নৃসিংহদেবের মন্দির, গোকর্ণ, মুর্শিদাবাদ
শ্যামল কুমার ঘোষ
মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত একটি প্রাচীন গ্রাম গোকর্ণ। পূর্ব রেলের কাটোয়া-আজিমগঞ্জ রেলপথে কর্ণসুবর্ণ স্টেশনে নেমে টোটোতে এই গ্রামে যাওয়া যায়। গ্রামে নৃসিংহদেবের মন্দিরটি উল্লেখযোগ্য। বহরমপুর থেকে কান্দিগামী বাসেও এখানে যাওয়া যায়।
উঁচু ভিত্তিবেদির উপর প্রতিষ্ঠিত, পশ্চিমমুখী মন্দিরটি চারচালা শৈলীর। বহুবার সংস্কৃত মন্দিরটি ১৫০২ শকাব্দে বা ১৫৮০ খ্রীষ্টাব্দে নির্মিত। মন্দিরে সংস্কৃত ভাষায় রচিত লিপিটি বাংলা হরফে ক্ষোদিত। লিপিটি অস্পষ্ট হওয়াতে হরফের উপর অপরিপক্ক হাতে রং দিয়ে বোলানো হয়েছে। তাই পুরা লিপিটির পাঠোদ্ধার করা সম্ভব নয়।
পক্ষবিন্দুযুতে (ষুতে ? ) শাকে বাণচন্দ্র। ...
পক্ষ = ২, বিন্দু = ০, বাণ = ৫, চন্দ্র = ১ ধরে অঙ্কের বামা গতি নিয়মানুসারে প্রতিষ্ঠাকাল ১৫০২ শকাব্দ বা ১৫৮০ খ্রীষ্টাব্দ।
মন্দিরে কয়েকটি ক্ষয়িষ্ণু টেরাকোটা ফলক বর্তমান। এগুলি টেরাকোটা-সজ্জার প্রথম যুগের নিদর্শন। উল্লেখ্য, নৃসিংহদেবের মন্দিরের উপরে যে মহিষাসুরমর্দিনী দুর্গা মূর্তিটি আছে তা বাংলার টেরাকোটা মন্দিরে প্রাপ্ত সবচেয়ে প্রাচীন দুর্গা মূর্তি।
মন্দিরের গর্ভগৃহে কষ্টিপাথরের এক সুন্দর নৃসিংহ মূর্তি বর্তমান। বাম উরুর উপর স্থাপিত হিরণ্যকশিপুর উদরবিদারণরত নৃসিংহদেব।
নৃসিংহদেবের মন্দির চত্বরে আরও কয়েকটি মন্দির বর্তমান। মন্দিরটি পরিদর্শনের তারিখ : ০৫.০৫.২০২০