Pages

বুধবার, ১ নভেম্বর, ২০১৭

Abandoned Terracotta Temple, Jaynagar, Hooghly, West Bengal


আটচালা ( পরিত্যক্ত )  মন্দির,  জয়নগর,  হুগলি 

শ্যামল  কুমার  ঘোষ 


            হাওড়া-তারকেশ্বর  রেলপথে তারকেশ্বরের  আগের  স্টেশন  লোকনাথ।  রেলপথে  হাওড়া  থেকে  দূরত্ব  ৫৫  কিমি।  লোকনাথ  স্টেশন  থেকে  ২/৩  কিমি  দূরের  একটি  গ্রাম  জয়নগর।  স্টেশন  থেকে  টোটোতে  সহজেই  এই  গ্রামে  যাওয়া  যায়।  গ্রামে  স্থানীয়  ভর  পরিবার  কর্তৃক  প্রতিষ্ঠিত  দুটি  পরিত্যক্ত  মন্দির  আছে। 

            আলোচ্য  প্রথম  মন্দিরটি  উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  দক্ষিণমুখী,  ত্রিখিলান  প্রবেশদ্বারযুক্ত  ও  আটচালা  শৈলীর।  মন্দিরটি  অলিন্দযুক্ত  ও  এক  দ্বার  বিশিষ্ট।  মন্দিরটির  সামনের  দেওয়াল  টেরাকোটা  অলংকরণে  অলংকৃত।  পরিত্যক্ত  হলেও  মন্দিরের  উপরের  অংশ  এখনও  মোটামুটি  ভাল  আছে।  মন্দিরটি  ১৬৬২  শকাব্দে ( ১৭৪০ খ্রিস্টাব্দে )  নির্মিত।  মন্দিরে  একটি  প্রতিষ্ঠাফলক  আছে। 

            মন্দিরটি  পরিদর্শনের  তারিখ :  ২৬.১০.২০১৭

    
মন্দির  ( আমার  বাঁ  পাশ  থেকে  তোলা )


মন্দির  ( সামনে  থেকে  তোলা 

মন্দিরের  সামনের  বিন্যাস 

মন্দিরের  ত্রিখিলান  বিন্যাস 

মন্দিরের  ডান  দিকের  খিলানের  উপরের  কাজ 

বড়  করে 

মন্দিরের  মাঝের  খিলানের  উপরের  কাজ

মন্দিরের  বাঁ  দিকের  খিলানের  উপরের  কাজ

বড়  করে 

বাঁকানো  কার্নিসের  নিচের  অঞ্চল 

প্রতিষ্ঠফলক  ও  তার  উপরের  অঞ্চল 

প্রতিষ্ঠাফলকের  একাংশ 

প্রতিষ্ঠাফলকের  অপরাংশ  

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ১ 

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ২ 

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ৩

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ৪

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ৫

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ৬

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ৭

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ৮

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ৯

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ১০

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ১১

'টেরাকোটা'  নকশা 

গর্ভগৃহের  সামনের  'টেরাকোটা  অলংকার 

           -------------------------------------------
            আমার  ইমেল :  shyamalfpb@gmail.com   প্রয়োজনে  যোগাযোগ  করতে  পারেন।

           --------------------------------------------

২টি মন্তব্য:

  1. আমার গ্রামের মন্দির।টেরাকোটার অসামান্য শিল্পকর্মগুলি আস্তে আস্তে ধ্বংস হতে বসেছে।সরকার যদি একটু লক্ষ্য দেয় তাহলে এখনো বাঁচানো যেতে পারে।যাইহোক লোকচক্ষুর অন্তরালে থাকা আমার গ্রামের মন্দিরটি আপনার লেখায় স্থান পাবার জন্য অনেক ধন্যবাদ।

    উত্তরমুছুন
  2. Mondir ti te kon debota pujito hoten se byapare kichu jante parlam na.

    উত্তরমুছুন