পঞ্চরত্ন ও দেউল শিব মন্দির, ইটন্ডা , বীরভূম
শ্যামল কুমার ঘোষ
বীরভূম জেলার বোলপুর মহকুমার অন্তর্গত ইটন্ডা ( ইটান্ডা ) একটি গ্রাম। বোলপুরের জামবুনি বাসস্ট্যান্ড থেকে বাসে সহজেই এখানে যাওয়া যায়। গ্রামের মধ্য ভাগে বাজার পাড়ায় ( যদিও এখন বাজারের কোন অস্তিত্ব নেই ) তিনটি শিবমন্দির আছে। দুটি বলাই ভাল। কারণ একটি শিব মন্দির একেবারেই ভগ্ন।
প্রথম মন্দিরটি অল্প উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত, দক্ষিণমুখী ও পঞ্চরত্ন শৈলীর। গর্ভগৃহে ঢোকার একটিই দরজা, সামনে। ১২৩৫ বঙ্গাব্দে বা ১৭৫০ শকাব্দে ( ১৮২৮ খ্রীষ্টাব্দে ) মন্দিরটি প্রতিষ্ঠা করেন স্থানীয় রাষানন্দ ( রসানন্দ ) সাধু। মন্দিরে একটি প্রতিষ্ঠাফলক আছে। মন্দিরের সামনের দেওয়াল সুন্দর 'টেরাকোটা' অলংকরণে অলংকৃত। 'টেরাকোটা'র বিষয় : সিংহাসনে উপবিষ্ট রামসীতা, ষড়ভুজ গৌরাঙ্গ, মনসা, কালী, দশাবতার মূর্তি, Yali ও কৃষ্ণলীলা ইত্যাদি। মন্দিরটির অবস্থা ভাল নয়। অবিলম্বে সংস্কার করা প্রয়োজন। গর্ভগৃহে শিবলিঙ্গ নিত্য পূজিত।
 |
সিংহাসনে উপবিষ্ট রামসীতা |
 |
পঞ্চরত্ন শিবমন্দির, ইটন্ডা |
 |
মন্দিরের সামনের বিন্যাস |
 |
সিংহাসনে উপবিষ্ট রামসীতা |
 |
প্রতিষ্ঠাফলক |
 |
Yali |
 |
কুলুঙ্গির মধ্যের কাজ - ১ |
 |
কুলুঙ্গির মধ্যের কাজ - ২ |
 |
কুলুঙ্গির মধ্যের কাজ - ৩ |
 |
কুলুঙ্গির মধ্যের কাজ - ৪ |
 |
কুলুঙ্গির মধ্যের কাজ - ৫ |
 |
কুলুঙ্গির মধ্যের কাজ - ৬ |
 |
মনসা |
 |
কূর্মাবতার |
 |
বামাকালী |
 |
ত্রিপুরাসুন্দরী |
 |
বামনাবতার |
 |
দধিমন্থনকালে শ্রীকৃষ্ণের দধিভান্ডে হস্তপ্রবেশ |
 |
পাখি হাতে মহিলা |
 |
ফুল |
 |
কথোপকথন |
এই মন্দিরের পাশেই একটি দক্ষিণমুখী রেখদেউল অবস্থিত। ১২২২ বঙ্গাব্দে বা ১৭৩৭ শকব্দে ( ১৮১৫ খ্রীষ্টাব্দে ) রেখদেউলটি প্রতিষ্ঠা করেন স্থানীয় পাইন পরিবার। মন্দিরে একটি প্রতিষ্ঠাফলক আছে। মন্দিরের সামনের খিলানের উপর 'কৃষ্ণলীলা' ও পশ্চিম দিকের খিলানের উপর 'সিংহাসনে উপবিষ্ট রামসীতা' দৃশ্য দেখা যায়। এই মন্দিরের টেরাকোটা উচ্চ মানের নয়। সম্প্রতি মন্দিরটির সংস্কার করা হয়েছে।
 |
রেখদেউল, ইটন্ডা |
 |
কৃষ্ণলীলা |
 |
প্রতিষ্ঠাফলক |
 |
কুলুঙ্গির মধ্যের কাজ |
 |
সিংহাসনে উপবিষ্ট রামসীতা
|
মন্দিরটি পরিদর্শনের তারিখ : ৩১.১০.২০১৯
সহায়ক গ্রন্থ :
১) বীরভূম জেলার পুরাকীর্তি : দেবকুমার চক্রবর্তী
|
-------------------------------------------------------------
রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ' প্রকাশিত হয়েছে।
বইটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন : 9038130757 এই নম্বরে। কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।
--------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন