মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮

Shyamsundar Temple, Majher Para, Jhikira, Howrah, West Bengal



শ্যামসুন্দর  মন্দির,  মাঝের  পাড়া,  ঝিখিরা,  হাওড়া

শ্যামল  কুমার  ঘোষ   


            হাওড়া  জেলার  আমতা  ২  নং  ব্লকের  অন্তর্গত  একটি  গ্রাম  ঝিখিরা।  হাওড়া  স্টেশনের  হাওড়া  বাসস্ট্যান্ড  থেকে  ঝিখিরার  বাসে  এই  গ্রামে  যাওয়া  যায়।  সময়  লাগে  ২  ঘন্টা  ১৫  মিনিট।  বাসটি  ঝিখিরার  হলেও  রাউতারা  পর্যন্ত  যায়।  ঝিখিরা  ও  রাউতারা  পাশাপাশি  দুটি  গ্রাম।  গ্রামের  মাঝের  পাড়ায়  অবস্থিত  মল্লিক  পরিবারের  গৃহদেবতা  শ্যামসুন্দরজিউর   টেরাকোটাযুক্ত  মন্দিরটি  গ্রামের  প্রাচীনতম  দেবালয়। 

             মন্দিরটি  উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  ত্রিখিলান  প্রবেশপথবিশিষ্ট,  দক্ষিণমুখী,  অলিন্দযুক্ত  ও  বাংলা  আটচালা  শৈলীর।  মন্দিরে  একটি  প্রতিষ্ঠাফলক  আছে।  লিপি-ফলকের  পাঠ  -  "শুভমস্তু  শকাব্দা  ১৬১৩ ।"  অর্থাৎ  মন্দিরটি  ১৬৯১  খ্রীষ্টাব্দে  প্রতিষ্ঠিত।  মন্দিরটির  দৈর্ঘ্য  ৪.৮ মি,  প্রস্থ  ৪.৬  ও  উচ্চতা  প্রায়  ৭.৬ মি।  ত্রিখিলান  প্রবেশপথের  উপর  একটি  গণেশমূর্তি  আছে।  বাকি  অংশ  বিভিন্ন  নকশা  ও  পস্ফুটিত  পদ্ম  দ্বারা  সজ্জিত।  ভিত্তিদেদি  সংলগ্ন  অনুভূমিক  সারির  নিচের  সারিতে  শিকারযাত্রার  মিছিল,  ইউরোপীয়  জলদস্যু-রণতরী  প্রভৃতির  দৃশ্য  এবং  উপরের  সারিতে  আছে  কয়েকটি  সুন্দর  হাঁস।  বাঁদিকের  অর্ধস্তম্ভের  একপাশে  উপরে-নিচে  দুটি  মিথুন-ভাস্কর্যের  একটি  নরনারীর  ও  অপরটি  দুটি  হাঁসের।  পশ্চিমবঙ্গের  'টেরাকোটা'  মন্দিরে  পশুপাখির  মিথুন-ভাস্কর্য  বিরল।  মন্দিরটির  সংস্কারের  প্রয়োজন।  মন্দিরে  শ্যামসুন্দর  ও  রাধিকা  বিগ্রহ  নিত্য  পূজিত। 

             মন্দিরটি  পরিদর্শনের  তারিখ :  ১১. ০৭. ২০১৮ 


গণেশ  মূর্তি 

শ্যামসুন্দর মন্দির,  রাউতারা 

মন্দিরের  সামনের  বিন্যাস 

মন্দিরের  ত্রিখিলান বিন্যাস 

বাঁদিকের  খিলানের  উপরের  কাজ 

নকশা - ১ 

নকশা - ২ 

মন্দিরের  কোনাচ 

টেরাকোটার  ফুল 

বাঁদিকের  অর্ধ  স্তম্ভের  কাজ 

মিথুন-ভাস্কর্য 

বাঁদিকের  পূর্ণ স্তম্ভের  কাজ 

ডানদিকের  পূর্ণ স্তম্ভের  কাজ 

হার্মাদ  নৌকা 

নৌকা  বিহার 

ডান দিকের  অর্ধ  স্তম্ভের  কাজ

চুল  বাঁধা 

শিকার 

গরুর  গাড়ি 

শ্যামসুন্দর  ও  রাধিকা  বিগ্রহ 

  সহায়ক  গ্রন্থ : 

                 ১)  হাওড়া  জেলার  পুরাকীর্তি : তারাপদ  সাঁতরা


                                                        *****
  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন