কাঁচ কামিনী মন্দির, ৮৩ বি. কে. পাল এভেন্যুয়, আহিরীটোলা, কলকাতা
শ্যামল কুমার ঘোষ
আহিরীটোলার ২১১ / ২১১এ বাস স্ট্যাণ্ডের কাছে ৮৩, বি. কে. পাল এভেন্যুয়ে একটি রাধাকৃষ্ণের মন্দির আছে। মন্দিরটি কাঁচ কামিনী মন্দির নামে পরিচিত। মন্দিরটির প্রতিষ্ঠাত্রী শ্রীমতী কামিনী মণি দাসী। শোনা যায়, কামিনী দেবী ছিলেন এক সাহেবের রক্ষিতা। সেই সাহেব ছিলেন তখনকার কলকাতার এক কাঁচ ব্যবসায়ী। তখন কলকাতায় বেলজিয়াম থেকে কাঁচ ও আয়না আমদানি করা হত। এদেশে বেলজিয়াম কাঁচের খুবই চাহিদা ছিল। কামিনী দেবী সাহেবের সঙ্গে থেকে কাঁচ ব্যবসায়ে যুক্ত হন এবং একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠেন। তবে এই কাহিনীর সত্যতার কোন প্রমাণ নেই।
বড় দরজা দিয়ে ঢুকলে সামনেই মন্দির। মন্দিরটি তিন খিলানবিশিষ্ট একটি দালান। মাঝের খিলানের নিচে একটি কলাপসেবল গেট। তার ফাঁক দিয়ে বিগ্রহ দর্শন করা যায়। দু দিকের দুটি খিলানের নিচে বেলজিয়াম আয়না লাগানো দুটি কাঠের বড় বড় দরজা। মন্দিরে ওঠার সিঁড়ি, মন্দিরের সামনের মেঝে এবং গর্ভগৃহের মেঝে শ্বেতপাথরের তৈরি। মন্দিরের সামনের উপরের দেওয়ালে একটি সুন্দর পঙ্খের কাজ আছে। এত বড়ো পঙ্খের কাজ সচরাচর দেখা যায় না। গর্ভগৃহে তিনটি কাঠের সিংহাসনের বাঁ দিকের সিংহাসনে গোপাল মূর্তি, মাঝের সিংহাসনে রাধাকৃষ্ণের মূর্তি, দুটি সখি, দুটি গোপাল মূর্তি ও দুটি নারায়ণ শিলা এবং ডান দিকের সিংহাসনে শিব-অন্নপূর্ণা, লক্ষ্মী-নারায়ণ ইত্যাদি বিগ্রহ নিত্য পূজিত। মন্দিরে ওঠার সিঁড়ির একটি ধাপে ও গর্ভগৃহের মাঝের সিংহাসনের নিচে শ্বেতপাথরের বেদির গায়ে কামিনী দেবীর নাম খোদাই করা আছে।
মন্দিরের সেবায়েতরা হলেন সেন এবং নন্দী পরিবার। মন্দিরটি পরিচালনা করেন একটি ট্রাস্টি বোর্ড। মন্দিরের বর্তমান পুরোহিত বিজয় ভট্টাচার্য। এঁরা এখানে তিন পুরুষ ধরে পুজো করছেন। মন্দিরে দুর্গা পূজা হয়। এই মন্দিরটির খোঁজ আমি লেখিকা সোমা মুখোপাধ্যায়ের পোস্ট থেকে পাই। তাঁকে ধন্যবাদ।
এখানে উল্লেখ্য, কামিনী দেবী একসময় নবদ্বীপের বড়ালঘাটে এসে বসবাস করেন এবং সেখানে তিনি একটি নবরত্ন মন্দির প্রতিষ্ঠা করেন। বড়ালঘাটের এই মন্দিরটিও কাঁচ কামিনী মন্দির নামে পরিচিত।
|
মন্দিরে পঙ্খের কাজ |
|
কাঁচ কামিনী মন্দির, কলকাতা |
|
মন্দিরে পঙ্খের কাজ - ১ |
|
মন্দিরে পঙ্খের কাজ - ২ |
|
সিঁড়ির ধাপে কামিনী দেবীর নাম |
|
মাঝের সিংহাসনের বিগ্রহ |
|
রাধাকৃষ্ণ |
|
বাঁ দিকের সিংহাসনের বিগ্রহ ( গোপাল ) |
|
ডান দিকের সিংহাসনের বিগ্রহ |
|
শিব-অন্নপূর্ণা, লক্ষ্মী-নারায়ণ ইত্যাদি বিগ্রহ
|
কলকাতার অন্যান্য মন্দির সম্বন্ধে জানতে নিচের লিংকে ক্লিক করুন :
----------------------------------
আমার ইমেল : shyamalfpb@gmail.com প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।
--------------------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন