রাধাগোবিন্দের দোলমঞ্চ, গুড়বাড়ি, হুগলি
শ্যামল কুমার ঘোষ
হাওড়া-বর্ধমান কর্ড লাইনে গুড়াপ একটি রেলস্টেশন। হাওড়া থেকে গুড়াপ ১৮ তম রেলস্টেশন। রেলপথে হাওড়া থেকে দূরত্ব ৫৭.৪ কিমি। গুড়াপ স্টেশন থেকে বাসে মৌবেশ হয়ে গুড়বাড়ি যেতে হয়।
রাধাগোবিন্দের মন্দির পাঁচ খিলান বিশিষ্ট একটি দালান। এই মন্দিরের বিবরণ আগেই দিয়েছি। মন্দিরের বাইরে আছে রাধাগোবিন্দের দোলমঞ্চ। দোলমঞ্চটি উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত। উপরে ওঠার বাঁকানো সিঁড়ি। অষ্টকোণ ও আটটি খিলানযুক্ত। দোলমঞ্চের বাইরে দুই খিলানের মধ্যবর্তী অংশে, খিলানের উপরে, কার্নিশের নিচে, স্তম্ভে ও ভিতরের খিলানের উপরে অপূর্ব পঙ্খের কাজ আছে। এমন সুন্দর পঙ্খের কাজযুক্ত দোলমঞ্চ কালের করাল গ্রাসে আজ ধ্বংসের পথে। বড় বাড়ির এক প্রতিনিধির সঙ্গে আমার দেখা হয়ে ছিল। তাঁরা আর্থিক কারণে দোল মঞ্চটির সংস্কার করতে অপারক, কারো হাতে তুলে দিতে চান। রাধাগোবিন্দ মন্দির ও বিগ্রহের ভার ইতিমধ্যে ওঙ্কার সেবক সংঘের হাতে অর্পণ করেছেন।
দোলমঞ্চটি পরিদর্শনের তারিখ : ২১.০৩.২০১৭
![]() |
দোলমঞ্চে পঙ্খের কাজ |
![]() |
রাধাগোবিন্দের দোলমঞ্চ |
![]() |
দোলমঞ্চের শিখর |
![]() |
দোলমঞ্চের মাঝের অংশের বিন্যাস |
![]() |
দোলমঞ্চে পঙ্খের কাজ - ১ |
![]() |
দোলমঞ্চে পঙ্খের কাজ - ২ |
![]() |
দোলমঞ্চে পঙ্খের কাজ - ৩ |
![]() |
খিলানের উপরের কাজ |
![]() |
দোলমঞ্চে পঙ্খের কাজ - ৪ |
![]() |
দোলমঞ্চে পঙ্খের কাজ - ৫ |
![]() |
দোলমঞ্চে ভিতরের খিলানের কাজ |
সহায়ক গ্রন্থাবলী :
১) হুগলি জেলার পুরাকীর্তি : নরেন্দ্রনাথ ভট্টাচার্য
২) হুগলি জেলার দেব দেউল : সুধীর কুমার মিত্র
১) হুগলি জেলার পুরাকীর্তি : নরেন্দ্রনাথ ভট্টাচার্য
২) হুগলি জেলার দেব দেউল : সুধীর কুমার মিত্র
----------------------------------------------------------
রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ' প্রকাশিত হয়েছে।
বইটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন : 9038130757 এই নম্বরে।
কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।
--------------------------------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন