পরিত্যক্ত রঘুনাথ মন্দির, আকনাপুর, হুগলি
শ্যামল কুমার ঘোষ
হাওড়া-তারকেশ্বর রেলপথে তারকেশ্বরের আগের স্টেশন লোকনাথ। রেলপথে হাওড়া থেকে দূরত্ব ৫৫ কিমি। লোকনাথ স্টেশন থেকে ২ / ৩ কিমি দূরের একটি গ্রাম বালিগোড়ী। বালিগোড়ী থেকে ৩ কিমি দূরের একটি গ্রাম আকনাপুর। বালিগোড়ী বাজার থেকে রিকশায় এই গ্রামে যাওয়া যায়। তারকেশ্বর থেকে বাসে বালিগোড়ী বাজারে নেমেও এই গ্রামে যেতে পারেন। গ্রামে স্থানীয় মল্লিক পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত ও 'টেরাকোটা' সমৃদ্ধ 'রঘুনাথ' মন্দির আছে। মন্দিরটি বর্তমানে পরিত্যক্ত।
মন্দিরটি উঁচু ভিত্তি বেদির উপর স্থাপিত, পূর্বমুখী, ত্রিখিলান প্রবেশপথ যুক্ত ও আটচালা শৈলীর। এক দ্বার বিশিষ্ট মন্দিরটি অলিন্দযুক্ত। মন্দিরের সামনের দেওয়াল 'টেরাকোটা' অলংকরণে অলংকৃত। পরিত্যক্ত হলেও মন্দিরের দেওয়ালে যেটুকু 'টেরাকোটা' অলংকরণ এখনও অবশিষ্ট আছে তা দেখে বোঝা যায় এই টেরাকোটা খুবিই উন্নত মানের। মন্দিরে টেরাকোটার বিষয় - প্রতীক শিবমন্দির ও তার মধ্যে শিবলিঙ্গ, রামরাবণের যুদ্ধ, ফুলকারি নকশা, পাখি ও বিভিন্ন মূর্তি ইত্যাদি। মন্দিরটি ১৬৬২ শকাব্দে ( ১৭৪০ খ্রিস্টাব্দে ) প্রতিষ্ঠিত। মন্দিরে একটি প্রতিষ্ঠাফলক আছে। মন্দিরের গর্ভগৃহে আগে শ্রীশ্রী রঘুনাথ জিউ ( নারায়ণ শিলা ) পূজিত হতেন। বর্তমানে তিনি পাশের মল্লিক বাড়িতে পূজিত হচ্ছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন