দামোদর মন্দির, রায় বাড়ি, রাউতারা, হাওড়া
শ্যামল কুমার ঘোষ
হাওড়া জেলার আমতা ২ নং ব্লকের অন্তর্গত একটি গ্রাম রাউতারা বা রাউতরা। হাওড়া স্টেশনের হাওড়া বাসস্ট্যান্ড থেকে ঝিখিরার বাসে এই গ্রামে যাওয়া যায়। সময় লাগে ২ ঘন্টা ১৫ মিনিট। বাসটি ঝিকিরার হলেও রাউতারা পর্যন্ত যায়। ঝিখিরা ও রাউতারা পাশাপাশি দুটি গ্রাম। এই বাসস্ট্যান্ডের পূর্ব দিকে স্থানীয় রায় পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত দামোদরের ( নারায়ণ শিলা ) একটি মন্দির বর্তমান।
মন্দিরটি সামান্য উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত, ত্রিখিলান প্রবেশপথবিশিষ্ট, দক্ষিণমুখী, অলিন্দযুক্ত ও বাংলা বারোচালা শৈলীর। মন্দিরটি পূর্বে সম্ভবত আটচালা ছিল। কারণ পূর্বসূরি লেখকেরা এটিকে আটচালা বলে উল্লেখ করেছেন। মন্দিরের সামনের দেওয়াল টেরাকোটা অলংকারে অলংকৃত। কিন্তু সংস্কারে ও রঙের প্রলেপে 'টেরাকোটা'র সূক্ষ্মতা অনেকটাই হারিয়েছে। তিনটি খিলানের উপরের টেরাকোটার বিষয় : লঙ্কা যুদ্ধ। ভিত্তিভূমির সংলগ্ন অনুভূমিক দুই সারির উপরের সারিতে আছে কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্য ও নিচের সারিতে আছে সেকালের অভিজাত সম্প্রদায়ের জীবনযাত্রার নানান দৃশ্য। বাঁকানো কার্নিসের নিচের দুই অনুভূমিক সারি ও দেওয়ালের ধারের দুই উলম্ব সারির বর্গাকার কুলুঙ্গিতে আছে দশাবতার ও বিভিন্ন পৌরাণিক মূর্তি। মাঝখানের খিলানশীর্ষে নিবদ্ধ প্রতিষ্ঠাফলকের পাঠ - " শ্রীরাম শুভমস্তু শকাব্দা : ১৬৮৪ সন ১১৬৯ শ্রীশুকদেব ..... । " অর্থাৎ মন্দিরটির নির্মাণকাল ১৬৮৪ শকাব্দ বা ১৭৬২ খ্রীষ্টাব্দ। দেবালয়টির দৈর্ঘ ৫.৩ মি, প্রস্থ ৫ মি এবং উচ্চতা প্রায় ১০.৭ মি। মন্দিরের বর্তমান পুরোহিত সুশীল চক্রবর্তী। এঁরা পুরুষানুক্রমে এই মন্দিরে পুজো করে আসছেন। মন্দিরে শ্রীশ্রী দামোদর ( নারায়ণ শিলা ) নিত্য পূজিত হন।
দামোদর মন্দির |
মন্দিরের ত্রিখিলান বিন্যাস |
বাঁদিকের খিলানার উপরের কাজ |
মাঝের খিলানার উপরের কাজ |
ডানদিকের খিলানার উপরের কাজ |
বর্গাকার কুলুঙ্গির মধ্যের কাজ - ১ |
বর্গাকার কুলুঙ্গির মধ্যের কাজ - ২ |
বর্গাকার কুলুঙ্গির মধ্যের কাজ - ৩ |
বর্গাকার কুলুঙ্গির মধ্যের কাজ - ৪ |
Add caption |
বর্গাকার কুলুঙ্গির মধ্যের কাজ - ৫ |
বর্গাকার কুলুঙ্গির মধ্যের কাজ - ৬ |
বর্গাকার কুলুঙ্গির মধ্যের কাজ - ৭ |
বর্গাকার কুলুঙ্গির মধ্যের কাজ - ৮ |
মন্দিরের কোনাচ |
মন্দিরের প্রতিষ্ঠাফলক |
ভিত্তিবেদি সংলগ্ন বাঁদিকের অর্ধস্তম্ভের কাজ |
ভিত্তিবেদি সংলগ্ন বাঁদিকের পূর্ণস্তম্ভের কাজ |
ভিত্তিবেদি সংলগ্ন ডানদিকের পূর্ণস্তম্ভের কাজ |
ভিত্তিবেদি সংলগ্ন ডানদিকের অর্ধস্তম্ভের কাজ |
মথুরাগমন ও অন্য দুটি চিত্র |
মথুরাগমন |
ঘোড়ার গাড়ি ও অন্য চিত্র |
শ্রীশ্রী দামোদর ( নারায়ণ শিলা ) |
এই মন্দিরের পাশে দোতালায় একটি দেউলাকৃতি মন্দিরে কালো পাথরের কৃষ্ণ ও পিতলের রাধিকা মূর্তি পূজিত হন।
কৃষ্ণ ও রাধিকা মূর্তি |
মন্দির প্রাঙ্গণে একটি পরিত্যক্ত কাঠের রথ অবহেলায় নষ্ট হচ্ছে। কাঠের রথটি সম্বন্ধে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :
|
দামোদর মন্দিরের সামনে রায় পরিবারের জমিদারির কাছারি বাড়ি অবস্থিত। পঙ্খ অলংকৃত বাড়িটি সম্বন্ধে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :
পঙ্খ অলংকৃত কাছারি বাড়ি, রায় বাড়ি, রাউতারা
দামোদর মন্দিরের পাশে দামোদরের একটি দোলমঞ্চ আছে। প্রায় ভূমি সমতলের ভিত্তিবেদির উপর স্থাপিত আটচালা দোলমঞ্চটি চারটি স্তম্ভের উপর দণ্ডায়মান। স্তম্ভগুলি পরস্পর ধনুরাকৃতি খিলানের দ্বারা সংযুক্ত। দোলমঞ্চটির সামনের অর্থাৎ দক্ষিণ দিকে খিলানের উপর ও দুটি স্তম্ভ 'টেরাকোটা' অলংকারে অলংকৃত। পূর্ব দিকের দেওয়ালে খিলানের উপর একটি মাত্র 'টেরাকোটা' ফলক অবশিষ্ট আছে। সংস্কারের সময় রঙের প্রলেপ দেওয়াতে এই 'টেরাকোটা' এখন কিছুটা ম্লান।
দোলমঞ্চ, রায় বাড়ি, রাউতারা |
সামনের খিলানের উপরের কাজ |
বাঁদিকের স্তম্ভ |
নাচের ভঙ্গিমা |
শিবপুজো ও অন্য চিত্র |
স্তম্ভের ভিত্তিবেদি সংলগ্ন কাজ |
নকশা |
শ্রীকৃষ্ণের গোষ্ঠ লীলা |
ডানদিকের স্তম্ভের কাজ - ১ |
ডানদিকের স্তম্ভের কাজ - ২ |
পূর্বদিকের খিলানের উপরের কাজ |
সহায়ক গ্রন্থ :
*****
১) হাওড়া জেলার পুরাকীর্তি : তারাপদ সাঁতরা