শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির, রাজা রামমোহন সরণি ( আমহার্স্ট স্ট্রিট ), মধ্য কলকাতা
শ্যামল কুমার ঘোষ
কলকাতার মহাত্মা গান্ধী রোড ও রাজা রামমোহন সরণির সংযোগস্থলের একটু দূরে ১২ সি, রাজা রামমোহন সরণিতে রাধাগোবিন্দ জিউ'র মন্দির বা শম্ভু সেনের ঠাকুরবাড়ি অবস্থিত। প্রতিষ্ঠাফলকে অবশ্য রাধাগোবিন্দ ধাম বলে উল্লেখ আছে।
সামান্য উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত, পত্রাকৃতি তিন-খিলানবিশিষ্ট, অলিন্দযুক্ত মন্দিরটি সমতলছাদবিশিষ্ট একটি দালান শৈলীর মন্দির। মন্দিরের সামনে বর্গাকৃতি ছোট ফাঁকা উঠান এবং তাকে ঘিরে চকমিলানো অনেকগুলি ঘর। দোতালা ও তিনতলাতেও নিচের মত চকমিলানো ঘর আছে।
মন্দিরের উঠানের চারিদিকে বারান্দার সামনে প্রতিদিকে তিনটি করে মোট বারোটি খিলান আছে। প্রতিটি খিলানে কৃষ্ণলীলার এক একটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরে কাঁচের বাক্সে দশাবতারের কয়েকটি অবতারের মূর্তিও আছে।
১৩৩৮ বঙ্গাব্দে ( ১৯৩১ খ্রীষ্টাব্দে ) মন্দিরটি প্রতিষ্ঠিত। এই দেবায়তনের বাইরের ছাদের কাছে পঙ্খ-পলস্তারায় একটি প্রতিষ্ঠাফলক আছে।
গর্ভগৃহে গোবিন্দ ও রাধিকা বিগ্রহ নিত্য পূজিত।
তারাপদ সাঁতরার লেখা " কলকাতার মন্দির-মসজিদ ( স্থাপত্য-অলংকরণ-রূপান্তর )" গ্রন্থে এই দেবায়তনের উল্লেখ আছে। আমার এই মন্দির / ঠাকুরবাড়ি পরিদর্শনের তারিখ : ০২.১২.২০২১
|
রাধাগোবিন্দ জিউ'র মন্দির |
|
শম্ভু সেনের ঠাকুরবাড়ি / রাধাগোবিন্দ ধাম, কলকাতা |
|
প্রতিষ্ঠাফলক |
|
রাধাগোবিন্দ জিউ'র মন্দির |
|
মন্দিরের সামনের বিন্যাস |
|
গর্ভগৃহের সামনে |
|
কৃষ্ণ লীলা - ১ |
|
বাঁ দিকে, সংকীর্তন দৃশ্য ডান দিকে, কৃষ্ণের গোষ্ঠ লীলা |
|
ডান দিকে, কংসের কারাগারে দেবকী ও বসুদেব |
|
বাঁ দিকে, কংসের কারাগারে কৃষ্ণের জন্ম ডান দিকে, শিশু কৃষ্ণকে নিয়ে বসুদেবের যমুনা অতিক্রম |
|
বাঁ দিকে, শিশু কন্যাকে আছড়ে মারতে উদ্যত কংস ডান দিকে, শিশু কন্যা অষ্টভুজা দেবীমূর্তি ধারণ করে আকাশ পথে অন্তর্হিতা হলেন |
|
বাঁ দিকে, যমুনার ঘাটে যশোদার কোলে কৃষ্ণ ডান দিকে, সকটাসুর বধ |
|
বাঁ দিকে, ননী চোরা কৃষ্ণ ডান দিকে, বকাসুর বধ
|
|
বাঁ দিকে, কৃষ্ণের কালীয় নাগ দমন ডান দিকে, কৃষ্ণ কর্তৃক গোপীদের বস্ত্রহরণ |
|
বাঁ দিকে, কৃষ্ণের গিরিগোবর্ধনধারণ ডান দিকে, সখি পরিবৃত কৃষ্ণ |
|
বাঁ দিকে, নিধু-বনে কৃষ্ণ ও সখিরা |
|
বাঁ দিকে, ক্ষীর সাগরে নারায়ণ ডান দিকে, কৃষ্ণের মথুরাগমন দৃশ্য |
|
ডান দিকে, কংস বধ |
|
রামরাজা |
|
বরাহ অবতার |
|
পরশুরাম |
|
নৃসিংহ অবতার |
|
গোবিন্দ ও রাধিকা বিগ্রহ - ১ |
|
গোবিন্দ ও রাধিকা বিগ্রহ - ২ |
কলকাতার অন্যান্য মন্দির সম্বন্ধে জানতে নিচের লিংকে ক্লিক করুন / লিংকের উপর আঙুল দিয়ে টোকা দিন :
-------------------------------------------
আমার ইমেল : shyamalfpb@gmail.com প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।
--------------------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন