Pages

শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

Rasbihari And Raseshwari Temple, Naba Brindaban, 14 Ramkanta Bose Street, Shyambazar / Bagbazar, North Kolkata

   রাসবিহারী  ও  রাসেশ্বরী  মন্দির,

  নব  বৃন্দাবন,  ১৪  রামকান্ত  বসু  স্ট্রিট,  শ্যামবাজার  / বাগবাজার,  কলকাতা 

                      শ্যামল  কুমার  ঘোষ

            উত্তর  কলকাতার  শ্যামবাজারের  পাঁচমাথার  মোড়ে  যে  পাঁচটি  রাস্তা  এসে  মিলিত  হয়েছে  তার  একটি  রাস্তার  নাম  ভূপেন্দ্র  বসু  এভেন্যুউ।  এই  রাস্তা  ধরে  একটু  এগুলেই  ডান  দিকে  পড়বে  মহারাজা  মনীন্দ্র  চন্দ্র  কলেজ।  এই  কলেজের  সামনের  রাস্তার  নাম  রামকান্ত  বসু  স্ট্রিট।  এই  রাস্তা  ধরে  একটু  এগুলেই  বাঁ  দিকে  ১৪,  রামকান্ত  বসু  স্ট্রিটে  অবস্থিত  নব  বৃন্দাবন।  এটিই  করুরী  বাড়ি। 

            এখানে  রাসবিহারী  ও  রাজেশ্বরীর  মন্দির  অবস্থিত।  উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  দক্ষিণমুখী  মন্দিরটি  নবরত্ন  শৈলীর।  নবরত্ন  মন্দিরের  ছাদের  গঠনে  বক্রতা  না  এনে  এখানে  সমতল  করা  হয়েছে।  মন্দিরের  সামনে  অর্থাৎ  দক্ষিণ  দিকে  পাঁচ  খিলানবিশিষ্ট  অলিন্দ  এবং  পশ্চিম  দিকে  তিন  খিলানবিশিষ্ট  অলিন্দ।  গর্ভগৃহের  সামনে  খিলানের  উপর  খুব  সুন্দর  পঙ্খের  কাজ  আছে।  গর্ভগৃহে  কাঠের  সিংহাসনের  উপর  রাসবিহারী ও রাসেশ্বরী  বিগ্রহ  বিরাজমান।  মন্দিরের  সামনে  বিরাট  নাটমন্দির।  মন্দির  চত্বরে  একটি  ফোয়ারা  আছে।  মন্দিরটি  গাছপালা  ও  পাঁচিল  দিয়ে  ঘেরা।  মন্দিরটির  পরিবেশ  খুবই  সুন্দর।  মন্দিরটি  ১৩৪৭  বঙ্গাব্দে  ( ১৯৪০  খ্রিস্টাব্দে )  প্রতিষ্ঠিত  হয়।  প্রতিষ্ঠা  করেন  স্বর্গীয়  নন্দলাল  কড়ুরী  ও  তাঁর  পত্নী  স্বর্গীয়া  সুহাসিনী  কড়ুরী।  মন্দিরে  রাসবিহারী  ও  রাসেশ্বরী  বিগ্রহের  নিত্য  পূজা  ছাড়াও  রথযাত্রা,  ঝুলন,  জন্মাষ্টমী,  স্নানযাত্রা,  দুর্গাপূজা  ইত্যাদি  উৎসব  অনুষ্ঠিত  হয়।  মন্দিরটি  সকাল  ৮ টা  ৩০ মি  থেকে  দুপুর ১২ টা  পর্যন্ত  এবং  বিকাল  ৫ টা  থেকে  রাত্রি  ৮ টা  ৩০  মি  পর্যন্ত  খোলা  থাকে।          

রাসবিহারী ও রাসেশ্বরী বিগ্রহ - ১

রাসবিহারী ও রাসেশ্বরী মন্দির

মন্দিরের  শিখর 
       
গর্ভগৃহের সামনের খিলানের উপরের কাজ 

শ্বেতপাথরের ফলক - ১

শ্বেতপাথরের ফলক - ২

ফোয়ারা 

স্বর্গীয়  নন্দলাল  কড়ুরী
( ছবিটি
  কড়ুরী পরিবারের সৌজন্যে প্রাপ্ত ) 

স্বর্গীয়া  সুহাসিনী  কড়ুরী
( ছবিটি  কড়ুরী পরিবারের সৌজন্যে প্রাপ্ত ) 

রাসবিহারী ও রাসেশ্বরী বিগ্রহ - ২

রাসবিহারী ও রাসেশ্বরী বিগ্রহ - ৩

রাসবিহারী ও রাসেশ্বরী বিগ্রহ - ৪

              কলকাতার অন্যান্য মন্দির সম্বন্ধে জানতে নিচের লিংকে ক্লিক করুন : 

                             কলকাতার  মন্দির

        ----------------------------------

            আমার  ইমেল :  shyamalfpb@gmail.com   প্রয়োজনে  যোগাযোগ  করতে  পারেন।

           --------------------------------------------    

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন