Pages

বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭

Shriram / Damodar Temple, Madhabpur, Arambagh, Hooghly


শ্রীরাম / দামোদর  মন্দির,  মাধবপুর,  আরামবাগ,  হুগলি

শ্যামল  কুমার  ঘোষ  

            রেলপথে  হাওড়া  থেকে  আরামবাগের  দূরত্ব  ৮২ কিমি।  ট্রেনে  সময়  লাগে  ২  ঘন্টা।  আরামবাগ  থানা  ও  ব্লকের  অন্তর্গত  মাধবপুর  পঞ্চায়েত  এলাকায়  অবস্থিত  একটি  গ্রাম  মাধবপুর।  এখানে  যেতে  হলে  প্রথমে  মায়াপুরে  আসতে  হবে।  মায়াপুর  থেকে  সহজেই  মাধবপুর  যাওয়া  যায়।

            এখানে  স্থানীয়  পূর্বতন  জমিদার  রায়  বংশ  কর্তৃক  প্রতিষ্ঠিত  শ্রীরাম / দামোদর  মন্দির  উল্লেখযোগ্য।  এই  রায়রা  রাজা  রণজিৎ  রায়ের  বংশধর।  এঁদের  আর  এক  শরিক  বংশের  হামিরবাটির  গৃহে  একটি  আটচালা  মন্দিরে  দামোদর  ( নারায়ণ  শিলা )  প্রতিষ্ঠিত।  উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  পূর্বমুখী,  ত্রিখিলান  প্রবেশপথযুক্ত  আটচালা  শৈলীর  মন্দির।  মন্দিরের  সামনে  অলিন্দ।  মন্দিরে  ঢোকার  দুটি  দরজা।  একটি  পূর্ব  দিকে,  অপরটি  উত্তর  দিকে।  মন্দিরে  যে  সামান্য  কয়েকটি  টেরাকোটার  ফুল  অবশিষ্ট  আছে  তা  রঙের  প্রলেপে  এখন  ম্লান।  মন্দিরে  তিনটি  ফলক  লাগানো  আছে।  দুটি  টেরাকোটা  নির্মিত  ও  একটি  মার্বেল  পাথরের।  প্রথম  দুটি   ফলক  অনুযায়ী  কাল  ১৭০১  শকাব্দ  অর্থাৎ  ১৭৭৯  খ্রিষ্টাব্দ  এবং  ১৮৫৪  শকাব্দ  অর্থাৎ  ১৯৩২  খ্রিষ্টাব্দ।  প্রথমটি  মন্দিরের  প্রতিষ্ঠাকাল  এবং  দ্বিতীয়টি  সংস্কারকাল।  তৃতীয়টিতে  কাল  উল্লেখ  ২০০৫  খ্রিষ্টাব্দ  এটি  পুনঃপ্রতিষ্ঠা  কাল।  প্রথম  দুটি  ফলকে  'শ্রীরাম'  এবং  তৃতীয়টিতে  'দামোদর  জিউ'  উল্লেখ  আছে।  গর্ভগৃহে  শ্রীরাম / দামোদর  ( নারায়ণ  শিলা )  নিত্য  পূজিত।  মন্দিরে  বিশালাক্ষী  দেবীও  ঘটে  পূজিত  হন।  
      
শ্রীরাম / দামোদর  মন্দির,  মাধবপুর 

মন্দিরের  শিখরদেশ  

মন্দিরের  সামনের  বিন্যাস 

প্রথম  প্রতিষ্ঠাফলক 

আরও  দুটি  ফলক 

শ্রীরাম / দামোদর ( নারায়ণ  শিলা )

সহায়ক  গ্রন্থ : 
          ১)  হুগলি  জেলার  পুরাকীর্তি :  নরেন্দ্রনাথ  ভট্টাচার্য 

          -------------------------------------------

            আমার  ইমেল :  shyamalfpb@gmail.com   প্রয়োজনে  যোগাযোগ  করতে  পারেন।

           --------------------------------------------


1 টি মন্তব্য:

  1. In deed very nice post. Request you to add Bishalakhi temple of Parul on this list.

    But I inquired with family elders regarding Ram Shilla being worshipped here, but not much known to them.
    Good work

    উত্তরমুছুন