বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯

Sridhar Temple, Bhadra Para, Kotulpur, Bankura, West Bengal


শ্রীধর  মন্দির,  ভদ্রপাড়া,  কোতুলপুর,  বাঁকুড়া 

শ্যামল  কুমার  ঘোষ 

            বাঁকুড়া  জেলার  কোতুলপুর  থানার  অন্তর্গত  কোতুলপুর  একটি  শহর।  শহরটি  আরামবাগ-বিষ্ণুপুর  বাস  রাস্তায়  অবস্থিত।  কোতুলপুরের  ভদ্র  পাড়ায়  অবস্থিত  শ্রীধর  মন্দিরটি  স্থানীয়  ভদ্র  পরিবার  কর্তৃক  প্রতিষ্ঠিত।  মন্দিরটি  উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  পূর্বমুখী  ও  পঞ্চরত্ন  শৈলীর।  দৈর্ঘ্যে-প্রস্থে  ৪.৮  মিটার  ও  উচ্চতায়  ৯.২  মিটার।  মন্দিরের  সামনে  ত্রিখিলান  প্রবেশপথবিশিষ্ট  অলিন্দ।  গর্ভগৃহে  ঢোকার  একটিই  দরজা,  সামনে।  মন্দিরের  সামনের  দেওয়ালে  স্থাপিত  প্রতিষ্ঠাফলক  থেকে  জানা  যায়  যে  মন্দিরটির  নির্মাণকাল  ১৭৫৫  শকাব্দ  ( ১৮৩৩  খ্রীষ্টাব্দ )।  মন্দিরের  সামনের  দেওয়াল  টেরাকোটা'-অলংকরণে  অলংকৃত।  'টেরাকোটা'র  বিষয় :  রামায়ণ-কাহিনী,  দশাবতার  মূর্তি,  কৃষ্ণলীলা,  সপরিবারে  দুর্গা,  কালী,  শিব,  পৌরাণিক  ও  সামাজিক  দৃশ্য  ইত্যাদি।  ঢাকা  বারান্দায়  কয়েকটি  সুন্দর  ফ্রেসকো  পেন্টিং  আছে।  মন্দিরটি  একটি  ঘেরাক্ষেত্রে  অবস্থিত।  গর্ভগৃহে  শ্রীধর  ( শালগ্রাম  শিলা )  নিত্য  পূজিত।

রামরাবণের যুদ্ধ 


শ্রীধর মন্দির, কোতুলপুর, বাঁকুড়া 

মন্দিরের ত্রিখিলান বিন্যাস 

বাঁ দিকের খিলানের উপরের কাজ 

রাইরাজা 

রামরাবণের যুদ্ধ

মাঝের খিলানের উপরের কাজ

মাঝের খিলানের উপরের কাজ

রামরাজা 

শ্রীকৃষ্ণের মথুরা গমন 

ডান দিকের খিলানের উপরের কাজ

শ্রীকৃষ্ণের বস্ত্রহরণ 

কুলুঙ্গির মধ্যে কাজ - ১

কুলুঙ্গির মধ্যে কাজ - ২ ( সপরিবারে দুর্গা )

কুলুঙ্গির মধ্যে কাজ - ৩ ( কালী ও অন্য চিত্র )

কুলুঙ্গির মধ্যে কাজ - ৪

কুলুঙ্গির মধ্যে কাজ - ৫ ( বিষ্ণুর চার অবতার )

কুলুঙ্গির মধ্যে কাজ - ৬ ( জগন্নাথ ও কল্কি অবতার )

কুলুঙ্গির মধ্যে কাজ - ৭

কুলুঙ্গির মধ্যে কাজ - ৮

কুলুঙ্গির মধ্যে কাজ - ৯

কুলুঙ্গির মধ্যে কাজ - ১০

শিব 

গণেশ 

বাঁ দিকের কৌণিক ভাস্কর্য 

ডান দিকের কৌণিক ভাস্কর্য 

প্রতিষ্ঠাফলক 

অলিন্দের দেওয়ালের ফ্রেসকো  পেন্টিং - ১

অলিন্দের দেওয়ালের ফ্রেসকো  পেন্টিং - ২

অলিন্দের দেওয়ালের ফ্রেসকো  পেন্টিং - ৩

অলিন্দের দেওয়ালের ফ্রেসকো  পেন্টিং - ৪

            মন্দিরটি  পরিদর্শনের  তারিখ :  ০৯.০৯.২০১৯


 সহায়ক  গ্রন্থ :
             ১)  বাঁকুড়া  জেলার  পুরাকীর্তি : অমিয়কুমার  বন্দোপাধ্যায়    
                                                             
                                                        *****

৪টি মন্তব্য: