পরিত্যক্ত অষ্টনায়িকা মন্দির, হাটগোবিন্দপুর, পূর্ব বর্ধমান
শ্যামল কুমার ঘোষ
পূর্ব বর্ধমান জেলার একটি প্রাচীন ও বর্ধিষ্ণু গ্রাম হাটগোবিন্দপুর। বর্ধমান শহর থেকে বর্ধমান-কালনা রোড ধরে বাসযোগে এই গ্রামে যাওয়া যায়। হাওড়া-বর্ধমান রেলপথের শক্তিগড় স্টেশনে নেমে অটো করেও এখানে যেতে পারেন। গ্রামে অষ্টাদশ শতকে নির্মিত পরিত্যক্ত অষ্টনায়িকা মন্দিরটি উল্লেখ্যযোগ্য।
ভূমি সমতলে অবস্থিত পশ্চিমমুখী মন্দিরটি আটচালা শৈলীর। মন্দিরটি প্রতিষ্ঠা করেন স্থানীয় ভট্টাচার্য পরিবার। মন্দিরটি বর্তমানে পরিত্যক্ত হলেও মন্দিরের খিলানের উপরের দিকের 'টেরাকোটা' এখনও বেশ ভাল আছে।
মন্দিরটির পরিদর্শনের তারিখ : ১৮.০২.২০২০
মন্দিরটির পরিদর্শনের তারিখ : ১৮.০২.২০২০
মাঝের খিলানের উপরের কাজ |
পরিত্যক্ত অষ্টনায়িকা মন্দির, হাটগোবিন্দপুর |
মন্দিরের সামনের বিন্যাস |
মন্দিরের ত্রিখিলান বিন্যাস |
বাঁ দিকের খিলানের উপরের কাজ |
বড় করে |
বড় করে |
মাঝের খিলানের উপরের কাজ |
ডান দিকের খিলানের উপরের কাজ |
মকর মুখ - ১ |
মকর মুখ - ২ |
ভিত্তিবেদি সংলগ্ন কাজ - ১ |
ভিত্তিবেদি সংলগ্ন কাজ - ২ |
ভিত্তিবেদি সংলগ্ন কাজ - ৩ |
কুলুঙ্গির কাজ |
ডান দিকের কৌণিক ভাস্কর্য ******** |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন