রাধাকান্ত জিউ ঠাকুরবাড়ি, প্রেমচাঁদ বড়াল স্ট্রিট, কলকাতা
শ্যামল কুমার ঘোষ
কলকাতার কলেজ স্ট্রিট / পটলডাঙা অঞ্চলের ৫২/১, প্রেমচাঁদ বড়াল স্ট্রিটে রাধাকান্ত জিউ'র মন্দির অবস্থিত।
উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত, তিন-খিলানবিশিষ্ট, দক্ষিণমুখী, অলিন্দযুক্ত মন্দিরটি সমতলছাদবিশিষ্ট একটি দালান শৈলীর মন্দির। মন্দিরের সামনে ফাঁকা উঠান এবং তাকে ঘিরে চকমিলানো অনেকগুলি ঘর। দোতালাতেও নিচের মত চকমিলানো ঘর আছে। ঠাকুরবাড়ির বাইরের দোতালায় অনেক গুলি সুদৃশ্য স্তম্ভ আছে এবং দুটি স্তম্ভের মাঝে মাঝে কাঠের 'ঝিলমিল' ( Venetian blind ) লাগানো আছে। বাড়ির ভিতরেও মোটা মোটা স্তম্ভ দেখতে পাওয়া যায়। মন্দিরের খিলানের এক একটি স্তম্ভ 'কলাগেছ্যা' রীতির গোল ও সরু স্তম্ভগুচ্ছের সমষ্টি। মন্দিরের সামনের দেওয়ালের উপরে রাধাকৃষ্ণ, গৌরাঙ্গ ও নিত্যানন্দ মূর্তি আছে।
মন্দির ও ঠাকুরবাড়িটি প্রতিষ্ঠা করেন সিদ্ধেশ্বর চন্দ্র চন্দ্র। এই দেবায়তনের বাইরের দরজার ডান দিকের দেওয়ালে একটি ফলক আছে। ফলকটি শ্বেতপাথরের। তবে ফলকে প্রতিষ্ঠাকাল লেখা না থাকায় ঠাকুরবাড়িটি কবে প্রতিষ্ঠা হয় তা জানা যায় না। গর্ভগৃহে একটি কাঠের সিংহাসনে রাধাকান্ত জিউ ও রাধারানি বিগ্রহ নিত্য পূজিত। রাধাকান্ত বিগ্রহ কাল পাথরের এবং রাধারানি ধাতুময়ী। নিত্য পূজা ছাড়াও এই ঠাকুরবাড়িতে সারা বছর নানা বৈষ্ণব উৎসব পালিত হয়। যেমন জন্মাষ্টমী, রাধাষ্টমী, চাঁচর, পঞ্চম দোল, রাসযাত্রা ইত্যাদি।
|
রাধাকান্ত জিউ'র ঠাকুরবাড়ি, প্রেমচাঁদ বড়াল স্ট্রিট, কলকাতা |
|
প্রতিষ্ঠাফলক |
|
রাধাকান্ত জিউ'র মন্দির, প্রেমচাঁদ বড়াল স্ট্রিট, কলকাতা |
|
মন্দিরের সামনের বিন্যাস |
|
দেওয়ালের রাধাকৃষ্ণ মূর্তি |
|
গৌরাঙ্গ মূর্তি |
|
নিত্যানন্দ মূর্তি |
|
রাধাকান্ত ও রাধারানি বিগ্রহ, প্রেমচাঁদ বড়াল স্ট্রিট, কলকাতা |
কী ভাবে যাবেন ? কলকাতার কলেজ স্ট্রিটের মেডিকেল কলেজের বিপরীত দিকে অবস্থিত প্রেমচাঁদ বড়াল স্ট্রিট। এই রাস্তা ধরে বেশ খানিকটা গেলে পড়বে ৫২/১, প্রেমচাঁদ বড়াল স্ট্রিট। এখানেই রাধাকান্ত জিউ'র মন্দির।
কলকাতার অন্যান্য মন্দির সম্বন্ধে জানতে নিচের লিংকে ক্লিক করুন / লিংকের উপর আঙুল দিয়ে টোকা দিন :
আমার ইমেল : shyamalfpb@gmail.com প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।
--------------------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন