সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

Radhaballav Temple, Pathak Para, Bankura Town, Bankura District


শ্রীশ্রীরাধাবল্লভ  মন্দির,  পাঠকপাড়া, 
বাঁকুড়া  শহর,  বাঁকুড়া    

শ্যামল  কুমার  ঘোষ 

            বাঁকুড়া  জেলায়  পুরাকীর্তির  অভাব  না  থাকলেও  বাঁকুড়া  শহরে  তা  কিন্তু  নামমাত্র।  বাঁকুড়া  শহরের  পাঠক  পাড়ায়  অবস্থিত,  পাঠক  পরিবার  কর্তৃক  প্রতিষ্ঠিত,  মন্দিরটি  উল্লেখযোগ্য।  উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  ত্রিখিলান  প্রবেশপথবিশিষ্ট,  দক্ষিণমুখী  মন্দিরটি  পঞ্চরত্ন  শৈলীর।  মন্দিরে  কোন  প্রতিষ্ঠাফলক  নেই।  পোড়ামাটির  অলংকরণগুলি  শুধু  সামনের  দেওয়ালে  নিবদ্ধ।  'টেরাকোটা'-কারিগরি  মাঝারি  ধরণের।  'টেরাকোটা'র  বিষয় : কৃষ্ণলীলা,  দশাবতার,  পৌরাণিক  কাহিনী  ও  নানাবিধ  সামাজিক  দৃশ্য।  খিলানশীর্ষের  প্যানেলগুলিতে  ফুল-লতা-পাতার  নকশা, নৃত্যরত  কৃষ্ণ-গোপিনী  ও  পেখমমেলা  ময়ূরের  ভাস্কর্যগুলি  সুন্দর।  গর্ভগৃহে  রাধাবল্লভ  ও  রাধিকা  মূর্তি  নিত্য পূজিত। 


রাধাবল্লভ মন্দিরের শিখর 

রাধাবল্লভ মন্দির, পাঠকপাড়া 

মন্দিরের মাঝের খিলানের উপরের কাজ 

মন্দিরের ডান দিকের খিলানের উপরের কাজ 

মন্দিরের ডান দিকের খিলানের উপরের কাজ
( বড় করে )

মন্দিরের কৌণিক ভাস্কর্য 

কুলুঙ্গির মধ্যে কাজ - ১

কুলুঙ্গির মধ্যে কাজ - ২

কুলুঙ্গির মধ্যে কাজ - ৩

কুলুঙ্গির মধ্যে কাজ - ৪

কুলুঙ্গির মধ্যে কাজ - ৫

কুলুঙ্গির মধ্যে কাজ - ৬

কুলুঙ্গির মধ্যে কাজ - ৭

কুলুঙ্গির মধ্যে কাজ - ৮

কুলুঙ্গির মধ্যে কাজ - ৯

            মন্দিরটি  পরিদর্শনের  তারিখ :  ১৩.০৭.২০১৯


 সহায়ক  গ্রন্থ :
             ১)  বাঁকুড়া  জেলার  পুরাকীর্তি : অমিয়কুমার  বন্দোপাধ্যায়    
                                                       
               ------------------------------------------------------------

রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ' প্রকাশিত হয়েছে। বইটির মুদ্রিত মূল্য - ৫৯৯ টাকা।


 বইটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন :  9038130757 এই নম্বরে। 

কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন। 

            প্রকাশনীতে বইটি সেরা বইয়ের সম্মান স্বর্ণকলম ২০২৫ পেয়েছে ।