Pages

রবিবার, ৮ মার্চ, ২০২০

Atchala Shib Temple, Suhari, Purba Bardhaman


আটচালা  শিব  মন্দির,  সুহারী,  পূর্ব  বর্ধমান 

শ্যামল  কুমার  ঘোষ 

            হাওড়া-বর্ধমান  রেলপথে  শক্তিগড়  একটি  রেলস্টেশন।  শক্তিগড়  স্টেশন  থেকে  ৫  কিমি  দূরের  একটি  গ্রাম  সুহারী।  শক্তিগড়  স্টেশন  থেকে  টোটোতে  সহজেই  এই  গ্রামে  যাওয়া  যায়।  বর্ধমান  থেকে  বাসেও  এখানে  যেতে  পারেন।  গ্রামে  কোঙার  পরিবার  প্রতিষ্ঠিত  শিব  মন্দিরটি  দ্রষ্টব্য। 

            উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  এক  খিলানবিশিষ্ট,  দক্ষিণমুখী,  অলিন্দবিহীন,  ছোট  মন্দিরটি  আটচালা  শৈলীর।  মন্দিরের  একটিই  প্রবেশদ্বার,  সামনে।  মন্দিরের  সামনের  দেওয়াল  'টেরাকোটা'  অলংকরণে  অলংকৃত।  'টেরাকোটা'র  বিষয় :  রাসমণ্ডল,  রাজসভায়  রামসীতা,  বিভিন্ন  দেবদেবীর  মূর্তি,  কৃষ্ণলীলা  ও  নানা  সামাজিক  দৃশ্য।  মন্দিরটি  অষ্টাদশ  শতকের  মধ্যভাগে  নির্মিত।  তবে  কোন  প্রতিষ্ঠাফলক  নেই।  গর্ভগৃহে  শিবলিঙ্গ  নিত্যপূজিত।

            মন্দিরটি  পরিদর্শনের  তারিখ :  ১৮.০২.২০২০

রাসমণ্ডল

আটচালা শিব মন্দির, সুহারী 

মন্দিরের খিলানের উপরের কাজ

মন্দিরের খিলানের উপরের কাজ ( বড় করে )

রাসমণ্ডল 

রামরাজা 

Yali

বাঁ দিকের কৌণিক ভাস্কর্য

ডান দিকের কৌণিক ভাস্কর্য 

কুলুঙ্গির কাজ - ১

কুলুঙ্গির কাজ - ২

কুলুঙ্গির কাজ - ৩

কুলুঙ্গির কাজ - ৪

কুলুঙ্গির কাজ - ৫

কুলুঙ্গির কাজ - ৬

কুলুঙ্গির কাজ - ৭

ভিত্তিবেদি সংলগ্ন কাজ - ১

রণতরী

ভিত্তিবেদি সংলগ্ন কাজ - ২

কৃষ্ণ কর্তৃক কালীয় দমন ও বকাসুর বধ 

কৃষ্ণ লীলা ও অন্য দুটি দৃশ্য 

বস্ত্রহরণ দৃশ্য


********

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন