Pages

সোমবার, ২৩ মে, ২০২২

Cluster of four Shib temples, Orgram, Purba Bardhaman

 

চারটি  শিব  মন্দিরের  গুচ্ছ,  ওড়গ্রাম,  পূর্ব  বর্ধমান

                       শ্যামল  কুমার  ঘোষ

            পূর্ব  বর্ধমান  জেলার  ভাতার  ব্লকের  অন্তর্গত  ওড়গ্রাম  একটি  গ্রাম।  গ্রামটি  বর্ধমান  শহর  থেকে  ২৯ কিমি  উত্তর-পশ্চিমে  অবস্থিত।  সাধক  কমলাকান্ত  ভট্টাচার্যের  পৈতৃক  বাসস্থান  ও  সাধনপীঠ  রূপে  ওড়গ্রামের  প্রসিদ্ধি।  কমলাকান্ত  তাঁর  মাতুলালয়  অম্বিকা  কালনায়  অষ্টাদশ  শতকের  দ্বিতীয়ার্ধে  জন্ম  গ্রহণ  করেন। 

            ওড়গ্রামে  অনেক  মন্দির  আছে।  তারমধ্যে  জেষ্ঠ্য  পাড়ায়  অবস্থিত  চারটি  শিব  মন্দিরের  গুচ্ছ  এখানের  আলোচ্য  বিষয়।  এই  মন্দির  গুচ্ছের  মধ্যে  আছে  এক  জোড়া  দেউল  ও  এক  জোড়া  আটচালা  শিব  মন্দির।  

            ইঁটের  তৈরী,  দক্ষিণমুখী  জোড়া  দেউল  অল্প  উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত।  উভয়  মন্দিরের  একটি  করে  প্রবেশদ্বার।  বাঁ  দিকের  মন্দিরের  সামনের  দরজার  খিলানের  উপর  ও  পিছনের  অর্থাৎ  উত্তর  দিকের  নকল দরজার  খিলানের  উপর  টেরাকোটার  অলঙ্করণ  আছে।  সামনের  দরজার  খিলানের  উপরের  টেরাকোটার  বিষয় :  কৃষ্ণলীলা।  পিছনের  অর্থাৎ  উত্তর  দিকের  নকল  দরজার  খিলানের  উপরে  নিচের  প্রান্ত  বরাবর  আছে  দশটি  প্রতীক  শিবমন্দির  এবং  তার  মধ্যে  শিবলিঙ্গ।  এ  ছাড়া  আছে  কিছু  পাখি।  ডান  দিকের  মন্দিরের  সামনে  দরজার  খিলানের  উপর,  পিছনের  অর্থাৎ  উত্তর  দিকের  নকল  দরজার   খিলানের  উপর  এবং  পূর্ব  দিকের  নকল দরজার  খিলানের  উপর  টেরাকোটার  অলঙ্করণ  আছে।  সামনের  দরজার  খিলানের  উপর  টেরাকোটার  বিষয় :  রামের  রাজসভা  দৃশ্য,  বৃষপৃষ্ঠে  হরগৌরী,  সিদ্ধিদাতা  গণেশ  মূর্তি,  শিশু  কৃষ্ণের  দধিমন্থন  পাত্রে  হস্ত  প্রবেশ,  ময়ূর  ও  অন্যান্য  পাখি  ইত্যাদি।  পিছনের  অর্থাৎ  উত্তর  দিকের  নকল  দরজার  খিলানের  উপর  নিচের  প্রান্ত  বরাবর  আছে  দশটি  প্রতীক  শিবমন্দির  এবং  তার  মধ্যে  শিবলিঙ্গ।  এ  ছাড়া  আছে  কিছু  পাখি।  পূর্ব  দিকের  নকল  দরজার  খিলানের  উপর  আছে  টেরাকোটার  বড়  বড়  ফুল  ও  নানারকম  পাখি।

            পাশাপাশি  অবস্থিত,  ইঁটের  তৈরি,  পশ্চিমমুখী  আটচালা  শিব  মন্দির  দুটি  অল্প  উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত।  উভয়  মন্দিরের  একটি  করে  প্রবেশদ্বার।  মন্দিরদুটির  সামনের  দরজার  খিলানের  উপর  টেরাকোটার  অলঙ্করণ  আছে। 

            মন্দির  চারটি  স্থানীয়  রায়,  ঘোষ  ও  কোঁয়ার ( Konar )  পরিবারের  মালিকানাধীন।  ডান  দিকের  দেউলটি  ঘোষ  ও  কোঁয়ার ( Konar )  পরিবারের  যৌথ  মালিকানাধীন।  বাঁ  দিকের  দেউলটি  রায়  ও  কোঁয়ার ( Konar )  পরিবারের  যৌথ  মালিকানাধীন।  আটচালা  মন্দিরদুটি  রায়  ও  কোঁয়ার ( Konar )  পরিবারের  যৌথ  মালিকানাধীন।  শেষোক্ত  কোঁয়ার ( Konar )  ও  পূর্বের  কোঁয়ার ( Konar )  একই  বংশ  নয়,  আলাদা।  যজ্ঞেশ্বর  চৌধুরীর  মতে  জোড়া  শিবের  দেউল  ঊনবিংশ  শতকের  প্রথম  পাদে  ও  জোড়া  আটচালা  শিব  মন্দির  ঊনবিংশ  শতকের  মধ্য  ভাগে  নির্মিত।  চারটি  মন্দিরের  গর্ভগৃহে  চারটি  শিবলিঙ্গ  নিত্য  পূজিত। 

            কী  ভাবে  যাবেন ?

            বর্ধমান-রামপুরহাট  রেলপথে  নোয়াদার  ঢাল  রেলস্টেশন  থেকে  টোটোতে  এই  গ্রামে  যাওয়া  যায়।  বর্ধমানের  নবাবহাটের  উত্তরা  বাসস্ট্যান্ড  থেকে  গুসকরার  বাসেও  ( সব  বাস  যায়  না )  এই  গ্রামে  যাওয়া  যায়।  ওড়গ্রাম  স্টপেজে নেমে  টোটোতে  মন্দির  যেতে  হবে।

চারটি মন্দিরের গুচ্ছ, ওড়গ্রাম, পূর্ব বর্ধমান

জোড়া দেউল, ওড়গ্রাম, পূর্ব বর্ধমান 

বাঁ দিকের দেউল 

বাঁ দিকের দেউলের সামনের খিলানের উপরের কাজ 

বাঁ দিকের দেউলের পিছনের খিলানের উপরের কাজ

ডান দিকের দেউল

ডান দিকের দেউলের সামনের খিলানের উপরের কাজ

ডান দিকের দেউলের পিছনের খিলানের উপরের কাজ

ডান দিকের দেউলের পূর্ব দিকের খিলানের উপরের কাজ

জোড়া আটচালা শিব মন্দির, ওড়গ্রাম, পূর্ব বর্ধমান 

বাঁ দিকের আটচালা মন্দিরের সামনের খিলানের উপরের কাজ

ডান দিকের আটচালা মন্দিরের সামনের খিলানের উপরের কাজ

সহায়ক  গ্রন্থ :

             ১)  বর্ধমান  জেলার  পুরাকীর্তি :  যজ্ঞেশ্বর  চৌধুরী  


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন