতে  নামতে  পারেন।  থাকার  জন্য  সিটি  স্টেশনের  পাশে  কয়েকটি  হোটেল  আছে।  শিয়ালদহ-লালগোলা  লাইনের  জিয়াগঞ্জ  স্টেশনে  নেমে  গঙ্গা  পেরিয়েও  বড়নগরে  যেতে  পারেন।

            আজিমগঞ্জ  সিটি  স্টেশন  থেকে  বরনগরে  যাওয়ার  পথে  ডান  দিকে  গঙ্গার  ধারে  একটি  শিব  মন্দির  দেখা  যায়  যেটি  পঞ্চমুখী  বা  পাঁচমুখী  শিব  মন্দির  বলে  পরিচিত।

            প্রায়  ভূমি  সমতলে  অবস্থিত,  ত্রিখিলান  প্রবেশপথবিশিষ্ট,   দক্ষিণমুখী  মন্দিরটি  'দোচালা'  বা  'এক  বাংলা'  শৈলীর।  মন্দিরের  সামনের  তিনটে  খিলানের  উপর  'টেরাকোটা'র  অলংকরণ  আছে।  যদিও  রঙের  প্রলেপে  সেই  'টেরাকোটা'  এখন  অনেকটাই ম্লান।  টেরাকোটার  বিষয় :  রামরাবণের  যুদ্ধ।  মন্দিরটির  প্রতিষ্ঠাতা  ও  প্রতিষ্ঠাকাল  জানা  যায়  না।  ১৯৪০  খ্রীষ্টাব্দে  স্থানীয়  জৈন ব্যবসায়ী  D. L. Nowlakha  মন্দিরটির  সংস্কার  করেন।  মন্দিরটি  একটি  ঘেরাক্ষেত্রে  অবস্থিত।  সামনে  সুন্দর  ফুলের  বাগান।  মন্দিরের  গর্ভগৃহে  একটি  পঞ্চমুখী  শিব  নিত্য  পূজিত। 

Add caption

মন্দিরের সামনের বিন্যাস 

মন্দিরের ত্রিখিলান বিন্যাস

বাঁ দিকের খিলানের উপরের কাজ 

মাঝের খিলানের উপরের কাজ 

ডান দিকের খিলানের উপরের কাজ 

পঞ্চমুখী শিব 
    
                     ----------------------------------
            আমার  ইমেল :  shyamalfpb@gmail.com   প্রয়োজনে  যোগাযোগ  করতে  পারেন।
       

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন