Pages

রবিবার, ৩০ জুলাই, ২০২৩

Siddheshwari Kali temple, Nandi Bari, Rampara, Jangipara, Hooghly

 সিদ্ধেশ্বরী কালী মন্দির, নন্দী বাড়ি, রামপাড়া, জাঙ্গিপাড়া, হুগলি

                                 শ্যামল কুমার ঘোষ 

            হুগলি  জেলার  জাঙ্গিপাড়া  ব্লকের  অধীন  একটি  গ্রাম  রামপাড়া।  কলকাতা  থেকে  দূরত্ব  ৩৮  কিমি।  গ্রামে  দুটি  কালী  মন্দির  বিখ্যাত।  একটি  নন্দী  পরিবারের  এবং  অপরটি  দে  পরিবারের।  এখানে  নন্দী  পরিবারের  কালী  মন্দির  নিয়ে  আলোচনা  করবো।

            উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  ছয়  খিলানবিশিষ্ট ,  দক্ষিণমুখী  মন্দিরটি  দালান  শৈলীর।  মন্দিরটির  সামনের  দেওয়ালে  সুন্দর  পঙ্খের  আছে। মন্দিরটিতে  পাশাপাশি  কয়েকটি  ঘর।  একটি  ঘরে  মা  সিদ্ধেশ্বরী  বিরাজমান।  বিগ্রহটি  দারু  নির্মিত।  এটি  একটি  ব্যতিক্রমী  কালী  মূর্তি  এবং  খুবই  প্রাচীন।  ওই  একই  ঘরে  বাঘের  পিঠে  সওয়ার  লোকিক  দেবতা  পঞ্চানন।  মন্দিরের  বাকি  ঘরগুলি  ভোগঘর  হিসাবে  বা  অন্য  কাজে  ব্যবহার  করা  হয়।  মন্দিরটি  পাঁচিল  দিয়ে  ঘেরা।  মন্দির  প্রাঙ্গনে  একটি  জগন্নাথ  মন্দির  ও  একটি  বাগান  আছে।  মন্দিরে  একটি  রথও  আছে।  মন্দিরটি  প্রতিষ্ঠা  করেন  রামপাড়ার  নন্দী  পরিবারের  এক  পূর্ব  পুরুষ।         

রামপাড়া নন্দী বাড়ি কালী মন্দির 
 
দুই  পরি - ১ 

দুই পরি - ২
                 
গজ লক্ষ্মী 

দুই সখিসহ রাধা-কৃষ্ণ 

ষড়ভুজ গৌরাঙ্গ

অন্নপূর্ণা 

গরুড় মূর্তি 

লৌকিক দেবতা পঞ্চানন 

মা  সিদ্ধেশ্বরী - ১

মা  সিদ্ধেশ্বরী - ২

মা  সিদ্ধেশ্বরী - ৩

          কী  ভাবে  যাবেন ?

            হাওড়া  স্টেশন  থেকে  বর্ধমান  কর্ড  লাইনের  ট্রেন  ধরে  বারুইপাড়া  স্টেশনে  নামুন।  সেখান  থেকে  টোটো  ধরে  শিয়াখালার  অটো  স্ট্যাণ্ড।  সেখান  থেকে  টোটোতে  রামপাড়ার  নন্দী  বাড়ি।

              রামপাড়ার  দে  বাড়ির  কালী  মন্দির  সম্বন্ধে  জানতে  নিচের  লিঙ্কে  ক্লিক  করুন :

            সিদ্ধেশ্বরী  কালী  মন্দির,  দে  বাড়ি,  রামপাড়া,  হুগলি             

                       ------------------------------------

            আমার  ইমেল :  shyamalfpb@gmail.com   প্রয়োজনে  যোগাযোগ  করতে  পারেন।

        

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন