Pages

রবিবার, ৮ মার্চ, ২০২০

Panchayatan Shib Temple, Panchthupi, Murshidabad


পঞ্চায়তন  শিব  মন্দির,  পাঁচথুপি,  মুর্শিদাবাদ 

শ্যামল  কুমার  ঘোষ 

            মুর্শিদাবাদ  জেলার  বড়ঞা  থানার  অন্তর্গত  একটি  গ্রাম  পাঁচথুপি।  মুর্শিদাবাদ  জেলার  বহরমপুর  থেকে  বাসে  সহজেই  এই  গ্রামে  যাওয়া  যায়।  কাটোয়া-আজিমগঞ্জ  রেল  পথে  খাগড়াঘাট  স্টেশন  থেকেও  এই  বাসটি  পাওয়া  যায়।  মুর্শিদাবাদ  জেলার  কান্দি  থেকেও  বাসে  এই  গ্রামে  যেতে  পারেন।  পূর্বে  এখানে  পাঁচটি  বৌদ্ধ  স্তুপ  থাকার  জন্য  'পঞ্চস্তুপ'  থেকে  পাঁচথুপি  নাম  হয়েছে  বলে  জনশ্রুতি। 

            গ্রামের  হাতিবাগানে  'পঞ্চায়তন'  শিব  মন্দিরটি  একটি  দ্রষ্টব্য।  এই  শৈলীর  মন্দির  বিরল।  একই  ভিত্তিবেদির  উপর  চারকোণে  একই  আকৃতির  চারটি  দেউল  ও  কেন্দ্রস্থলে  একটি  বড়  দেউল  অধিষ্ঠিত।  মন্দিরটি  স্থানীয়দের  কাছে  'নবরত্ন'  মন্দির  বলে  পরিচিত।  আসলে  বড়  দেউলটির  ভিতরের  মাঝখানে  একটি  বড়  শিবলিঙ্গ  ও  চার  কোণে  চারটি  ছোট  ছোট  শিবলিঙ্গ  এবং  চারটি  ছোট  দেউলে  চারটি  শিবলিঙ্গ  মোট  নয়টি  শিবলিঙ্গ  প্রতিষ্ঠিত।  তাই  'নবরত্ন'  আখ্যা  দেওয়া  হয়েছে।  আসলে  এটি  'পঞ্চায়তন'  মন্দির।  মন্দিরটি  প্রতিষ্ঠা  করেন  পাঁচথুপির  জমিদার  জগন্নাথ  ঘোষহাজরা।  এই  'পঞ্চায়তন'  মন্দির  আর  একটি  আছে  বর্ধমান  জেলার  বৈকুণ্ঠপুরে।  পূর্বমুখী  মন্দিরের  দেওয়ালে  টেরাকোটার  অলংকার  বর্তমান।  টেরাকোটার  বিষয় :  রামরাবণের  যুদ্ধ, দশাবতার,  মহিষাসুরমর্দিনী,  কালী,  সরস্বতী,  কার্তিক,  বেণুকৃষ্ণ,  বিষ্ণু,  ঘোড়সওয়ার,  হাতি,  হংস  সারি,  ফুলকারী  নকশা  ইত্যাদি।  খ্রিস্টীয়  আঠার  শতকের  মধ্যভাগে  মন্দিরটি  প্রতিষ্ঠা  করেন  স্থানীয়  জমিদার  জগন্নাথ  ঘোষহাজরা।  মন্দিরের  শিবলিঙ্গগুলি  নিত্য  পূজিত। 

            মন্দিরটি  পরিদর্শনের  তারিখ :  ০৫.০৩.২০২০  

দশাবতারের পাঁচ অবতার

পঞ্চায়তন  শিব  মন্দির, পাঁচথুপি

পূর্ব-দক্ষিণ কোণের দেউল 

উত্তর-পূর্ব কোণের দেউল

দক্ষিণ-পশ্চিম কোণের দেউল

উত্তর-পশ্চিম কোণের দেউল

মাঝের দেউল 

মাঝের দেউলের খিলানের উপরের কাজ 

রামরাবণের  যুদ্ধ

দশাবতারের পাঁচ অবতার 

দশাবতারের অবশিষ্ট অবতার

মহিষাসুরমর্দিনী

বলরাম ও অন্য চিত্র 

কৃষ্ণ ও বলরাম 

কালী ও অন্য চিত্র 

কালী

সরস্বতী ও কার্তিক 

শালভঞ্জিকা ও অন্য চিত্র 

বিষ্ণু 

কৃষ্ণ ও অন্য দুটি চিত্র 

ঘোড় দৌড় - ১

ঘোড় দৌড় - ২

বাঁ দিকের ভিত্তিবেদি সংলগ্ন কাজ

বড় করে 

ডান দিকের ভিত্তিবেদি সংলগ্ন কাজ

বড় করে

বড় করে

বড় ফুল 

ফুলকারি নকশা - ১

ফুলকারি নকশা - ২

সহায়ক  গ্রন্থ :
                 ১)  বাংলার  মন্দির  স্থাপত্য  ও  ভাস্কর্য  :  প্রণব  রায় 

 ----------------------------------------------------------------------------------
            আমার  ইমেল :  shyamalfpb@gmail.com   প্রয়োজনে  যোগাযোগ  করতে  পারেন।
--------------------------------------------------------------
                                    

  

1 টি মন্তব্য: