মহা যোগেশ্বরী আশ্রম অন্নপূর্ণা মন্দির,
২/৩ রামকৃষ্ণ লেন, বাগবাজার, কলকাতা
শ্যামল কুমার ঘোষ
উত্তর কলকাতার বাগবাজারের মায়ের মন্দিরের কাছে ২/৩, রামকৃষ্ণ লেনে মহা যোগেশ্বরী অন্নপূর্ণা মন্দির অবস্থিত। উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত, এক খিলানবিশিষ্ট, দক্ষিণমুখী মন্দিরটি পঞ্চরত্ন শৈলীর। পঞ্চরত্ন মন্দিরের ছাদের গঠনে বক্রতা না এনে এখানে সমতল করা হয়েছে। গর্ভগৃহের সামনে আছে অলিন্দ। অলিন্দের ছাদের চার কোণে চারটি শিখর আছে। অলিন্দে থামগুলির ফাঁকে ফাঁকে কাঠের 'ঝিলমিল' ( Venetian blind ) লাগানো আছে। গর্ভগৃহ ও অলিন্দের মেঝে পাথরের। মন্দিরটি ১৩২৯ বঙ্গাব্দের ৫ ই চৈত্র প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা করেন গোবিন্দ্র চন্দ্র সরকার ও তাঁর পত্নী তুলসী মণি দাসী। মন্দিরের অলিন্দের মেঝেতে একটি শ্বেতপাথরের প্রতিষ্ঠাফলক আছে। মন্দিরে সামান্য পঙ্খের কাজ বর্তমান।
গর্ভগৃহে সিংহাসনে অষ্টধাতুর মা অন্নপূর্ণা উপবিষ্টা। অন্নদানে রতা মাতৃমূর্তি। তাঁর ডান হাতে অন্নদান করার হাতা এবং বাঁ হাতে অন্নপাত্র। দেবীর ডানপাশে দণ্ডায়মান পাথরের তৈরি মহাদেব, বাঁ কাঁধে পাথরের ভিক্ষার ঝুলি, সঙ্গে ধাতুর শিঙা ও ত্রিশূল এবং ডান হাতে ভিক্ষাপাত্র। দেবীর নিত্য পূজা ছাড়াও চৈত্র মাসে অন্নপূর্ণা পুজোর সময় বিশেষ পূজা অনুষ্ঠিত হয়।
অন্নপূর্ণা ও মহাদেব মূর্তি - ১ |
মহা যোগেশ্বরী অন্নপূর্ণা মন্দির |
মন্দিদের সামনের অলিন্দ |
প্রতিষ্ঠাফলক |
অন্নপূর্ণা ও মহাদেব মূর্তি - ২ |
অন্নপূর্ণা ও মহাদেব মূর্তি - ৩ |
অন্নপূর্ণা ও মহাদেব মূর্তি - ৪ |
সহায়ক গ্রন্থ : ১) কলকাতার মন্দির-মসজিদ ( স্থাপত্য-অলংকরণ-রূপান্তর ) : তারাপদ সাঁতরা |
কলকাতার অন্যান্য মন্দির সম্বন্ধে জানতে নিচের লিংকে ক্লিক করুন :
----------------------------------
--------------------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন