Pages

Temples of North 24 Parganas / South 24 Parganas



উত্তর  ২৪  পরগনা  জেলার  মন্দির 
 
                    শ্যামল  কুমার  ঘোষ

শিব  ও  অন্নপূর্ণা 

      যে  মন্দিরটি  দেখতে  চান  সেই  নিদিষ্ট  মন্দিরের  নামের  উপর  ক্লিক  করুন :

   ব্যারাকপুর :
       ১)   অন্নপূর্ণার  মন্দির,  তালপুকুর,  ব্যারাকপুর *
       ২)   নন্দদুলাল  জিউ  মন্দির,  সাইবনা

   নবাবগঞ্জ :

   পানিহাটি : 
  
   বরানগর :

   বসিরহাট :

   গোবরডাঙ্গা 

   বাগুইআটি / তেঘরিয়া 

   কেষ্টপুর ( কৃষ্ণপুর )

------------------------------------------------

রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ' প্রকাশিত হয়েছে।


 বইটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন :  9038130757 এই নম্বরে। 

কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।

কলকাতা বইমেলায় (২৮ শে জানুয়ারি থেকে ৯ ই ফেব্রুয়ারি) 'রা প্ৰকাশনে'র স্টল নম্বর - ৪০৬ (৮ নম্বর গেট দিয়ে ঢুকে সামনে - করুণাময়ী বাস স্ট্যান্ডের কাছে) বইটি পাবেন। 

--------------------------------------------------




দক্ষিণ  ২৪  পরগনা  জেলার  মন্দির

 মহামায়াতলা :





* চিহ্নিত  মন্দিরগুলি  'টেরাকোটা'  বা  'পঙ্খ'  অলংকৃত





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন