রঘুনাথ মন্দির, বাকসা, জনাই, হুগলি
শ্যামল কুমার ঘোষ
হাওড়া-বর্ধমান কর্ড লাইনে জনাই রোড একটি রেলস্টেশন। হাওড়া থেকে জনাই রোড সপ্তম রেলস্টেশন। রেলপথে হাওড়া থেকে দূরত্ব ২০ কিমি।
জনাই গ্রামের প্রান্তে অবস্থিত বাকসা একটি সমৃদ্ধ গ্রাম। এই গ্রামের চৌধুরী, মিত্র ও সিংহ বংশ ( এই বংশে কালীপ্রসন্ন সিংহ জন্ম গ্রহণ করেন ) বিশেষ প্রসিদ্ধ। এই গ্রামের শ্রীশ্রী রঘুনাথ জিউর মন্দির বাংলার প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম। বাকসার মিত্র বংশের ভ্রুকুটরাম মিত্র ১৭৯২ খ্রীষ্টাব্দে ( বাং ১১৯৯ ) এই মন্দির প্রতিষ্ঠা করেন এবং দৈনিক সেবার জন্য জমি দান করেন। মিত্র বংশের কুলদেবতা রঘুনাথ শিলার নামানুসারে এই মন্দির রঘুনাথের মন্দির রূপে পরিচিত। মন্দিরটি উঁচু ভিত্তি বেদির উপর প্রতিষ্ঠিত, পূর্বমুখী ও নবরত্ন শৈলীর। সামনে তিনটি খিলান প্রবেশপথ। গর্ভগৃহের সামনে ঢাকা বারান্দা। নবরত্নের চূড়াগুলি শীর্ণ ও লম্বাটে। পূর্বে মন্দিরটিতে টেরাকোটা কারুকার্য ছিল। সংস্কারের সময় এই কাজ অপসারিত হয়েছে। তবে সামান্য একটু কাজ এখনও অবশিষ্ট আছে। মন্দিরটিতে প্রতিষ্ঠাকালীন একটি প্রতিষ্ঠাফলক থাকলেও তাতে এখন প্রতিষ্ঠা-সালটির শেষ দুটি অঙ্ক অনুপস্থিত।
গর্ভগৃহে কাঠের সিংহাসনে শ্রীশ্রী রঘুনাথ জিউ ও রাধিকা বিগ্রহ নিত্য পূজিত।
শ্রীশ্রী রঘুনাথ জিউর মন্দির |
মন্দিরের শিখরদেশ |
টেরাকোটা কাজ সহ প্রতিষ্ঠাফলক |
প্রতিষ্ঠাফলক |
শ্রীশ্রী রঘুনাথ জিউ ও রাধিকা বিগ্রহ |
বাকসার অপর উল্লেখযোগ্য পুরাকীর্তি দ্বাদশ শিবমন্দির। স্থানীয়রা বলেন বারোমন্দির। দেওয়ান ভবানীচরণ মিত্র ১৭৮০ খ্রীষ্টাব্দে মন্দিরগুলি প্রতিষ্ঠা করেন। ছয়টি করে দুটি সারিতে মন্দিরগুলি অবস্থিত। উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত মন্দিরগুলি আটচালা শৈলীর। প্রতিটি মন্দিরের উচ্চতা ৬০ ফুট ( প্রায় ১৮ মিটার ) । সামনে উঁচু রোয়াক দ্বারা মন্দিরগুলি সংযুক্ত। চৈত্র মাসের সংক্রান্তির দিন মন্দির প্রাঙ্গণে মেলা বসে।
এক সারিতে ছয়টি শিবমন্দির |
ভবানীচরণ মিত্র দ্বাদশ শিবমন্দির ছাড়াও আরও ছয়টি আটচালা শিবমন্দির প্রতিষ্ঠা করেন। দুটি করে তিনটি বিভিন্ন স্থানে মন্দিরগুলি অবস্থিত।
বাকসার মন্দিরগুলিতে যেতে হলে হাওড়া থেকে হাওড়া-কর্ড লাইনের ট্রেন ধরুন। নামুন জনাই রোড স্টেশন। স্টেশন থেকে মশাট গামী অটোতে উঠে বাকসা ষষ্ঠীতলায় নামুন। সেখান থেকে হেঁটে মন্দির। প্রথমে দ্বাদশ শিবমন্দির পড়বে। তারপর রঘুনাথ মন্দির।
সহায়ক গ্রন্থ :
১) হুগলি জেলার ইতিহাস ও বঙ্গসমাজ ( ২ য় খণ্ড ) : সুধীর কুমার মিত্র
-------------------------------------------
আমার ইমেল : shyamalfpb@gmail.com প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।
--------------------------------------------
I am daughter of that mitra badi of janai ....I saw your post on the temple it was nostalgic feeling to see the raghunath temple after so long ....now we reside in odisha ... thanks a lot because of your post I came across the temple again.
উত্তরমুছুন(Replying to the daughter of Mitra Bari)
উত্তরমুছুনI went there three months back to your property. It was so unique and wonderful that I am still searching the internet for more information about their (your ancestors') history. Can we please connect through whatsapp or call? And if you have more information on Mitra Bari I would like to make a documentary on it or maybe a webseries/webfilm.
Whatsapp/Call: +916200810855
খুব সুন্দর মন্দির ও তার ইতিহাস।অজানা তথ্য জানতে পারলাম। খুব ভালো লাগলো কাকু। ❤️🌹🌹🌹❤️
উত্তরমুছুনধন্যবাদ।
মুছুন