Pages

বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

One Pancharatna Terracotta Temple and three other temples, Charkalgram, Birbhum

একটি পঞ্চরত্ন টেরাকোটা মন্দির ও অন্য তিনটি মন্দির, চারকলগ্রাম , বীরভূম

                  শ্যামল  কুমার  ঘোষ 

            বীরভূম জেলার নানুর মহকুমা ও ব্লকের অধীন একটি গ্রাম  চারকলগ্রাম । বর্ধিষ্ণু গ্রামটি নানুর থেকে ৭ কিমি দূরে অবস্থিত। গ্রামে স্থানীয় চট্টোপাধ্যায় পরিবারের দেবীচরণ চট্টোপাধ্যায় কর্তৃক প্রতিষ্ঠিত একটি টেরাকোটা মন্দির উল্লেখযোগ্য। অল্প উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত, পূর্বমুখী মন্দিরটি পঞ্চরত্ন শৈলীর। গর্ভগৃহে ঢোকার একটিই দরজা, সামনে। মন্দিরের সামনের দেওয়াল পোড়ামাটির অলংকরণযুক্ত। এই অলংকরণের মধ্যে সপরিবারে দুর্গা, সিংহবাহিনী, গজলক্ষ্মী, গণেশ ইত্যাদি উল্লেখযোগ্য। ১২৪৫ বঙ্গাব্দে ( ১৮৩৮ খ্রীষ্টাব্দে ) মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। মন্দিরে একটি প্রতিষ্ঠাফলক আছে। গর্ভগৃহে একটি নন্দী বিগ্রহ ও একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ নিত্য পূজিত। এখানে উল্লেখ্য, মন্দিরে কোন স্ত্রীলোকের প্রবেশাধিকার নেই। পশ্চিমবঙ্গের কোন মন্দিরে এরকম বিধিনিষেধ আছে শুনিনি। 

            এই মন্দিরের পাশেই তিনটি শিব মন্দির আছে। অল্প উঁচু  এবং একই ভিত্তিবেদির উপর স্থাপিত মন্দিরগুলি পশ্চিমমুখী। মন্দির তিনটির উত্তর দিকের মন্দিরটি চারচালা শৈলীর, দক্ষিণ দিকের মন্দিরটি আটচালা শৈলীর এবং মধ্যের মন্দিরটি একটি দালান ঘর মাত্র। তিনটি মন্দিরেরই একটি করে প্রবেশদ্বার, সামনে। মন্দির তিনটির সামনের দেওয়ালে সামান্য টেরাকোটার অলংকরণ আছে। মন্দির তিনটির একটিতে নন্দী ও শ্বেতপাথরের শিবলিঙ্গ এবং অপর দুটিতে একটি করে নন্দীর বিগ্রহ ও একটি করে কষ্টিপাথরের শিবলিঙ্গ নিত্য পূজিত। 

 গজলক্ষ্মী

পঞ্চরত্ন মন্দির, চারকলগ্রাম, বীরভূম

সপরিবারে দুর্গা 

কুলুঙ্গির কাজ - ১
( সিংহবাহিনী ও গজলক্ষ্মী )

কুলুঙ্গির কাজ - ২
 ( গজলক্ষ্মী )

কুলুঙ্গির কাজ - ৩

কুলুঙ্গির কাজ - ৪

কুলুঙ্গির কাজ - ৫
( গণেশ ও জগদ্ধাত্রী )

কুলুঙ্গির কাজ - ৬
( গণেশ )

কুলুঙ্গির কাজ - ৭
( নকশা )

প্রতিষ্ঠাফলক 

শিবলিঙ্গ ও নন্দী বিগ্রহ 

পশ্চিমমুখী তিনটি মন্দির, চারকলগ্রাম, বীরভূম  

আটচালা মন্দির, চারকলগ্রাম, বীরভূম

আটচালা মন্দিরের সামনের কাজ 

১ম মন্দিরের গর্ভগৃহের নন্দী বিগ্রহ ও শিবলিঙ্গ 

২য় মন্দিরের গর্ভগৃহের নন্দী বিগ্রহ ও শিবলিঙ্গ

৩য় মন্দিরের গর্ভগৃহের নন্দী বিগ্রহ ও শিবলিঙ্গ


          কলকাতা থেকে কী ভাবে যাবেন ?

            কলকাতা থেকে ট্রেনে বোলপুর-শান্তিনিকেতন। বোলপুরের জামবুনি বাসস্ট্যান্ড থেকে বাসে উঠে নানুর স্টপেজে নামুন। সেখান থেকে টোটোতে চারকলগ্রামের মন্দির।

 সহায়ক গ্রন্থ :

               ১)  বীরভূম জেলার পুরাকীর্তি : দেবকুমার চক্রবর্তী               

                          ----------------------------

            আমার  ইমেল :  shyamalfpb@gmail.com   প্রয়োজনে  যোগাযোগ  করতে  পারেন।                                      

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন