রবিবার, ২০ জানুয়ারী, ২০১৯

Shridhar Jiu Temple, Jamna, Paschim Medinipur


শ্রীধর  জিউর  মন্দির,  জামনা , পশ্চিম  মেদিনীপুর 

শ্যামল  কুমার  ঘোষ 

            পশ্চিম  মেদিনীপুর  জেলার  পিংলা  থানার  অধীন  একটি  গ্রাম  জামনা।  হাওড়া-মেদিনীপুর  রেলপথে  বালিচক  স্টেশন  থেকে  পটাশপুরের  বাসে  এই  গ্রামে  যাওয়া  যায়  গ্রামে  দিন্দা দিণ্ডা ) পরিবারের  প্রতিষ্ঠিত  শ্রীধর  জিউ'র  মন্দিরটি  উল্লেখযোগ্য। 

            প্রায়  ভূমি  সমতলে  অবস্থিত  ভিত্তিবেদির  উপর  স্থাপিত  মন্দিরটি  দক্ষিণমুখী,   ত্রিখিলান  প্রবেশপথ  বিশিষ্ট  ও  পঞ্চরত্ন  শৈলীর।  গর্ভগৃহের  সামনে  অলিন্দ।  গর্ভগৃহে   প্রবেশের  দুটি দরজা,  একটি  দক্ষিণ  দিকে,  অপরটি  পূর্ব  দিকে।  মন্দিরের  সামনের  দেওয়ালের  তিনটি  খিলানের  উপরে,  দুই  প্রান্তের  এক  সারি  করে  কুলুঙ্গির  মধ্যে  এবং  বাঁকানো  কার্নিসের  নিচের  দুই  সারি  কুলুঙ্গির  মধ্যে  'টেরাকোটা'র  ফলক  আছে।  গর্ভগৃহের  সামনের  দিকের  দরজার  দুপাশে  'বাতায়নবর্তিনী',  দ্বারপাল,  ব্রহ্মা  ও  গরুড়  ইত্যাদি  মূর্তি  দেখা  যায়।  মন্দিরে  কোন  প্রতিষ্ঠাফলক  নেই।  ২০১৬  সালে  মন্দিরটির  সম্যক্  সংস্কার  করা  হয়।  মন্দিরে  শ্রীধর  জিউ  ( নারায়ণ  শিলা )  নিত্য  পূজিত।   

            মন্দিরটি  পরিদর্শনের  তারিখ :  ১৬.০১.২০১৯ 


শ্রীধর মন্দির, জামনা 

মন্দিরের শিখর 

মন্দিরের সামনের বিন্যাস 

মন্দিরের ত্রিখিলান বিন্যাস 

বাঁ দিকের খিলানের উপরের কাজ 

মাঝের খিলানের উপরের কাজ 

ডান দিকের খিলানের উপরের কাজ 

কুলুঙ্গির ভিতরের কাজ - ১

কুলুঙ্গির ভিতরের কাজ - ২

কুলুঙ্গির ভিতরের কাজ - ৩

বাঁ দিকের কোনাচ 

কুলুঙ্গির ভিতরের কাজ - ৪

মহিষমর্দিনী মূর্তি 

কুলুঙ্গির ভিতরের কাজ - ৫

কুলুঙ্গির ভিতরের কাজ - ৬

ডান দিকের কোনাচ 

কুলুঙ্গির ভিতরের কাজ - ৭

কুলুঙ্গির ভিতরের কাজ - ৮

কুলুঙ্গির ভিতরের কাজ - ৯

 ব্রহ্মা, 'বাতায়নবর্তিনী' ও গরুড় মূর্তি 

দ্বারপাল

দ্বারবর্তিনী

শ্রীধর জিউ  ( নারায়ণ  শিলা ) 

 
সহায়ক  গ্রন্থ : 
                 ১)  পুরাকীর্তি  সমীক্ষা :  মেদিনীপুর  ~  তারাপদ  সাঁতরা


                                                         *****

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন