Pages

রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬

Pagla Goswami Bari, Santipur, Nadia, West Bengal


   শ্রীশ্রী কৃষ্ণরাই  ও  কেশবরাই  জিউ  মন্দির,
    ( পাগলা  গোস্বামী  বাড়ি ),  শান্তিপুর,  নদিয়া  

                                    শ্যামল  কুমার  ঘোষ 

            শ্রীঅদ্বৈতাচার্য়ের  তৃতীয়  পুত্র  বলরাম  মিশ্রের  কনিষ্ঠ  পুত্র  কুমুদানন্দ  থেকে  আউলিয়া  বা  পাগলা  গোস্বামী  বাড়ির  উৎপত্তি।  কুমুদানন্দ  ছিলেন  পণ্ডিত  ও  মহাসাধক।  ধন-ঐশ্বর্যের  প্রতি  তাঁর  কোন  মোহ  ছিল  না।  কথিত  আছে,   কৃষ্ণনগরের  রাজা  ( মতান্তরে,  কোন  এক  ভূস্বামী )  বিগ্রহের  সেবার  জন্য  সম্পত্তি  দানপত্র  করে  সেই  দলিল  কুমুদানন্দের  কাছে  পাঠিয়ে  দেন।  গোঁসাইজি  "ধন-ঐশ্বর্য  শুকরী  বিষ্ঠা  সম" -- এই  কথা  মুখে  বলতে  বলতে  ঐ  দলিলে  আগুন  দিয়ে  কৃষ্ণরায়ের  আরতি  করেন।  সেই  থেকে  এই  বংশ  আউলিয়া  গোস্বামী  বা  পাগলা  গোস্বামী  বংশ  নামে  পরিচিত  হয়।
  
            শান্তিপুরের  কাশ্যপ  পাড়ায়  অবস্থিত  এই  পাগলা  গোস্বামী  বাড়ির  সেবিত  বিগ্রহ  শ্রীশ্রী কৃষ্ণরাই  ও  কেশবরাই  জিউ।  বিগ্রহ  দুটি  বর্তমানে  পৃথক  পৃথক  দুটি  মন্দিরে  স্থাপিত।  এই  দুটি  মন্দির  ছাড়াও  এখানে  একটি  নাটমন্দির  ও  একটি  রাসমন্দির  আছে।  ১৯৫৭  সালে  এই  বাড়ির  একটি  শ্রীমতি  বিগ্রহ  অপহৃত  হলে  নতুন  শ্রীমতি  বিগ্রহ  প্রতিষ্ঠা  করা  হয়।  এই  বংশের  ধীরানন্দ ( মধু )  গোস্বামী  স্বাধীনতা  আন্দোলনের  সঙ্গে  যুক্ত  ছিলেন।  তিনি  দীর্ঘদিন  কারান্তরালে  ছিলেন  এবং  অবিভক্ত  বঙ্গে  নদিয়া  জেলা  কংগ্রেসের  সভাপতি  ছিলেন।  এই  ধীরানন্দ  গোস্বামীরই  পুত্র  বর্তমান  কালের  জনপ্রিয়  কবি  জয়  গোস্বামী। এছাড়া  এই  বংশেরই  জগদানন্দ ( নারায়ণ ) গোস্বামী  শান্তিপুর  পৌরসভার  সভাপতি  ছিলেন।  শান্তিপুর  পাবলিক  লাইব্রেরীর  প্রতিষ্ঠাতাদের  মধ্যে  অন্যতম  ছিলেন  নারায়ণ  গোস্বামী।  এখান  থেকেই  শ্রী  আশুতোষ  মুখোপাধ্যায়  হরিচরণদাস  কৃত  'অদ্বৈতমঙ্গল'  নামের  মূল  পুঁথিটি  সংগ্রহ  করে  কলিকাতা  বিশ্ববিদ্যালয়ের  গ্রন্থাগারে  দান  করেন।  রাস  ছাড়াও  এখানে  প্রতিটি  বৈষ্ণব-উৎসব  যথাযোগ্য  মর্যাদায়  পালিত  হয়।

            শান্তিপুরের  পাগলা  গোস্বামী  বাড়ি  যেতে  হলে  শিয়ালদহ  থেকে  শান্তিপুর  লোকাল  ধরুন।  রেলপথে  শান্তিপুরের  দূরত্ব  ৯৩  কি. মি. ;  ট্রেনে  সময়  লাগে  আড়াই   ঘন্টা।  স্টেশন  থেকে  রিকশায়  বা  টোটোতে  পৌঁছে  যান  কাশ্যপ  পাড়ায়  পাগলা  গোস্বামী  বাড়ি।  ৩৪ নং  জাতীয়  সড়ক  শান্তিপুরের  ওপর  দিয়ে  গেছে।  তাই  বাসে  বা  গাড়িতেও  যেতে  পারেন।

            মন্দিরটি  পরিদর্শনের  তারিখ :  ০৩.০১.২০১৬ 


শ্রীশ্রী  কৃষ্ণরাই  জিউ  মন্দির

শ্রীশ্রী  কৃষ্ণরাই  ও  রাধিকা  বিগ্রহ - ১

শ্রীশ্রী  কৃষ্ণরাই  ও  রাধিকা  বিগ্রহ - ২

শ্রীশ্রী কেশবরাই  জিউ  মন্দির - ১

শ্রীশ্রী কেশবরাই  জিউ  মন্দির - ২

শ্রীশ্রী কেশবরাই  ও  রাধিকা  বিগ্রহ

নাটমন্দির

নাটমন্দিরের  কারুকার্য

নাটমন্দিরের  একটি  থামের  কারুকার্য
  সহায়ক  গ্রন্থাবলি  : 
                   ১. নদিয়া  জেলার  পুরাকীর্তি  মোহিত  রায়  ( তথ্য-সংকলন  ও   গ্রন্থনা ) 
                   ২. পশ্চিমবঙ্গ  ভ্রমণ  ও  দর্শন  :  ভূপতিরঞ্জন  দাস  
                  ৩. রাসোৎসব - ২০১৫  উপলক্ষে  শান্তিপুর  বিগ্রহবাড়ি  সমন্বয়  সমিতি  কর্তৃক  প্রকাশিত  পুস্তিকা                                     
                   -------------------------------
            আমার  ইমেল :  shyamalfpb@gmail.com   প্রয়োজনে  যোগাযোগ  করতে  পারেন।                          

1 টি মন্তব্য:

  1. শুনেছি পাগলা গোস্বামী পরিবারের উপর একটি অভিশাপ আছে। এসম্পর্কে যদি কারও কিছু জানা থাকলে দয়া করে জানাবেন।

    উত্তরমুছুন