Pages

বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭

Damodar Temple, Hamirbati, Arambagh, Hooghly, West Bengal


দামোদর  মন্দির,  হামিরবাটি,  আরামবাগ,  হুগলি 

শ্যামল  কুমার  ঘোষ 

            রেলপথে  হাওড়া  থেকে  আরামবাগের  দূরত্ব  ৮২ কিমি।  ট্রেনে  সময়  লাগে  ২  ঘন্টা।  আরামবাগ  থানা  ও  ব্লকের  অন্তর্গত  মাধবপুর  পঞ্চায়েত  এলাকায়  অবস্থিত  একটি  গ্রাম  হামিরবাটি।  এখানে  যেতে  হলে  প্রথমে  মায়াপুরে  আসতে  হবে।  মায়াপুর  থেকে  সহজেই  হামিরবাটি  যাওয়া  যায়। 

            এখানে  স্থানীয়  রায়  বংশ  কর্তৃক  প্রতিষ্ঠিত  দামোদর  মন্দির  উল্লেখযোগ্য।  এই  রায়রা  রণজিৎ  রায়ের  বংশধর। এঁদের  আর  এক  শরিক  বংশের  মাধবপুরের  গৃহে  একটি  আটচালা  মন্দিরে  শ্রীরাম / দামোদর  ( নারায়ণ  শিলা )  প্রতিষ্ঠিত।  মন্দিরটি  প্রায়  ভূমি  সমতলে  স্থাপিত,  পূর্বমুখী,  ত্রিখিলান  প্রবেশপথযুক্ত  ও  আটচালা  শৈলীর।  মন্দিরের  সামনে  অলিন্দ।  মন্দিরে  ঢোকার  দুটি  দরজা।  একটি  পূর্ব  দিকে,  অপরটি  উত্তর  দিকে।  নির্মাণকাল  ১৬২৬  শকাব্দ  অর্থাৎ  ১৭০৪  খ্রিষ্টাব্দ।  মন্দিরে  একটি  প্রতিষ্ঠাফলক  আছে।  মন্দিরের  সামনের  দেওয়ালে  'টেরাকোটা'র  অলংকরণ  আছে।  এই  টেরাকোটার  বিষয় :  প্রতীক  শিবমন্দির  ও  তার  মধ্যে  শিবলিঙ্গ,  নানা  মূর্তি,  রাম-রাবণের  যুদ্ধ,  ফুলকারি  নকশা  ও  মহিষমর্দিনী  মূর্তি  ইত্যাদি।  গর্ভগৃহে  শ্রীশ্রী  দামোদর  ( নারায়ণ  শিলা )  নিত্য  পূজিত।   


শ্রীশ্রী দামোদর  মন্দির  

মন্দিরের  সামনের  বিন্যাস 

মন্দিরের  ত্রিখিলান  বিন্যাস

বাঁ  দিকের  খিলানের  উপরের  কাজ 

মাঝের  খিলানের  উপরের  কাজ 

রাম-রাবণের  যুদ্ধ 

ডান  দিকের  খিলানের  উপরের  কাজ

কুলুঙ্গির  মধ্যে  কাজ - ১

কুলুঙ্গির  মধ্যে  কাজ - ২

কুলুঙ্গির  মধ্যে  কাজ - ৩

কুলুঙ্গির  মধ্যে  কাজ - ৪

কুলুঙ্গির  মধ্যে  কাজ - ৫

কুলুঙ্গির  মধ্যে  কাজ - ৬

কুলুঙ্গির  মধ্যে  কাজ - ৭
কুলুঙ্গির  মধ্যে  কাজ - ৮

কুলুঙ্গির  মধ্যে  কাজ - ৯

প্রতিষ্ঠাফলক 

মহিষমর্দিনী  মূর্তি 

 শ্রীশ্রী দামোদর ( নারায়ণ  শিলা )

সহায়ক  গ্রন্থ : 
          ১)  হুগলি  জেলার  পুরাকীর্তি :  নরেন্দ্রনাথ  ভট্টাচার্য 

          -------------------------------------------

            আমার  ইমেল :  shyamalfpb@gmail.com   প্রয়োজনে  যোগাযোগ  করতে  পারেন।

           -------------------------------------------- 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন