বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০

Damodar Temple, Putunda, Purba Bardhaman


আটচালা  দামোদর  মন্দির,  পুতুন্ডা,  পূর্ব  বর্ধমান 

শ্যামল  কুমার  ঘোষ 

            হাওড়া-বর্ধমান  রেলপথে  শক্তিগড়  একটি  রেলস্টেশন।  শক্তিগড়  স্টেশন  থেকে  ২  কিমি  দূরের  একটি  গ্রাম  পুটুন্ডা।  শক্তিগড়  স্টেশন  থেকে  টোটোতে  সহজেই  এই  গ্রামে  যাওয়া  যায়।  বর্ধমান  থেকে  বাসেও  এখানে  যেতে  পারেন।  গ্রামে  ক্ষেত্ৰনাথ  চৌধুরীর  পূর্বপুরুষের  প্রতিষ্ঠিত  আটচালা  দামোদর  মন্দিরটি  দ্রষ্টব্য।

            অল্প  উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  পূর্বমুখী  মন্দিরটি  আটচালা  শৈলীর।  মন্দিরের  সামনে  অলিন্দ।  গর্ভগৃহে  প্রবেশের  একটিই  দরজা, সামনে।  উত্তর  দিকে  একটি  জানলা  আছে।  মন্দিরের  সামনের  দেওয়াল  ও  অলিন্দ  'টেরাকোটা'  অলংকরণে  অলংকৃত।  তবে  বেশির  ভাগ  'টেরাকোটা'  এখন  নষ্ট  হয়ে  গেছে।  'টেরাকোটা'র  বিষয় :  কৃষ্ণলীলা,  সামাজিক  দৃশ্য,  দেবদেবীর  চিত্র,  লতাপাতার  নকশা  ইত্যাদি।  মন্দিরটি  ১৬৭১  শকাব্দে ( ১৭৪৯ খ্রিষ্টাব্দে )  প্রতিষ্ঠিত  হয়।  পরে  ১৩৪৪  বঙ্গাব্দে  ক্ষেত্ৰনাথ  চৌধুরী  সংস্কার  করেন।  গর্ভগৃহে  দামোদর ( নারায়ণ  শিলা )  নিত্য  পূজিত। 

            
আটচালা দামোদর মন্দির, পুতুন্ডা 

বাঁ দিকের খিলানের উপরের কাজ 

মাঝের খিলানের উপরের কাজ 

ভিত্তিবেদি সংলগ্ন কাজ - ১ 

শিয়াল  প্রদর্শিত  পথে  বসুদেবের  যমুনা  অতিক্রমের  দৃশ্য  
ও  শিশু  কৃষ্ণের  পরিচর্যা। 

বাঁকে করে ভারবহন 

ভিত্তিবেদি সংলগ্ন কাজ - ২

 কুবলয়পীড় বধ  ও অন্য চিত্র 

কৃষ্ণের  নিকট  চতুর্ভুজ  ব্রহ্মার  নতিস্বীকার

ঘোড়ার গাড়িতে ভ্রমণ 

কানাই-বলাই 

প্রতিষ্ঠাফলক 

সংস্কারফলক 

কুলুঙ্গির কাজ - ১

কুলুঙ্গির কাজ - ২

কুলুঙ্গির কাজ - ৩

কুলুঙ্গির কাজ - ৪

কুলুঙ্গির কাজ - ৫

কুলুঙ্গির কাজ - ৬

কুলুঙ্গির কাজ - ৭

                                               *******

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন