রঘুনাথ মন্দির, পুরশুড়া, আরামবাগ, হুগলি
শ্যামল কুমার ঘোষ
আরামবাগ মহকুমার পুড়শুড়া থানা ও ব্লকের অন্তর্গত একটি গ্রাম পুড়শুড়া। আরামবাগ ও তারকেশ্বর থেকে বাসে এখানে যাওয়া যায়।
এই গ্রামের আটচালা রঘুনাথ মন্দির স্থানীয় ঘোষ বংশ কর্তৃক প্রতিষ্ঠিত। নরেন্দ্রনাথ ভট্টাচার্য লিখিত হুগলি জেলার পুরাকীর্তি গ্রন্থে মন্দিরটি সিংহ বংশ কর্তৃক প্রতিষ্ঠিত বলে উল্লেখ করা হয়েছে। মন্দিরটি উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত, দক্ষিণমুখী ও ত্রিখিলান প্রবেশপথযুক্ত। গর্ভগৃহের সামনে অলিন্দ। গর্ভগৃহে ঢোকার দুটি দরজা। একটি সামনে অর্থাৎ দক্ষিণ দিকে এবং অপরটি পশ্চিম দিকে। মন্দিরের নির্মাণকাল ১৬৭৫ শকাব্দ অর্থাৎ ১৭৫৩ খ্রিষ্টাব্দ। মন্দিরে একটি প্রতিষ্ঠাফলক আছে। মন্দিরের সামনের দেওয়াল টেরাকোটা অলংকরণে অলংকৃত। গর্ভগৃহে শ্রীশ্রী রঘুনন্দন ( নারায়ণ শিলা ) নিত্য পূজিত।
মন্দিরটির অবস্থা খুবই সঙ্গিন। গর্ভগৃহের ছাদ ফেটে ফাঁক হয়ে গেছে। খুব তাড়াতাড়ি সংস্কার না করলে আমরা আর একটি টেরাকোটা মন্দির হারাবো।
সহায়ক গ্রন্থ :
১) হুগলি জেলার পুরাকীর্তি : নরেন্দ্রনাথ ভট্টাচার্য
-------------------------------------------
মন্দিরটির অবস্থা খুবই সঙ্গিন। গর্ভগৃহের ছাদ ফেটে ফাঁক হয়ে গেছে। খুব তাড়াতাড়ি সংস্কার না করলে আমরা আর একটি টেরাকোটা মন্দির হারাবো।
রঘুনাথ মন্দিরের সামনের ত্রিখিলান বিন্যাস |
রঘুনাথ মন্দির, পুরশুড়া |
বাঁ দিকের খিলানের উপরের কাজ |
মাঝের খিলানের উপরের কাজ |
মাঝের খিলানের উপরের কাজ ( বড় করে ) |
মাঝের খিলানের উপরের কাজ ( বড় করে ) |
ডান দিকের খিলানের উপরের কাজ |
কুলুঙ্গির মধ্যে কাজ ও নকশা |
কুলুঙ্গির মধ্যে কাজ - ১ |
কুলুঙ্গির মধ্যে কাজ - ২ |
কুলুঙ্গির মধ্যে কাজ - ৩ |
কুলুঙ্গির মধ্যে কাজ ও প্রতিষ্ঠাফলক |
প্রতিষ্ঠাফলক |
সহায়ক গ্রন্থ :
১) হুগলি জেলার পুরাকীর্তি : নরেন্দ্রনাথ ভট্টাচার্য
-------------------------------------------
আমার ইমেল : shyamalfpb@gmail.com প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।
--------------------------
মন্দির গুলোকে রক্ষণাবেক্ষণ করা দরকার।
উত্তরমুছুন