ত্রিমন্দির ( শিব ), শ্রীবাটি, পূর্ব বর্ধমান
শ্যামল কুমার ঘোষ
হাওড়া-ব্যাণ্ডেল-কাটোয়া রেলপথে পাটুলি একটি রেলস্টেশন। হাওড়া থেকে দূরত্ব ১২৬ কিমি। পাটুলি স্টেশন থেকে ১২ কিমি দূরের একটি গ্রাম শ্রীবাটি। গ্রামটি কাটোয়া ২ নং ব্লকের অধীন। পাটুলি স্টেশন থেকে সংরক্ষিত টোটোতে সহজেই এই গ্রামে যাওয়া যায়। কাটোয়া থেকে বাসেও এখানে যেতে পারেন।
গ্রামে স্থানীয় চন্দ্রবংশ প্রতিষ্ঠিত পাশাপাশি তিনটি শিবমন্দির বর্তমান। প্রতিষ্ঠাকাল ১৭৫৮ শকাব্দ ( ১৮৩৬ খ্রিষ্টাব্দ ) বা ১২৪৩ বঙ্গাব্দ। এই চন্দ্রদের প্রধানত নুনের ব্যবসা ছিল। ব্যবসা করে এঁরা প্রভূত সম্পত্তির অধিকারী হন। মন্দির তিনটিতে বিশ্বেশ্বর, ভোলানাথ ও চন্দ্রেশ্বর নামক তিনটি শিবলিঙ্গ নিত্য পূজিত। শিবমন্দিরগুলি উৎকৃষ্ট 'টেরাকোটা' মন্ডিত। তিনটি মন্দিরই উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত। মন্দির তিনটির একটিতে একটি প্রতিষ্ঠাফলক আছে।
মাঝের শিবমন্দিরটির নাম ভোলানাথ। মন্দিরটি দক্ষিণমুখী, পঞ্চরত্ন শৈলীর। মন্দিরে কোন অলিন্দ নেই। গর্ভগৃহে ঢোকার একটিই দরজা, দক্ষিণ দিকে। পূর্ব ও পশ্চিম দিকে একটি করে ভরাট করা দরজা। মন্দিরটি উৎকৃষ্ট টেরাকোটা মন্ডিত। 'কল্পলতা' বা 'মৃত্যুলতা' সচরাচর মন্দিরের প্রান্ত বরাবর থাকে। এখানে মন্দিরের দেওয়ালের মাঝখান দিয়ে আছে। গর্ভগৃহে শুভ্র বর্ণের শিবলিঙ্গ নিত্য পূজিত।
পশ্চিম দিকের মন্দিরটি বর্গক্ষেত্র প্রস্থচ্ছেদ বিশিষ্ট দেউলাকৃতির। দেউলটি উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত, পূর্বমুখী, উড়িষ্যারীতির শিখর দেউলের প্রাচীন রীতির পরিবর্তিত ও সরলীকৃত রূপ। গর্ভগৃহে একটি মাত্র দরজা, পূর্ব দিকে। বাকি তিনদিকে আছে ভরাট করা দরজা। কোন অলিন্দ নেই। দেউলের টেরাকোটা অলংকরণ অন্য দুটি মন্দিরের মত উৎকৃষ্ট নয়। দরজার খিলানের উপরে ও উত্তর ও দক্ষিণ দিকের ভরাট করা দরজার খিলানের উপর 'টেরাকোটা'র কাজ আছে।
পূর্ব দিকের মন্দিরটি অষ্টকোণ প্রস্থচ্ছেদ বিশিষ্ট দেউলাকৃতির। দেউলটি উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত, পশ্চিমমুখী, উড়িষ্যারীতির শিখর দেউলের প্রাচীন রীতির পরিবর্তিত ও সরলীকৃত রূপ। গর্ভগৃহে একটি মাত্র দরজা, পশ্চিম দিকে। বাকি সাতদিকে আছে ভরাট করা দরজা। কোন অলিন্দ নেই। দেউলের তিনদিকের দেওয়াল উৎকৃষ্ট টেরাকোটা অলংকরণে অলংকৃত। দরজার খিলানের উপরে ও সাত দিকের ভরাট করা দরজার খিলানের উপর 'টেরাকোটা'র কাজ আছে।
মন্দির তিনটির পরিদর্শনের তারিখ : ২৩.০১. ২০১৮
********
প্রতিষ্ঠাফলক |
মাঝের শিবমন্দিরটির নাম ভোলানাথ। মন্দিরটি দক্ষিণমুখী, পঞ্চরত্ন শৈলীর। মন্দিরে কোন অলিন্দ নেই। গর্ভগৃহে ঢোকার একটিই দরজা, দক্ষিণ দিকে। পূর্ব ও পশ্চিম দিকে একটি করে ভরাট করা দরজা। মন্দিরটি উৎকৃষ্ট টেরাকোটা মন্ডিত। 'কল্পলতা' বা 'মৃত্যুলতা' সচরাচর মন্দিরের প্রান্ত বরাবর থাকে। এখানে মন্দিরের দেওয়ালের মাঝখান দিয়ে আছে। গর্ভগৃহে শুভ্র বর্ণের শিবলিঙ্গ নিত্য পূজিত।
দরজার খিলানের উপরের কাজ |
রামরাজা |
সৈন্যদলের কুচকাওয়াজ |
কুলুঙ্গির মধ্যের কাজ - ১ |
কুলুঙ্গির মধ্যের কাজ - ২ |
কুলুঙ্গির মধ্যের কাজ - ৩ |
মৎসাবতার ও মনসা |
মৎসাবতার |
কূর্মাবতার |
গরুড়বাহন ও অন্য চিত্র |
গরুড়বাহন |
অন্য চিত্র |
বামনাবতার |
সিদ্ধিদাতা গনেশ ও অন্যান্য মূর্তি |
সামনের দেওয়ালের কোনাচ |
পাশের দেওয়ালের কোনাচ |
মৃত্যুলতা - ১ |
মৃত্যুলতা - ২ |
পশ্চিম দিকের দেউল |
টেরাকোটার অলংকরণ - ১ |
টেরাকোটার অলংকরণ - ২ |
কৃষ্ণ-রাধা ও রাধার সখিরা |
পরশুরাম ও বলরাম |
বরাহাবতার ও মৎসাবতার |
শিব-দুর্গা |
শিব-দুর্গা ও অন্য চিত্র |
সিদ্ধি ঘোটা ও অন্য চিত্র |
তান্ত্রিক কালী |
কালী |
দক্ষিণ দিকের খিলানের উপরের কাজ ( মহিষাসুরমর্দিনী ) |
উত্তর দিকের খিলানের উপরের কাজ |
পূর্ব দিকের মন্দিরটি অষ্টকোণ প্রস্থচ্ছেদ বিশিষ্ট দেউলাকৃতির। দেউলটি উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত, পশ্চিমমুখী, উড়িষ্যারীতির শিখর দেউলের প্রাচীন রীতির পরিবর্তিত ও সরলীকৃত রূপ। গর্ভগৃহে একটি মাত্র দরজা, পশ্চিম দিকে। বাকি সাতদিকে আছে ভরাট করা দরজা। কোন অলিন্দ নেই। দেউলের তিনদিকের দেওয়াল উৎকৃষ্ট টেরাকোটা অলংকরণে অলংকৃত। দরজার খিলানের উপরে ও সাত দিকের ভরাট করা দরজার খিলানের উপর 'টেরাকোটা'র কাজ আছে।
মন্দির তিনটির পরিদর্শনের তারিখ : ২৩.০১. ২০১৮
পশ্চিমমুখী দেউল |
দরজার খিলানের উপরের কাজ - ১ |
দরজার খিলানের উপরের কাজ - ২ |
বড় করে |
বড় করে |
একটি ভরাট করা দরজার কাজ |
একটি ভরাট করা দরজার খিলানের উপরের কাজ |
একটি ভরাট করা দরজার খিলানের উপরের কাজ |
দ্বিতীয় ভরাট করা দরজার খিলানের উপরের কাজ |
দ্বিতীয় ভরাট করা দরজার খিলানের উপরের কাজ |
তৃতীয় ভরাট করা দরজার খিলানের উপরের কাজ |
বড় করে |
চতুর্থ ভরাট করা দরজার খিলানের উপরের কাজ |
পঞ্চম ভরাট করা দরজার খিলানের উপরের কাজ |
ষষ্ঠ ভরাট করা দরজার খিলানের উপরের কাজ |
'টেরাকোটা'র অলংকরণ - ১ |
বড় করে |
বড় করে |
'টেরাকোটা'র অলংকরণ - ২ |
'টেরাকোটা'র অলংকরণ - ৩ |
'টেরাকোটা'র অলংকরণ - ৪ |
'টেরাকোটা'র অলংকরণ - ৫ |
'টেরাকোটা'র অলংকরণ - ৬ |
'টেরাকোটা'র অলংকরণ - ৭ |
'টেরাকোটা'র অলংকরণ - ৮ |
'টেরাকোটা'র অলংকরণ - ৯ |
'টেরাকোটা'র অলংকরণ - ১০ |
নৌযান |
'টেরাকোটা'র অলংকরণ - ১১ |
'টেরাকোটা'র অলংকরণ - ১২ |
সিদ্ধি ঘোটা ও অন্য চিত্র |
অমিততেজা পুরুষ - ১ |
অমিততেজা পুরুষ - ২ |
মৃত্যুলতা - ১ |
মৃত্যুলতা - ২ |
********