বুধবার, ২ আগস্ট, ২০২৩

Temple of Jagannath, Jagannath Bari, 40 Gokul Baral Street, Kolkata

 জগন্নাথ  মন্দির,  জগন্নাথ  বাড়ি,  ৪০ গোকুল  বড়াল  স্ট্রিট,  কলকাতা

                শ্যামল  কুমার  ঘোষ 

            কলকাতার  বউবাজার  অঞ্চলে  ৪০,  গোকুল  বড়াল  স্ট্রিটে  একটি  প্রাচীন  জগন্নাথ  মন্দির  আছে।  মন্দিরটি  প্রতিষ্ঠা  করেন  কালী  কিঙ্কর  দাস।  ঠিক  মন্দির  নয়।  একটি  বাড়ির  দোতলায়  তিনটি  কাঠের  সিংহাসনের  বাঁ  দিকের  সিংহাসনে  রাধা-কৃষ্ণ,  মদনমোহন-রাধিকা  ও  নাড়ু  গোপাল  বিগ্রহ,  মাঝের  সিংহাসনে  দারু  নির্মিত  জগন্নাথ-বলরাম-সুভদ্রা,  ধাতুময়ী  লক্ষ্মী-সরস্বতী,  একটি  দারু  নির্মিত  ছোটো  জগন্নাথ  বিগ্রহ  ও  নারায়ণ  শিলা  এবং  ডান  দিকের  সিংহাসনে  গৌর-নিতাই  ও  দুটি  ছোটো  ছোটো  জগন্নাথ  বিগ্রহ  ও  কয়েকটি  নারায়ণ  শিলা  নিত্য  পূজিত  হন।  এখানে  সাবেকি  জগন্নাথ-বলরাম-সুভদ্রা  তিনটি  বিগ্রহে  রুপোর  আঙুল  সহ  হাত  লাগানো  আছে।  বড়  এবং  ভারী  জগন্নাথ  বিগ্রহ  রথে  চড়ানো  অসুবিধা,  সেই  কারণে  মাঝের  সিংহাসনে  যে  ছোটো  জগন্নাথ  বিগ্রহটি  আছে  সেটি  রথের  সময়  রথে  চড়িয়ে  পরিক্রমা  করানো  হয়।  এই  ছোটো  জগন্নাথ  বিগ্রহেরও  রুপোর  আঙুল  সহ  হাত  লাগানো  আছে।  মন্দিরের  সামনে  একটি  গরুড়  মূর্তি  আছে।  এই  বাড়ির  একতলায়  একটি  শিবলিঙ্গও  নিত্য  পূজিত  হন।   

            দাস  পরিবারে  রথযাত্রার  সময়  জগন্নাথদেবের  জন্য  এলাহি  ভোজের  আয়োজন  করা  হয়।

জগন্নাথ-বলরাম-সুভদ্রা ও অন্যান্য বিগ্রহ 

জগন্নাথ বাড়ি, গোকুল বড়াল স্ট্রিট 

বাঁ দিকে, মন্দিরে যাওয়ার পথ 

তিনটি সিংহাসনে সকল বিগ্রহ 

রাধা-কৃষ্ণ, মদনমোহন-রাধিকা ও নাড়ু গোপাল 

জগন্নাথ-বলরাম-সুভদ্রা ও অন্যান্য বিগ্রহ

ছোট জগন্নাথ 

সরস্বতী বিগ্রহ 

লক্ষ্মী বিগ্রহ 

গৌর-নিতাই ও দুটি ছোটো ছোটো জগন্নাথ বিগ্রহ 

গরুড় মূর্তি 

              কী  ভাবে  যাবেন ?

            কলকাতার  শিয়ালদহের  কাছে  আর.  আহমেদ  দাঁতের  হাসপাতাল।  শিয়ালদহের  দিক  থেকে  গেলে  এই  হাসপাতালের  পরের  পরের  রাস্তার  নাম  ক্রিক  রোড।  এই  রাস্তা  ধরে  বেশ  খানিকটা  হাঁটলে  ডান  দিকে  পড়বে  গোকুল  বড়াল  স্ট্রিট।  এই  রাস্তার  ৪০  নম্বর  বাড়িতে  জগন্নাথ  মন্দির। 

        -------------------------------------------

            আমার  ইমেল :  shyamalfpb@gmail.com   প্রয়োজনে  যোগাযোগ  করতে  পারেন।

           --------------------------------------------            

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন