বালক নাথ ও সীতা নাথ শিব মন্দির, তারক প্রামাণিক রোড, সিমলা, কলকাতা
শ্যামল কুমার ঘোষ
কলকাতার বিধান সরণির উপর অবস্থিত শ্রীমানী বাজারের কাছে তারক প্রামাণিক রোড। এই রাস্তার উপর অবস্থিত বালক নাথ ও সীতানাথ শিব মন্দির। সামান্য উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত, পূর্বমুখী মন্দিরটি নবরত্ন শৈলীর। মন্দিরের কার্নিস সোজা। গর্ভগৃহের সামনে অলিন্দ যেটা পরিদর্শন কক্ষ হিসাবে ব্যবহার করা হয়। গর্ভগৃহের দরজার খিলানের এক একটি স্তম্ভ 'কলাগেছ্যা' রীতির গোল ও সরু স্তম্ভগুচ্ছের সমষ্টি। এখানে সামান্য পঙ্খের কাজ আছে। অলিন্দে আছে দুটি পিতলের ঘন্টা। ১৩০৭ বঙ্গাব্দের ( ১৯০০ খ্রীষ্টাব্দ ) ২৮ শে আষাঢ় মন্দিরটি প্রতিষ্ঠা করেন কংস বণিক সমাজের স্বর্গীয় মধুসূদন কুণ্ডুর স্ত্রী শ্রীমতী বামা সুন্দরী দাসী। মন্দিরে একটি প্রতিষ্ঠাফলক আছে। গর্ভগৃহে বালক নাথ ও সীতানাথ নামে দুটি ছোট ছোট শিবলিঙ্গ নিত্য পূজিত। কংস বণিক সম্প্রদায় মন্দিরটি দেখাশোনা করেন।
মন্দিরটি পরিদর্শনের তারিখ : ১৬.১১.২০২১
বালক নাথ ও সীতানাথ শিব মন্দিরের শিখর |
বালক নাথ ও সীতানাথ শিব মন্দির |
গর্ভগৃহের সামনের বিন্যাস |
দরজার খিলানের উপরের কাজ |
প্রতিষ্ঠাফলক |
আর একটি ফলক |
গর্ভগৃহে বালক নাথ ও সীতানাথ শিবলিঙ্গ |
কলকাতার অন্যান্য মন্দির সম্বন্ধে জানতে নিচের লিংকে ক্লিক করুন / লিংকের উপর আঙুল দিয়ে টোকা দিন :
-------------------------------------------
--------------------------------------------
এই মন্দিরে আজও কি চড়কমেলা অনুষ্ঠিত হয়?
উত্তরমুছুন