Pages

বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯

Jorbangla Kali Temple, Itanda, Birbhum


জোড়বাংলা  কালী  মন্দির ,  ইটন্ডা ,  বীরভূম
                   
                   শ্যামল  কুমার  ঘোষ 

            বীরভূম  জেলার  বোলপুর  মহকুমার  অন্তর্গত  ইটন্ডা ( ইটান্ডা )  একটি  গ্রাম।  বোলপুরের  জামবুনি  বাসস্ট্যান্ড  থেকে  বাসে  সহজেই  এখানে  যাওয়া  যায়।  গ্রামের  প্রান্তদেশে  মাল  পাড়ায়  খ্রীষ্টীয় অষ্টাদশ  শতকের  মধ্য  ভাগে  প্রতিষ্ঠিত,  ইঁটের  তৈরি,  দক্ষিণমুখী  ও  জোড়বাংলা  শৈলীর  একটি  কালীমন্দির  আছে।  কালের  প্রকোপে  মন্দিরের সম্মুখভাগ  ও  ছাদের  কিছু  অংশ  ভেঙে  গিয়েছিল।  রাজ্য  সরকার  মন্দিরটি  অধিগ্রহণ  করে  সংস্কার  করায়  মন্দিরটি  ধ্বংসের  হাত  থেকে  রক্ষা  পায়।  মন্দিরের  সামনের  দেওয়াল  'টেরাকোটা'  অলংকরণে  অলংকৃত।  পূর্ব  ও  পশ্চিম  দিকেও  অল্প  'টেরাকোটা'  আছে।  'টেরাকোটা'র  বিষয় :  ঘোড়সওয়ার,  পর্তুগিজ  রণতরী,  ঘোড়ায়  চড়ে  শিকার,  শুম্ভ-নিশুম্ভদলনী চন্ডী,  সৈন্যদলের কুচকাওয়াজ,  কালভৈরব,  শিব, বগলামুখী,  কালী,  শিকারের  দৃশ্য  ও  কৃষ্ণলীলার  দৃশ্য  ইত্যাদি।  মন্দিরে  এখন  মৃন্ময়ী  কালী  মূর্তি  নিত্য  পূজিত  হন। 
  

জোড়বাংলা কালীমন্দির, ইটান্ডা


মন্দিরের সামনের বিন্যাস 

ঘোড়ায় চড়ে শিকার 

ঘোড়সওয়ার 

রণতরী ও কৃষ্ণ-বলরাম 

রণতরী

কৃষ্ণ-বলরাম

শুম্ভ-নিশুম্ভদলনী চন্ডী  

সৈন্যদলের কুচকাওয়াজ 

সৈন্যদল ও অন্য চিত্র 

টেরাকোটার ফুল ও অন্য চিত্র 

যুগ্ম-মকরমুখ  

কৃষ্ণলীলা ও অন্য চিত্র 

ভক্ত হনুমান ও অন্যান্য চিত্র 

নাকাড়া বাদক ও অন্য দুটি চিত্র 

দেবী কমলা ও অন্যান্য চিত্র 

শিশু কৃষ্ণ ও অন্য চিত্র 

বলরাম ও অন্য চিত্র 

ঢাল-তরোয়ালধারী ও অন্য দুটি চিত্র 

ছেলে কোলে মা ও অন্যান্য চিত্র 

জগন্নাথ ও বলরাম 

কূর্মাবতার ও মৎস্যবতার 

পরশুরাম ও বামনাবতার 

বিষ্ণু

বগলামুখী  

কালী 

কালভৈরব 

ত্রিপুরাসুন্দরী 

ব্রম্ভা 

জগদ্ধাত্রী 

মনসা 

অশ্বারোহী দুই সৈনিক 

দুই বান্ধবী 

দ্বারপাল - ১

দ্বারপাল - ২

দ্বারপাল - ৩

দ্বারপাল - ৪

মৃত্যুলতা - ১

মৃত্যুলতা - ২

মৃত্যুলতা - ৩

কৌণিক ভাস্কর্য - ১ ( রথারূঢ় সূর্য  )

কৌণিক ভাস্কর্য - ২ ( রথারূঢ় সূর্য ও হনুমান )

কৌণিক ভাস্কর্য - ৩ ( সীতা, রাবণ  ও সুপার্শ্ব )

কৌণিক ভাস্কর্য - ৪


মন্দিরটি  পরিদর্শনের  তারিখ :  ৩১.১০.২০১৯

  সহায়ক  গ্রন্থ :   
১)  বীরভূম  জেলার  পুরাকীর্তি : দেবকুমার  চক্রবর্তী                                                            

                 -------------------------------

            আমার  ইমেল :  shyamalfpb@gmail.com   প্রয়োজনে  যোগাযোগ  করতে  পারেন।

৪টি মন্তব্য:

  1. Good documentation! The temple was acquired by the state government in the seventies. It was damaged heavily as you rightly noted. The repair and restoration work was started in 1997-98, and that work actually got completed during 2007-2008 with about an 8-9 years gap in between. This is one of the medium size temples but the restoration work was quite substantial. possibly the largest repair of a medieval Bengal temple.

    উত্তরমুছুন
  2. দুর্গা শঙ্কর দীর্ঘাঙ্গী, জয়ন্তিপুর, চন্দ্রকোণা, পশ্চিম মেদিনীপুর। ২৮/০৯/২৪
    অসাধারণ পৌরাণিক, সামাজিক টেরাকোটা সমৃদ্ধ জোড় বাংলা মন্দির।
    এই ধরণের মন্দির বাংলাতে কম আছে।
    অসাধারণ স্থাপত্য। পশ্চিম বঙ্গ সরকারের
    পুরাতত্ব বিভাগের দ্বারা সংরক্ষিত। তবে
    নিয়মিত সংরক্ষণ দরকার।
    শ্যামল বাবুকে ধন্যবাদ জানাই।

    উত্তরমুছুন