Pages

রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

Jagannath, Nityananda and Sharabhuj Gouranga Temple, Nimtala Ghat Street, Jorabagan, Kolkata

জগন্নাথ,  নিত্যানন্দ  ও  ষড়ভুজ  গৌরাঙ্গ  মন্দির,  নিমতলা  ঘাট  স্ট্রিট,  জোড়াবাগান,  কলকাতা 

                           শ্যামল  কুমার  ঘোষ 

  কলকাতার  নিমতলা  /  জোড়াবাগান  অঞ্চলের  ৬৯/৩,  নিমতলা  ঘাট  স্ট্রিটে  আশুতোষ  লাহার  বাড়িতে  জগন্নাথ,  নিত্যানন্দ  ও  ষড়ভুজ  গৌরাঙ্গ  মন্দির  অবস্থিত।  

            অল্প  উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  তিন-খিলানবিশিষ্ট,    দক্ষিণমুখী,  অলিন্দযুক্ত  মন্দিরটি  সমতলছাদবিশিষ্ট  একটি  দালান  শৈলীর  মন্দির।  আসলে  এটি  একটি  বাড়ির  এক  তলার  অলিন্দযুক্ত  একটি  ঘর  মাত্র।  মন্দিরের  প্রবেশদ্বারের  উপরের  খিলানে  ব্যবহৃত  হয়েছে  ইউরোপীয়  ভাবধারায়  'ফ্যানলাইট'  ( Fanlight )।  তিনটি  প্রবেশ-দ্বারের  মাঝের  দ্বারের  সামনে  একটি  সিংহাসনে  দারু নির্মিত  জগন্নাথ,  নিত্যানন্দ  ও  ষড়ভুজ  গৌরাঙ্গ  বিগ্রহ  প্রতিষ্ঠিত।  এ  ছাড়া  দামোদর-রাধিকা,  গোপীনাথ-রাধিকা,  মদনমোহন-রাধিকা  ও  এক  সখি,  গোপাল  ও  অন্যান্য  বিগ্রহও  আছেন।  মন্দিরে  সমস্ত  বিগ্রহ  নিত্য  পূজিত। 

            শোনা  যায়,  শ্রীরামকৃষ্ণ  দেব  এই  মন্দিরে  দেব  দর্শনে  আসেন  এবং  দর্শনকালে  সমাধিস্থ  হন।

            বাংলার  কিছু  মন্দিরে  ষড়ভুজ  গৌরাঙ্গের  দারুমূর্তি  দেখা  যায়।  ষড়ভুজ  গৌরাঙ্গ  চৈতন্য  মহাপ্রভুর  একটি  দিব্যরূপ।  এই  দিব্যরূপের  মধ্যে  শ্রীরামের  ধনুর্বাণ,  সন্যাসগ্রহণরূপী  শ্রীচৈতন্যের  দণ্ড  ও  কমণ্ডলু  ও  বংশীবাদনরত  শ্রীকৃষ্ণের  সমন্বয়  ঘটেছে।  এই  দিব্যরূপটি  চৈতন্যচরিতামৃত  ও  চৈতন্যভাগবত  অনুযায়ী  যথাক্রমে  শ্রীবাস  নবদ্বীপে  এবং  বাসুদেব  সার্বভৌম  নীলাচলে  দর্শন  করেছিলেন।  ষড়ভুজ  গৌরাঙ্গের  এই  দিব্যরূপ  দর্শন  দেওয়ার  মধ্যে  দিয়ে  শ্রীচৈতন্য  বোঝাতে  চেয়েছেন  যে  শ্রীরাম,  শ্রীকৃষ্ণ  ও  শ্রীগৌরাঙ্গ  এক  এবং  অভিন্ন। 

            ষড়ভুজ  গৌরাঙ্গের  রূপ-বর্ণনা  আমরা  পাই,  নরোত্তমের  'চৈতন্যমঙ্গলে' :

   'হেনই  সময়ে  প্রভু  ষড়ভুজ  শরীর।    

   দেখি  সার্বভৌম  হইল  আনন্দে  অস্থির।।

   উর্ধ্ব  দুই  হাতে  ধরে  ধনু  আর  শর। 

   মধ্যে  দুই  হাতে  ধরে  মুরলী  অধর।।

   নিম্ন  দুই  হাতে  ধরে  দণ্ড  কমণ্ডল। 

   দেখি  সার্বভৌম  হইল  আনন্দে  বিহ্বল।।

            অর্থাৎ,  ষড়ভুজ  গৌরাঙ্গের  উপরের  দুটি  হাতে  থাকে  শ্রীরামচন্দ্রের  ধনুর্বাণ,  মাঝের  দুটি  হাত  যেন  শ্রীকৃষ্ণের  বংশীবাদন  রূপ  ও  নিচের  দুটি  হাতে  ধরা  থাকে  সন্যাসগ্রহণকারী  শ্রীচৈতন্যের  দণ্ড  ও  কমণ্ডলু।  আলোচ্য  তিনটি  দেবতার  গাত্রবর্ণ  যে  রকম  কল্পনা  করা  হয়  ষড়ভুজ  গৌরাঙ্গ  মূর্তির  হাতের  বর্ণ  সেই   রঙের  করা  হয়।   

             মন্দিরটি  পরিদর্শনের  তারিখ :  ১৭.১২.২০২১

মন্দিরে গর্ভগৃহের সামনের বিন্যাস

 জগন্নাথ, নিত্যানন্দ, ষড়ভুজ গৌরাঙ্গ ও অন্যান্য বিগ্রহ

জগন্নাথ, নিত্যানন্দ ও ষড়ভুজ গৌরাঙ্গ বিগ্রহ


দামোদর-রাধিকা বিগ্রহ

গোপীনাথ-রাধিকা বিগ্রহ

মদনমোহন-রাধা ও এক সখির বিগ্রহ


গোপাল বিগ্রহ

            কী  ভাবে  যাবেন ?

            যে  কোন  বাসে  নিমতলা  ঘাট  স্ট্রিট  ও   বি  কে  পাল  এভিনিউ-এর  সংযোগস্থলে  আসুন।  আমি  আহিরীটোলা  বাসস্ট্যান্ড  থেকে  বি  কে  পাল  এভিনিউ  ধরে  এখানে  এসেছিলাম।  মোড়ের  কাছে  অবস্থিত  স্টেট  ব্যাঙ্ক  অফ  ইন্ডিয়া,  নিমতলা  ব্রাঞ্চের  বিপরীতে  ৬৯/৩,  নিমতলা  ঘাট  স্ট্রিটে  আমাদের  কাঙ্ক্ষিত  মন্দির।

 সহায়ক  গ্রন্থ / প্রবন্ধ :

     ১)  বাংলার  মন্দির  স্থাপত্য  ও  ভাস্কর্য  :  প্রণব  রায়     

২)  মন্দির  ভাস্কর্যে  চৈতন্যলীলা  :  তারাপদ  সাঁতরা 

              কলকাতার অন্যান্য মন্দির সম্বন্ধে জানতে নিচের লিংকে ক্লিক করুন / লিংকের উপর আঙুল দিয়ে টোকা দিন : 

                        কলকাতার  মন্দির

          -------------------------------------------

            আমার  ইমেল :  shyamalfpb@gmail.com   প্রয়োজনে  যোগাযোগ  করতে  পারেন।

           --------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন