আটকোনা শিব মন্দির, তকিপুর, পূর্ব বর্ধমান
শ্যামল কুমার ঘোষ
পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার অন্তর্গত তকিপুর গ্রামটি বেশ প্রাচীন। বর্ধমান-রামপুরহাট রেলপথে বনপাস রেলস্টেশন থেকে টোটোতে সহজেই এই গ্রামে যাওয়া যায়।
গ্রামস্থ ভট্টাচার্য পরিবারের মন্দির চত্বরে অনেকগুলি মন্দির আছে। তারমধ্যে আটকোনা শিবের মন্দিরটি উল্লেখযোগ্য। অল্প উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত, ইঁটের তৈরি মন্দিরটি পশ্চিমমুখী। মন্দিরটি টেরাকোটা অলংকারযুক্ত। মন্দিরের অনেক টেরাকোটা ফলক নষ্ট হয়ে গেলেও যা অবশিষ্ট আছে তা খুবই সুন্দর। মন্দিরের দরজার খিলানের উপর সপরিবারে দুর্গার ফলকটি অনবদ্য। পাশের দুটি খিলানের উপর টেরাকোটা ফলক নষ্ট হয়ে গেলেও যেটুকু অবশিষ্ট আছে তাতে পাখির ভাস্কর্য গুলি সুন্দর। কুলুঙ্গির মধ্যে টেরাকোটার বিষয় : দশাবতার, বেণু কৃষ্ণ, কার্তিক, শিশু কৃষ্ণের দধিমন্থনপাত্রে হস্তপ্রবেশ দৃশ্য, ভক্ত হনুমান ইত্যাদি। মন্দিরে একটি প্রতিষ্ঠাফলক আছে। কিন্তু তা পাঠ যোগ্য নয়।
কী ভাবে যাবেন ?
বর্ধমান-রামপুরহাট রেলপথে বনপাশ স্টেশন থেকে টোটোতে সহজেই এই গ্রামে যাওয়া যায়। বর্ধমানের নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ড থেকে গুসকরার বাসে ( সব বাস যায় না ) সিউড়ি রোডের উপর অবস্থিত বড় চৌরাস্তায় নেমে টোটোতে এই গ্রামে যাওয়া যায়। বর্ধমানের নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ড থেকে ভোতা গামী বাসে সরাসরি এই গ্রামে যাওয়া যায়।
![]() |
সপরিবারে দুর্গা |
![]() |
আটকোনা মন্দির, তকিপুর, পূর্ব বর্ধমান |
![]() |
মন্দিরের সামনের বিন্যাস |
![]() |
মাঝের খিলানের উপরের কাজ |
![]() |
সপরিবারে দুর্গা |
![]() |
বাঁ দিকের খিলানের উপরের কাজ |
![]() |
ডান দিকের খিলানের উপরের কাজ |
![]() |
কুলুঙ্গির কাজ - ১ ( বামন অবতার ও বলরাম ) |
![]() |
কুলুঙ্গির কাজ - ২ ( কৃষ্ণ ও অন্য চিত্র ) |
![]() |
কুলুঙ্গির কাজ - ৩ ( শিশু কৃষ্ণের দধিমন্থনপাত্রে হস্তপ্রবেশ ও অন্য চিত্র ) |
![]() |
কুলুঙ্গির কাজ - ৪ |
![]() |
কুলুঙ্গির কাজ - ৫ ( বরাহ ও মৎস্য অবতার ) |
![]() |
কুলুঙ্গির কাজ - ৬ ( কার্তিক ও যোগাসনের ভঙ্গিমা ) |
![]() |
কুলুঙ্গির কাজ - ৭ ( যোগাসনের ভঙ্গিমা ও বলরাম ) |
![]() |
কুলুঙ্গির কাজ - ১৮ ( বীণা বাদক ও কল্কি অবতার ) |
![]() |
কুলুঙ্গির কাজ - ৯ ( রাধাকৃষ্ণ ও রাম ) |
![]() |
কুলুঙ্গির কাজ - ১০ ( ভক্ত হনুমান ও কূর্ম অবতার ) |
![]() |
কুলুঙ্গির কাজ - ১১ ( কূর্ম অবতার ও ছেলে কাঁকে মহিলা ) |
![]() |
প্রতিষ্ঠাফলক |
*******
রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ' প্রকাশিত হয়েছে।
বইটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন : 9038130757 এই নম্বরে।
অপূর্ব
উত্তরমুছুনধন্যবাদ।
মুছুনThe wall-relief of Durga is unique - any idea about the age of this temple ?
উত্তরমুছুন