সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮

Bishnu Temple, Gopalbera, Khandaghosh, Purba Bardhaman


বিষ্ণু  মন্দির,  গোপালবেড়া,  খণ্ডঘোষ,  পূর্ব  বর্ধমান


                    শ্যামল  কুমার  ঘোষ 


            পূর্ব  বর্ধমান  জেলার  খণ্ডঘোষ  ব্লকের  অন্তর্গত  একটি  গ্রাম  গোপালবেড়া।  গ্রামে  স্থানীয়  তা  পরিবারের  বিষ্ণু  মন্দিরটি   উল্লেখযোগ্য।  এই  মন্দিরে  যেতে  হলে  বাসে  বর্ধমান-আরামবাগ  বাস  রাস্তায়  দীঘির  কোণে  নামুন।  সেখান  থেকে  টোটোতে  মন্দিরে  পৌঁছে  যান।      

            সামান্য  উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  ত্রিখিলান  প্রবেশপথবিশিষ্ট,  অলিন্দযুক্ত  ও  বাংলা  আটচালা  শৈলীর  মন্দির।  মন্দিরটি  উত্তরমুখী।  গর্ভগৃহে  ঢোকার  একটিই  দরজা।  মন্দিরে  কোন  প্রতিষ্ঠাফলক  নেই।  তাই  মন্দির  নির্মাণের  সঠিক  সময়  বলা  যাবে  না।  মন্দিরের  সামনের  দেওয়াল  জুড়ে   'টেরাকোটা'  অলংকরণ  আছে।  দক্ষিণ  ও  পূর্ব  দিকের  দেওয়ালেও  কয়েকটি  করে  'টেরাকোটা'  ফলক  লক্ষ্য  করা  যায়।  এই  মন্দিরটি  অজয়  বাবুর ( অজয় কোনার )  পোস্টে  প্রথম  দেখেছিলাম।  তাঁকে  ধন্যবাদ।  মন্দিরের  খিলানের  উপরের  টেরাকোটা  ফলকগুলি  একটু  অন্য  রকম।  পিছনের  দিকের  দুটি  কোনাচে  দুটি  মিথুন  মূর্তি  আছে।  মন্দিরের  কোনাচে  মিথুন  মূর্তি  আমি  আগে  দেখিনি।  মন্দিরের  গর্ভগৃহে  শ্রীশ্রী বিষ্ণু  ( নারায়ণ  শিলা )  নিত্য  পূজিত।       

            মন্দিরটি  পরিদর্শনের  তারিখ :  ১৩.১২.২০১৮    
গোপালবেড়ার বিষ্ণু মন্দিরের একটি 'টেরাকোটা' কাজ 

বিষ্ণু মন্দির, গোপালবেড়া ( পশ্চিম দিক থেকে তোলা )

বিষ্ণু মন্দির, গোপালবেড়া ( সামনে থেকে তোলা )

মন্দিরের সামনের বিন্যাস 

বাঁ দিকের খিলানের উপরের কাজ 

মাঝের খিলানের উপরের কাজ 

ডান দিকের খিলানের উপরের কাজ 

বাঁ দিকের খিলানের উপরের  বাঁ  প্রান্তের কাজ 

বাঁ ও ডান দিকের খিলানের উপরের মাঝের কাজ  

মাঝের ও ডান দিকের খিলানের উপরের মাঝের কাজ 

বড় করে 

ডান দিকের খিলানের উপরের  ডান প্রান্তের কাজ

কুলুঙ্গির মধ্যের কাজ - ১

কুলুঙ্গির মধ্যের কাজ - ২

কুলুঙ্গির মধ্যের কাজ - ৩

কুলুঙ্গির মধ্যের কাজ - ৪

কুলুঙ্গির মধ্যের কাজ - ৫

কুলুঙ্গির মধ্যের কাজ - ৬

কুলুঙ্গির মধ্যের কাজ - ৭

বাঁকানো কার্নিসের নিচের কুলুঙ্গির কাজ - ১

বাঁকানো কার্নিসের নিচের কুলুঙ্গির কাজ - ২

বাঁকানো কার্নিসের নিচের কুলুঙ্গির কাজ - ৩

বাঁকানো কার্নিসের নিচের কুলুঙ্গির কাজ - ৪

স্তম্ভের কাজ - ১

স্তম্ভের কাজ - ২

স্তম্ভের কাজ - ৩

সামনের  দেওয়ালের বাঁ দিকের কোনাচ 

সামনের  দেওয়ালের ডান দিকের কোনাচ 

ভিত্তিবেদি সংলগ্ন কাজ 

ভিত্তিবেদি সংলগ্ন কাজ ( বড় করে )

পিছনে দিকের কোনাচের মিথুন মূর্তি - ১

পিছনে দিকের কোনাচের মিথুন মূর্তি - ২

পিছনের দেওয়ালের টেরাকোটা কাজ 
            
                                                           *****

৪টি মন্তব্য:

  1. সুন্দর বর্ণনা। আরামবাগ-বামুনিয়া বা, বর্ধমান - বামুনিয়া বাসেও গোপালবেড়া যাওয়া জায়। মন্দিরটি দধিমাধবের। বাঁ দিক থেকে প্রথম খিলানের উপরে সীতার বনবাস ফলকটি অনবদ্য। এটি আর কোথাও দেখিনি। দেখিনি উত্তর মুখী কোনো বিষ্ণু মন্দির। মন্দিরের বাস্তুরীতি এটা সমর্থন করেনা। আনুমাণিক অষ্টাদশ শতকের শুরুর দিকে তৈরি এই মন্দির।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার সুচিন্তিত ও মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।

      মুছুন
  2. আপনার এই প্রচেষ্টার জন্য অনেক অভিনন্দন।

    উত্তরমুছুন