সিদ্ধেশ্বরী কালী বাড়ি, কুঠিঘাট, বরানগর, উত্তর ২৪ পরগনা
শ্যামল কুমার ঘোষ
বরানগর কুঠিঘাটের জয় মিত্র কালীবাড়ির কিছুটা দক্ষিণ-পূর্বে কুঠিঘাট অটো স্ট্যান্ডের পাশে, বি. কে. মৈত্র রোডে সিদ্ধেশ্বরী কালীর দালান মন্দিরটি উল্লেখযোগ্য। দালানটি দক্ষিণমুখী ও প্রশস্ত। বিগ্রহ দারু নির্মিত। বরানগরে এই কালী খুবিই প্রসিদ্ধা।
শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে কয়েকবার এসেছিলেন। একবার কেশবচন্দ্র খুব অসুস্থ হলে শ্রীরামকৃষ্ণ তাঁর আরোগ্য কামনায় এই মায়ের কাছে ডাব-চিনি মানত করেন। এখনও বেলুড় মঠের মহারাজরা তাঁদের মঠের কেউ অসুস্থ হলে ডাব-চিনি মানত করেন এবং সেরে ওঠার পর ডাব-চিনি সহযোগে এই মায়ের কাছে পুজো দেন।
মন্দিরের বর্তমান সেবায়েত-পুরোহিত দেবকুমার চট্টোপাধ্যায়। প্রায় দুই শত বছর আগে রটন্তী কালী পূজার দিন স্থানীয় জমিদার জয়নারায়ণ বন্দোপাধ্যায় এই মন্দির প্রতিষ্ঠা করেন। দৈনিক পূজা ছাড়াও মন্দিরে মূল তিনটি উৎসব পালন করা হয়। রটন্তী কালী পূজার দিন ব্যৎসরিক পূজা, দীপাবলি কালী পূজা ও ফলহারিণী কালী পূজা অনুষ্ঠিত হয়। এছাড়া চৈত্র, পৌষ ও ভাদ্র মাসে ধানের লক্ষ্মী পূজাও এই মন্দিরে অনুষ্ঠিত হয় এবং সেই উপলক্ষ্যে মায়ের বিশেষ পূজা, ভোগ ও আরতি হয়ে থাকে। উৎসব উপলক্ষ্যে মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়। মন্দিরে ডানদিকের একটি ঘরে বাবা সিদ্ধেশ্বর নামক শুভ্র বর্ণের একটি ছোট শিবলিঙ্গ প্রতিষ্ঠিত এবং নিত্যপূজিত।
কী ভাবে যাবেন ?
হাওড়া, শিয়ালদহ বা শ্যামবাজার থেকে বি. টি. রোড গামী বাসে উঠে সিঁথির মোড়ে নামুন। সেখান থেকে কুঠিঘাট গামী অটোতে উঠে কুঠিঘাট অটো স্ট্যান্ডে নামুন। অটো স্ট্যান্ডেই মন্দির।
মন্দিরটি পরিদর্শনের তারিখ : ১৮.০৮.২০২১
![]() |
সিদ্ধেশ্বরী কালী বাড়ি, কুঠিঘাট, বরানগর |
![]() |
সিদ্ধেশ্বরী কালী মাতা - ১ |
![]() |
সিদ্ধেশ্বরী কালী মাতা - ২ |
![]() |
সিদ্ধেশ্বরী কালী মাতা - ৩ |
----------------------------------------------------------
রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ' প্রকাশিত হয়েছে।
বইটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন : 9038130757 এই নম্বরে।