জোড়া শিব মন্দির, কালিকাপুর, পূর্ব বর্ধমান
শ্যামল কুমার ঘোষ
পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার অন্তর্গত একটি প্রাচীন ও বর্ধিষ্ণু গ্রাম কালিকাপুর। বাসে পানাগড়-ইলামবাজার রাস্তার ১১ মাইল স্টপেজে নেমে টোটোতে বা যন্ত্রচালিত ভ্যানে এই গ্রামে যাওয়া যায়। গ্রামে ঢোকার আগে কালিকাপুর রাখালদাস স্মৃতি বিদ্যালয় পেরিয়ে একই ভিত্তিবেদির উপর স্থাপিত পাশাপাশি অবস্থিত এই দুটি মন্দির চোখে পড়বে।
উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত, দক্ষিণমুখী মন্দিরদুটি দেউল শৈলীর। ডান দিকের মন্দিরের শিবের নাম হংসেশ্বর ও বাঁ দিকের মন্দিরের শিবের নাম পরমেশ্বর। মন্দির দুটির সামনের দেওয়াল টেরাকোটা অলংকরণে অলংকৃত। টেরাকোটার বিষয় : রাজদরবারে রামসীতা, দশাবতার মূর্তি, সৈন্যদলের কুচকাওয়াজ, মুখমণ্ডলের সারি, কালী, শিব, সামাজিক চিত্র, মৃত্যুলতা ইত্যাদি। প্রতিষ্ঠাকাল : ১৭৬১ শকাব্দ ( ১৮৩৯ খ্রীষ্টাব্দ ) বা ১২৪৬ বঙ্গাব্দ। প্রতিষ্ঠা করেন স্থানীয় জমিদার পরমেশ্বর রায়।
মন্দিরটি পরিদর্শনের তারিখ : ১৩.১২.২০১৯
বইটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন : 9038130757 এই নম্বরে।
![]() |
জোড়া শিব মন্দির |
![]() |
ডান দিকের ( হংসেশ্বের শিব ) মন্দিরের সামনের বিন্যাস |
![]() |
হংসেশ্বের শিব মন্দিরের খিলানের উপরের কাজ |
![]() |
রাজ দরবারে রামসীতা ও অন্য চিত্র |
![]() |
রাজ দরবারে রামসীতা |
![]() |
দশাবতারের চার অবতার |
![]() |
মুখমণ্ডলের সারি |
![]() |
একটি 'টেরাকোটা' চিত্র |
![]() |
বাঁ দিকের ভিত্তিবেদি সংলগ্ন কাজ |
![]() |
বড় করে |
![]() |
ডান দিকের ভিত্তিবেদি সংলগ্ন কাজ |
![]() |
বড় করে |
![]() |
কুলুঙ্গির কাজ - ১ |
![]() |
কুলুঙ্গির কাজ - ২ |
![]() |
কুলুঙ্গির কাজ - ৩ |
![]() |
কুলুঙ্গির কাজ - ৪ |
![]() |
কুলুঙ্গির কাজ - ৫ |
![]() |
হংসেশ্বর শিব মন্দিরের মৃত্যুলতা - ১ |
![]() |
হংসেশ্বর শিব মন্দিরের মৃত্যুলতা - ২ |
![]() |
হংসেশ্বর শিবমন্দিরের প্রতিষ্ঠাফলক |
![]() |
পরমেশ্বর শিব মন্দিরের সামনের বিন্যাস |
![]() |
পরমেশ্বর শিব মন্দিরের খিলানের উপরের কাজ |
![]() |
শিবের সংগীত আসর |
![]() |
বড় করে |
![]() |
'টেরাকোটা' চিত্র - ২ |
![]() |
টেরাকোটা' চিত্র - ৩ |
![]() |
টেরাকোটা' চিত্র - ৪ |
![]() |
কুলুঙ্গির কাজ - ১ |
![]() |
কুলুঙ্গির কাজ - ২ |
![]() |
পরমেশ্বর শিব মন্দিরের মৃত্যুলতা - ১ |
![]() |
পরমেশ্বর শিব মন্দিরের মৃত্যুলতা - ২ |
![]() |
পরমেশ্বর শিব মন্দিরের মৃত্যুলতা - ৩ |
![]() |
পরমেশ্বর শিব মন্দিরের প্রতিষ্ঠাফলক |
মন্দিরটি পরিদর্শনের তারিখ : ১৩.১২.২০১৯
------------------------------------------------
রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ' প্রকাশিত হয়েছে।
বইটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন : 9038130757 এই নম্বরে।
কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন