জানকীবল্লভ মন্দির, তিলন্তপাড়া, পশ্চিম মেদিনীপুর
শ্যামল কুমার ঘোষ
পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের অধীন একটি গ্রাম তিলন্তপাড়া। হাওড়া-মেদিনীপুর রেলপথে বালিচক স্টেশন থেকে ময়না গামী বাসে প্রথমে জলচক এবং সেখান থেকে টোটো বা ট্রেকারে এই গ্রামে যাওয়া যায়। গ্রামে মাইতি পরিবারের প্রতিষ্ঠিত শ্রীশ্রী জানকীবল্লভ মন্দিরটি উল্লেখযোগ্য।
উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত মন্দিরটি দক্ষিণমুখী, ত্রিখিলান প্রবেশপথবিশিষ্ট ও পঞ্চরত্ন শৈলীর। গর্ভগৃহের সামনে অলিন্দ। গর্ভগৃহে প্রবেশের দুটি দরজা, একটি দক্ষিণ দিকে, অপরটি পূর্ব দিকে। মন্দিরের সামনের দেওয়ালের তিনটি খিলানের উপরে, দুই প্রান্তের এক সারি করে কুলুঙ্গির মধ্যে এবং বাঁকানো কার্নিসের নিচের দুই সারি কুলুঙ্গির মধ্যে 'টেরাকোটা'র ফলক আছে। ভিত্তিবেদি সংলগ্ন স্তম্ভগুলিতে নিবদ্ধ টেরাকোটা'র ফলকগুলির উপরের সারিতে আছে কৃষ্ণলীলার দৃশ্য ও নিচের সারিতে আছে শিকার ও অন্যান্য দৃশ্য। মন্দিরের সামনের দেওয়াল ছাড়াও পূর্ব ও পশ্চিম দিকের দেওয়ালেও আছে টেরাকোটা ফলকসজ্জা এবং পিছন অর্থাৎ উত্তর দিকের দেওয়ালে আছে পঙ্খের উপর উৎকীর্ণ ভাস্কর্য-অলংকরণ। গর্ভগৃহের সামনের দিকের দরজার দুপাশে দুটি বড় 'টেরাকোটা' মূর্তি দেখা যায়। মন্দিরটির কার্নিসের নিচে টেরাকোটা ফলকে উৎকীর্ণ প্রতিষ্ঠাফলকের পাঠ : ''শ্রীশ্রীজান/কি বল্লব/ষুভ মস্তু/সকাব্দা/ ১৭৩২ / সন ১২/১৮ সাল '' অর্থাৎ মন্দিরটি ১৮১০ খ্রীষ্টাব্দে নির্মিত। মন্দিরের অদূরে, দক্ষিণ-পূর্ব দিকে ইঁটের গাঁথনিতে পঙ্খ-পলস্তারায় তৈরি বিরাটাকার এক হাতির উপর নিবদ্ধ তুলসীমঞ্চটি খুবই আকর্ষণীয়। তারাপদ সাঁতরা বলেছেন, "পোড়ামাটি ও পঙ্খ-সজ্জার উৎকর্ষে এটি যে মেদিনীপুর জেলার সর্বশ্রেষ্ঠ মন্দির তাতে সন্দেহ নেই।" যদিও বারবার রং করার ফলে বর্তমানে 'টেরাকোটা'র সৌন্দর্য অনেকটাই ম্লান হয়েছে। মন্দিরে শ্রীশ্রী জানকীবল্লভ ( নারায়ণ শিলা ) নিত্য পূজিত।
মন্দিরটি পরিদর্শনের তারিখ : ২১.০১.২০১৯
জানকীবল্লভ মন্দিরের দক্ষিণ দিকের দেওয়ালের অলংকরণ :
জানকীবল্লভ মন্দিরের পূর্ব দিকের দেওয়ালের অলংকরণ :
জানকীবল্লভ মন্দিরের পশ্চিম দিকের দেওয়ালের অলংকরণ :
জানকীবল্লভ মন্দিরের উত্তর দিকের দেওয়ালের অলংকরণ :
সহায়ক গ্রন্থ :
১) পুরাকীর্তি সমীক্ষা : মেদিনীপুর ~ তারাপদ সাঁতরা
*****
মন্দিরটি পরিদর্শনের তারিখ : ২১.০১.২০১৯
জানকীবল্লভ মন্দির |
মন্দিরের শিখর |
জানকীবল্লভ মন্দিরের দক্ষিণ দিকের দেওয়ালের অলংকরণ :
মন্দিরের সামনের বিন্যাস |
বাঁ দিকের খিলানের উপরের কাজ |
ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর |
মাঝের খিলানের উপরের কাজ |
সুর্পনখার নাসিকা ছেদন ও অন্য চিত্র |
ডান দিকের খিলানের উপরের কাজ |
অলিন্দে খিলানের উপরে পঙ্খের কাজ - ১ |
অলিন্দে খিলানের উপরে পঙ্খের কাজ - ২ |
দ্বারের পাশের মূর্তি |
ভিত্তিবেদি সংলগ্ন বাঁ দিকের অর্ধ স্তম্ভের কাজ |
ভিত্তিবেদি সংলগ্ন ডান দিকের পূর্ণ স্তম্ভের কাজ |
ভিত্তিবেদি সংলগ্ন ডান দিকের অর্ধ স্তম্ভের কাজ |
রণতরী - ১ |
রণতরী - ২ |
সঙ্গিনীসহ সাহেব |
প্রমোদ ভ্রমণ |
ঘোড়ায় চড়ে শিকার ও অন্যচিত্র |
দধিমন্থন ও কৃষ্ণ |
কূর্মাবতার ও মৎস্যাবতার |
কুলুঙ্গির মধ্যে কাজ - ১ |
কুলুঙ্গির মধ্যে কাজ - ২ |
কুলুঙ্গির মধ্যে কাজ - ৩ |
প্রতিষ্ঠাফলক |
মন্দিরের পূর্ব দিকের দেওয়ালের বিন্যাস |
পূর্ব দিকের ত্রিখালান বিন্যাস |
বাঁ দিকের খিলানের উপরের কাজ |
বড় করে |
মাঝের খিলানের উপরের কাজ |
মহিষমর্দিনী মূর্তি |
কালিকা, ব্রহ্মা ও অন্যান্য মূর্তি |
ডান দিকের খিলানের উপরের কাজ |
শ্রীকৃষ্ণের বস্ত্রহরণ |
কৃষ্ণলীলা |
পশ্চিম দিকের ত্রিখিলান বিন্যাস |
বাঁ দিকের খিলানের উপরের কাজ |
বড় করে |
মাঝের খিলানের উপরের কাজ |
জগন্নাথ-বলরাম-সুভদ্রা |
জগন্নাথ-বলরাম-সুভদ্রা ও অন্যান্য চিত্র |
ডান দিকের খিলানের উপরের কাজ |
বড় করে |
কুলুঙ্গির মধ্যের কাজ - ১ |
কুলুঙ্গির মধ্যের কাজ - ২ |
কুলুঙ্গির মধ্যের কাজ - ৩ |
কুলুঙ্গির মধ্যের কাজ - ৪ |
মন্দিরের পিছনের দিকের বিন্যাস |
খিলানের উপরের দিকের কাজ |
সহায়ক গ্রন্থ :
১) পুরাকীর্তি সমীক্ষা : মেদিনীপুর ~ তারাপদ সাঁতরা
*****