Pages

রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

Charchala Dolmancha, Complex of 14 temples, kalitala, Gonpur, Birbhum

 

চারচালা দোলমঞ্চ, ১৪ মন্দির চত্বর, কালীতলা, গণপুর, বীরভূম 

                   শ্যামল কুমার ঘোষ

             বীরভূম জেলার মহম্মদ বাজার ব্লকের অন্তর্গত গণপুর একটি প্রাচীন গ্রাম। মল্লারপুরের নিকটবর্তী এই গ্রাম আগে বর্ধিষ্ণু ও সমৃদ্ধশালী ছিল। গ্রামটি এককালে দেশীয় প্রক্রিয়ায় আকরিক লোহা থেকে লোহা নিষ্কাশনের কেন্দ্র ছিল এবং গ্রামের চৌধুরী বংশ এই লোহার কারবারে বিত্তশালী হন ও প্রসিদ্ধি লাভ করেন। গণপুর গ্রামের পূর্বের প্রাচুর্য সেখানে প্রতিষ্ঠিত অসংখ্য মন্দির স্থাপনের মধ্যে প্রতিফলিত। এখানে গ্রামের কালীতলায় অবস্থিত দোলমঞ্চ সম্বন্ধে আলোচনা করবো। দোলমঞ্চে সাধারণ ভাবে দোলের সময় বিগ্রহ এনে দোল উৎসব পালন করা হয়।  

            দোলমঞ্চটি  গ্রামের কালীতলায় অবস্থিত ১৪ টি মন্দির চত্বরের উত্তর-পশ্চিম কোণে অবস্থিত। উঁচু ভিত্তিবেদির উপর প্রতিষ্ঠিত, দক্ষিণমুখী ও চারটি স্তম্ভের উপর স্থাপিত দোলমঞ্চটি চারচালা শৈলীর। দোলমঞ্চের সামনের দেওয়ালে ফুলপাথরের উপর অলংকরণ আছে। ফুলপাথর খুব নরম প্রকৃতির পাথর। লালচে রং। এই পাথর রাত্রিতে জলে ভিজিয়ে রেখে সকালে ছেনি দিয়ে কুঁদে যে কোন অলংকরণ ফুটিয়ে তোলা যায়। এই পাথরের মধ্যে দানা না থাকার জন্য ফুলপাথরের উপর কাজ পোড়ামাটির কাজের মতোই হয়ে থাকে। ছবি দেখে দুটোর পার্থক্য করা শক্ত। অনেকে বলেন, এটি পোড়ামাটির অলঙ্করণ। এই দোলমঞ্চে ফুলপাথরের  উপর অলংকরণের বিষয় :  রাসমণ্ডল, Yali, গণেশ,  সিদ্ধি ঘোঁটা, কৃষ্ণের  গিরিগোবর্ধনধারণ,  কালীয়দমন, নৌকাবিলাস ইত্যাদি। দোলমঞ্চটি ১১৮২ বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭৫ খ্রীষ্টাব্দে প্রতিষ্ঠিত। দোলমঞ্চের কার্নিশের গায়ে একটি প্রতিষ্ঠাফলক আছে।

রাসমণ্ডল

দোলমঞ্চ, কালীতলা, গণপুর, বীরভূম

গণপুরের কালীতলায় দোলমঞ্চের অবস্থান 

দোলমঞ্চের সামনের বিন্যাস 

রাসমণ্ডল 

বাঁ দিকের কৌণিক ভাস্কর্য (Yali )
ও গণেশ

ডান দিকের কৌণিক ভাস্কর্য (Yali )
ও সিদ্ধি ঘোঁটা
 

বাঁ দিকের স্তম্ভ

গিরিগোবর্ধনধারণ ও অন্যান্য চিত্র 

ডান দিকের স্তম্ভ 

কালীয়দমন ও অন্যান্য চিত্র 

প্রতিষ্ঠাফলক 

            কীভাবে যাবেন ?

            হাওড়া বা শিয়ালদহ থেকে রামপুরহাটগামী ট্রেনে মল্লারপুর স্টেশনে নেমে বাসে বা টোটোতে গণপুর যাওয়া যায়। অথবা সিউড়ি বা রামপুরহাট থেকে বাসে গণপুর। সেখান থেকে টোটোতে গণপুর কালীতলার মন্দির।    

 সহায়ক  গ্রন্থ :

               ১)  বীরভূম  জেলার  পুরাকীর্তি :  দেবকুমার  চক্রবর্তী           

  --------------------------------

            আমার  ইমেল :  shyamalfpb@gmail.com   প্রয়োজনে  যোগাযোগ  করতে  পারেন।                                                                                       

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন