দামোদরজিউর মন্দির, ঝিখিরা, হাওড়া
শ্যামল কুমার ঘোষ
হাওড়া জেলার আমতা ২ নং ব্লকের অন্তর্গত একটি গ্রাম ঝিখিরা। হাওড়া স্টেশনের হাওড়া বাসস্ট্যান্ড থেকে ঝিখিরার বাসে এই গ্রামে যাওয়া যায়। সময় লাগে ২ ঘন্টা ১৫ মিনিট। বাসটি ঝিখিরার হলেও রাউতারা পর্যন্ত যায়। ঝিখিরা ও রাউতারা পাশাপাশি দুটি গ্রাম। ঝিখিরার উল্লেখযোগ্য পুরাকীর্তি, স্থানীয় মণ্ডল পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত দামোদরজিউর মন্দির।
মন্দিরটি সামান্য উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত, ত্রিখিলান প্রবেশপথবিশিষ্ট, দক্ষিণমুখী, অলিন্দযুক্ত ও বাংলা আটচালা শৈলীর। মন্দিরের সামনের দেওয়াল টেরাকোটা অলংকারে অলংকৃত। তিনটি খিলানের উপরের টেরাকোটার বিষয় : লঙ্কা যুদ্ধ। ভিত্তিভূমির সংলগ্ন অনুভূমিক দুই সারির উপরের সারিতে আছে কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্য ও নিচের সারিতে আছে সেকালের অভিজাত সম্প্রদায়ের জীবনযাত্রার নানান দৃশ্য। কৃষ্ণজন্ম দৃশ্যে মাতা দেবকী বুকে ধামা আঁকড়িয়ে উপুড় হয়ে শুয়ে আছেন আর ধাত্রী প্রসব করাচ্ছেন। এই পদ্ধতিতে প্রসব করানো সেকালে গ্রামাঞ্চলে প্রচলিত ছিল। বাঁকানো কার্নিসের নিচের দুই অনুভূমিক সারি ও দেওয়ালের ধারের দুই উলম্ব সারির বর্গাকার কুলুঙ্গিতে আছে দশাবতার ও বিভিন্ন পৌরাণিক মূর্তি। মন্দিরের বাঁকানো কার্নিসের নিচের কুলুঙ্গির একটি ফলক উলটো করে লাগানো হয়েছে। আমি অবশ্য সেটি সোজা করেই দেখিয়েছি। মাঝখানের খিলানশীর্ষে নিবদ্ধ প্রতিষ্ঠাফলকের পাঠ - " শ্রীশ্রী রাম শুভমস্তু শকাব্দা : ১৬৯১ সক সন : ১১৭৬ সাল শ্রী সুকদেব মিস্ত্রী গঠিত। " অর্থাৎ মন্দিরটির নির্মাণকাল ১৬৯১ শকাব্দ বা ১৭৬৯ খ্রীষ্টাব্দ। দেবালয়টির দৈর্ঘ ৫.৫ মি, প্রস্থ ৫.১ মি এবং উচ্চতা প্রায় ৯.২ মি।
মন্দিরটি পরিদর্শনের তারিখ : ১১. ০৭. ২০১৮
------------------------------------
বইটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন : 9038130757 এই নম্বরে।
মন্দিরটি সামান্য উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত, ত্রিখিলান প্রবেশপথবিশিষ্ট, দক্ষিণমুখী, অলিন্দযুক্ত ও বাংলা আটচালা শৈলীর। মন্দিরের সামনের দেওয়াল টেরাকোটা অলংকারে অলংকৃত। তিনটি খিলানের উপরের টেরাকোটার বিষয় : লঙ্কা যুদ্ধ। ভিত্তিভূমির সংলগ্ন অনুভূমিক দুই সারির উপরের সারিতে আছে কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্য ও নিচের সারিতে আছে সেকালের অভিজাত সম্প্রদায়ের জীবনযাত্রার নানান দৃশ্য। কৃষ্ণজন্ম দৃশ্যে মাতা দেবকী বুকে ধামা আঁকড়িয়ে উপুড় হয়ে শুয়ে আছেন আর ধাত্রী প্রসব করাচ্ছেন। এই পদ্ধতিতে প্রসব করানো সেকালে গ্রামাঞ্চলে প্রচলিত ছিল। বাঁকানো কার্নিসের নিচের দুই অনুভূমিক সারি ও দেওয়ালের ধারের দুই উলম্ব সারির বর্গাকার কুলুঙ্গিতে আছে দশাবতার ও বিভিন্ন পৌরাণিক মূর্তি। মন্দিরের বাঁকানো কার্নিসের নিচের কুলুঙ্গির একটি ফলক উলটো করে লাগানো হয়েছে। আমি অবশ্য সেটি সোজা করেই দেখিয়েছি। মাঝখানের খিলানশীর্ষে নিবদ্ধ প্রতিষ্ঠাফলকের পাঠ - " শ্রীশ্রী রাম শুভমস্তু শকাব্দা : ১৬৯১ সক সন : ১১৭৬ সাল শ্রী সুকদেব মিস্ত্রী গঠিত। " অর্থাৎ মন্দিরটির নির্মাণকাল ১৬৯১ শকাব্দ বা ১৭৬৯ খ্রীষ্টাব্দ। দেবালয়টির দৈর্ঘ ৫.৫ মি, প্রস্থ ৫.১ মি এবং উচ্চতা প্রায় ৯.২ মি।
মন্দিরটি পরিদর্শনের তারিখ : ১১. ০৭. ২০১৮
![]() |
ঝিকিরার দামোদর মন্দিরের একটি পূর্ণস্তম্ভ |
![]() |
দামোদর মন্দির, ঝিকিরা |
![]() |
মন্দিরের সামনের বিন্যাস |
![]() |
মন্দিরের ত্রিখিলান বিন্যাস |
![]() |
বাঁ দিকের খিলানের উপরের কাজ |
![]() |
মাঝের খিলানের উপরের কাজ |
![]() |
ডান দিকের খিলানের উপরের কাজ |
![]() |
মন্দিরের প্রতিষ্ঠাফলক |
![]() |
যে ফলকটি উলটো করে লাগানো আছে |
![]() |
বর্গাকার কুলুঙ্গির মধ্যের কাজ - ১ |
![]() |
বর্গাকার কুলুঙ্গির মধ্যের কাজ - ২ |
![]() |
বর্গাকার কুলুঙ্গির মধ্যের কাজ - ৩ |
![]() |
বর্গাকার কুলুঙ্গির মধ্যের কাজ - ৪ |
![]() |
বর্গাকার কুলুঙ্গির মধ্যের কাজ - ৫ |
![]() |
বর্গাকার কুলুঙ্গির মধ্যের কাজ - ৬ |
![]() |
বর্গাকার কুলুঙ্গির মধ্যের কাজ - ৭ |
![]() |
বরাহ অবতার |
![]() |
ঢাকি ও অন্য চিত্র |
![]() |
জগন্নাথ ও অন্য চিত্র |
![]() |
পরশুরাম |
![]() |
বামনাবতার ও বলরাম |
![]() |
মৎসাবতার ও কূর্মাবতার |
![]() |
ষড়ভুজ গৌরাঙ্গ ও অন্য চিত্র |
![]() |
স্তম্ভের 'টেরাকোটা' অলংকরণ - ১ |
![]() |
স্তম্ভের 'টেরাকোটা' অলংকরণ - ২ |
![]() |
মহিষমর্দিনী মূর্তি |
![]() |
নকশা |
![]() |
কৃষ্ণের জন্ম ও অন্য চিত্র |
![]() |
শিশু কৃষ্ণকে যমুনার জলপূর্ণ ঘটের দ্বারা স্নান করানো |
![]() |
পুতনা বধ |
![]() |
রাখালদের গোষ্ঠযাত্রা |
![]() |
শকটাসুর বধ ও অন্য চিত্র |
![]() |
শিবিকায় গমন |
![]() |
মিথুন দৃশ্য |
![]() |
ঘোড়সওয়ার |
![]() |
শিকার দৃশ্য |
![]() |
কালীয় দমন ও অঘাসুর বধ |
![]() |
কালীয় দমন |
![]() |
অঘাসুর বধ |
![]() |
ডান দিকের পূর্ণ স্তম্ভের কাজ |
![]() |
গোপীদের দধিভাণ্ডবহন ও কৃষ্ণকে দধিপ্রদান |
![]() |
বক রাক্ষস বধ |
![]() |
হার্মাদ রণতরী |
![]() |
ডান দিকের অর্ধ স্তম্ভের কাজ |
![]() |
গোপীদের বস্ত্র হরণ |
![]() |
কৃষ্ণের অগ্নিভক্ষণ |
![]() |
কৃষ্ণ ও যশোদা |
![]() |
কৃষ্ণের মথুরা গমন দৃশ্য |
![]() |
কুবলয়পীড় (হস্তী ) ও কংস বধ |
![]() |
শিকার |
![]() |
হাতিতে চড়ে শিকার |
![]() |
ঘোড়ার গাড়িতে ভ্রমণ |
![]() |
রথে ভ্রমণ |
সহায়ক গ্রন্থ :
১) হাওড়া জেলার পুরাকীর্তি : তারাপদ সাঁতরা------------------------------------
রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ' প্রকাশিত হয়েছে।
বইটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন : 9038130757 এই নম্বরে।
কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।
--------------------------------------------------------------
মন্দির গুলোর অবস্থা খুব খারাপ সংস্কার করা হোক। এটা সরকার এর কাছে দাবি
উত্তরমুছুন