পঞ্চরত্ন ও দেউল শিব মন্দির, ইটন্ডা , বীরভূম
শ্যামল কুমার ঘোষ
বীরভূম জেলার বোলপুর মহকুমার অন্তর্গত ইটন্ডা ( ইটান্ডা ) একটি গ্রাম। বোলপুরের জামবুনি বাসস্ট্যান্ড থেকে বাসে সহজেই এখানে যাওয়া যায়। গ্রামের মধ্য ভাগে বাজার পাড়ায় ( যদিও এখন বাজারের কোন অস্তিত্ব নেই ) তিনটি শিবমন্দির আছে। দুটি বলাই ভাল। কারণ একটি শিব মন্দির একেবারেই ভগ্ন।
প্রথম মন্দিরটি অল্প উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত, দক্ষিণমুখী ও পঞ্চরত্ন শৈলীর। গর্ভগৃহে ঢোকার একটিই দরজা, সামনে। ১২৩৫ বঙ্গাব্দে বা ১৭৫০ শকাব্দে ( ১৮২৮ খ্রীষ্টাব্দে ) মন্দিরটি প্রতিষ্ঠা করেন স্থানীয় রাষানন্দ ( রসানন্দ ) সাধু। মন্দিরে একটি প্রতিষ্ঠাফলক আছে। মন্দিরের সামনের দেওয়াল সুন্দর 'টেরাকোটা' অলংকরণে অলংকৃত। 'টেরাকোটা'র বিষয় : সিংহাসনে উপবিষ্ট রামসীতা, ষড়ভুজ গৌরাঙ্গ, মনসা, কালী, দশাবতার মূর্তি, Yali ও কৃষ্ণলীলা ইত্যাদি। মন্দিরটির অবস্থা ভাল নয়। অবিলম্বে সংস্কার করা প্রয়োজন। গর্ভগৃহে শিবলিঙ্গ নিত্য পূজিত।
|
সিংহাসনে উপবিষ্ট রামসীতা |
|
পঞ্চরত্ন শিবমন্দির, ইটন্ডা |
|
মন্দিরের সামনের বিন্যাস |
|
সিংহাসনে উপবিষ্ট রামসীতা |
|
প্রতিষ্ঠাফলক |
|
Yali |
|
কুলুঙ্গির মধ্যের কাজ - ১ |
|
কুলুঙ্গির মধ্যের কাজ - ২ |
|
কুলুঙ্গির মধ্যের কাজ - ৩ |
|
কুলুঙ্গির মধ্যের কাজ - ৪ |
|
কুলুঙ্গির মধ্যের কাজ - ৫ |
|
কুলুঙ্গির মধ্যের কাজ - ৬ |
|
মনসা |
|
কূর্মাবতার |
|
বামাকালী |
|
ত্রিপুরাসুন্দরী |
|
বামনাবতার |
|
দধিমন্থনকালে শ্রীকৃষ্ণের দধিভান্ডে হস্তপ্রবেশ |
|
পাখি হাতে মহিলা |
|
ফুল |
|
কথোপকথন |
এই মন্দিরের পাশেই একটি দক্ষিণমুখী রেখদেউল অবস্থিত। ১২২২ বঙ্গাব্দে বা ১৭৩৭ শকব্দে ( ১৮১৫ খ্রীষ্টাব্দে ) রেখদেউলটি প্রতিষ্ঠা করেন স্থানীয় পাইন পরিবার। মন্দিরে একটি প্রতিষ্ঠাফলক আছে। মন্দিরের সামনের খিলানের উপর 'কৃষ্ণলীলা' ও পশ্চিম দিকের খিলানের উপর 'সিংহাসনে উপবিষ্ট রামসীতা' দৃশ্য দেখা যায়। এই মন্দিরের টেরাকোটা উচ্চ মানের নয়। সম্প্রতি মন্দিরটির সংস্কার করা হয়েছে।
|
রেখদেউল, ইটন্ডা |
|
কৃষ্ণলীলা |
|
প্রতিষ্ঠাফলক |
|
কুলুঙ্গির মধ্যের কাজ |
|
সিংহাসনে উপবিষ্ট রামসীতা
|
মন্দিরটি পরিদর্শনের তারিখ : ৩১.১০.২০১৯
সহায়ক গ্রন্থ :
১) বীরভূম জেলার পুরাকীর্তি : দেবকুমার চক্রবর্তী
|
-------------------------------------------------------------
আমার ইমেল : shyamalfpb@gmail.com প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।
-------------------------------------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন