Pages

বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭

Kanakeshwar Shib Temple, Kanpur, Arambagh, Hooghly, West Bengal


কণকেশ্বর  শিবমন্দির,  কানপুর,  হুগলি 

শ্যামল  কুমার  ঘোষ

            আরামবাগ  থানা  ও  ব্লকের  অন্তর্গত  মাধবপুর  পঞ্চায়েত  এলাকায়  অবস্থিত  একটি  গ্রাম  কানপুর।  মায়াপুর  থেকে  এখানে  যাওয়া  যায়।  এখানকার  কনকেশ্বর  শিবমন্দির  বিখ্যাত।

            অনেক  বার  সংস্কৃত  মন্দিরটির  স্থাপত্যগত  কয়েকটি  বৈশিষ্ট  আছে।  এটি  অল্প  উঁচু  ভিত্তিবেদির  স্থাপিত,  পশ্চিমমুখী  ও  একরত্ন  বা  এক  শিখরবিশিষ্ট  মন্দির।  শিখরটি  রেখ  ধরনের,  উপরাংশ  গম্বুজাকার। গর্ভগৃহের  সামনে  চারটি  খিলান  ও  দক্ষিণ  দিকে  তিনটি  খিলান  বিশিষ্ট  বারান্দা।  বারান্দার  ছাদ  আটচালা  বা  চারচালা  মন্দিরের  ছাদের  মতো  কিছুটা  অবতলিত  ও  বক্র  কার্নিসযুক্ত।  মন্দিরটি  উনিশ  শতকে  নির্মিত।  গর্ভগৃহে  কনকেশ্বর  শিব  নিত্য  পূজিত।  এই  শিব  স্বয়ম্ভু।   

            অনেক  আগে  এখানে  কঙ্কাবতী  নদী  বয়ে  যেত।  তার  চড়ে  কনক  সেন  কনকেশ্বর  শিবের  মন্দির  প্রতিষ্ঠা  করেন।  মন্দিরের  বর্তমান  সেবায়েত  আশিস  বন্দোপাধ্যায়।  চৈত্র  মাসে  শিবের  গাজন  উপলক্ষ্যে  এখানে  মেলা  বসে  তাতে  প্রচুর  লোকের  সমাগম  হয়।  মন্দিরটি  পশ্চিমবঙ্গ  সরকার  কর্তৃক  সংরক্ষিত। 


কনকেশ্বর  শিবমন্দির

মন্দিরের  সামনের  বিন্যাস 
মন্দিরের  শিখর 

মন্দিরের  সামনের  চারটি  খিলান 

একটি  স্তম্ভের  কাজ 

গর্ভগৃহের  স্বয়ম্ভু  শিব 
  

সহায়ক  গ্রন্থ : 
          ১)  হুগলি  জেলার  পুরাকীর্তি :  নরেন্দ্রনাথ  ভট্টাচার্য 

          -------------------------------------------

            আমার  ইমেল :  shyamalfpb@gmail.com   প্রয়োজনে  যোগাযোগ  করতে  পারেন।

           --------------------------------------------                             

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন