লক্ষ্মীনারায়ণ জিউ'র মন্দির, শ্রীগোপাল মল্লিক লেন, কলকাতা
শ্যামল কুমার ঘোষ
কলকাতার কলেজ স্ট্রিট অঞ্চলের ১৭/৭, শ্রীগোপাল মল্লিক লেনে লক্ষ্মীনারায়ণ জিউ'র মন্দির অবস্থিত।
অল্প উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত, পত্রাকৃতি তিন-খিলানবিশিষ্ট, দক্ষিণমুখী, অলিন্দযুক্ত মন্দিরটি সমতলছাদবিশিষ্ট একটি দালান শৈলীর মন্দির। মন্দিরের সামনে ফাঁকা উঠান এবং তাকে ঘিরে চকমিলানো অনেকগুলি ঘর। দোতালাতেও নিচের মত চকমিলানো ঘর আছে। দোতালার বারান্দায় সুন্দর ঢালাই লোহার রেলিং আছে। মন্দিরের গর্ভগৃহ ও অলিন্দের মেঝে সাদা-কাল পাথরের। গর্ভগৃহের সামনের থামে অল্প পঙ্খের কাজ আছে।
১৩৪০ বঙ্গাব্দে ( ১৯৩৩ খ্রীষ্টাব্দে ) তিনকড়ি মল্লিক ও আনন্দলাল মল্লিক নামে দুই ভাই তাঁদের বাবা স্বর্গীয় অক্ষয়কুমার মল্লিক ও মা স্বর্গীয়া সত্যমণি দাসীর স্মরণার্থে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই দেবায়তনের বাইরের দরজার ডান দিকের দেওয়ালে একটি প্রতিষ্ঠাফলক আছে। প্রতিষ্ঠাফলকটি শ্বেতপাথরের। গর্ভগৃহে একটি কাঠের সিংহাসনে নারায়ণ শিলা ও মা লক্ষ্মী ( কুনকে ) নিত্য পূজিত। নারায়ণ শিলা ও কুনকে এমন সাজানো আগে দেখেনি।
তারাপদ সাঁতরার লেখা " কলকাতার মন্দির-মসজিদ ( স্থাপত্য-অলংকরণ-রূপান্তর )" গ্রন্থে এই দেবায়তনের উল্লেখ আছে। আমার এই ঠাকুরবাড়ি পরিদর্শনের তারিখ : ০২.১২.২০২১
লক্ষ্মীনারায়ণ মন্দির, শ্রীগোপাল মল্লিক লেন, কলকাতা |
পঙ্খের কাজ |
গ্রিলের নকশা |
বাড়ির প্রবেশ-দ্বার |
প্রতিষ্ঠাফলক |
মন্দিরের গর্ভগৃহের সামনের বিন্যাস |
নারায়ণ শিলা ও মা লক্ষ্মী ( কুনকে ) |
কী ভাবে যাবেন ?
কলকাতার কলেজ স্ট্রিটের কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিপরীত দিকে সূর্য সেন স্ট্রিট। এই রাস্তা দিয়ে ঢুকে কিছুটা এগুলেই ডান দিকে পড়বে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বোরো পাঁচের অফিস। এই অফিসের ঠিক পরের ডান দিকের রাস্তার নাম রাধানাথ মল্লিক লেন। এই রাধানাথ মল্লিক লেন দিয়ে ঢুকে একটু এগুলেই বাঁ দিকে পড়বে শ্রীগোপাল মল্লিক লেন। ১৭/৭ শ্রীগোপাল মল্লিক লেনে কাঙ্ক্ষিত লক্ষ্মীনারায়ণ জিউ'র মন্দির।
কলকাতার অন্যান্য মন্দির সম্বন্ধে জানতে নিচের লিংকে ক্লিক করুন / লিংকের উপর আঙুল দিয়ে টোকা দিন :
-------------------------------------
------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন