দেউল শিবমন্দির, বামুনপাড়া, ইলামবাজার, বীরভূম
শ্যামল কুমার ঘোষ
বীরভূম জেলার বোলপুর মহকুমা ও ইলামবাজার থানার অন্তর্গত ইলামবাজার একটি পৌর শহর। বোলপুরের জামবুনি বাসস্ট্যান্ড থেকে বাসে সহজেই এখানে যাওয়া যায়।
ইলামবাজারের বামুন পাড়ায় দক্ষিণমুখী লক্ষ্মীজনার্দনের মন্দির সম্বন্ধে আগেই লিখেছি। এই মন্দিরের অনতি দূরে দুটি দেউল আকৃতির শিবমন্দির অবস্থিত। একটি পশ্চিমমুখী ও অপরটি পূর্বমুখী। পশ্চিমমুখী দেউলে কোন টেরাকোটা অলংকরণ নেই। আলোচ্য পূর্বমুখী দেউলটি অল্প উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত। মন্দিরে প্রবেশের একটিই দরজা, সামনে। মন্দিরের সামনের দেওয়াল 'টেরাকোটা' অলংকরণে অলংকৃত। উত্তর ও দক্ষিণ দিকের দেওয়ালেও অল্প 'টেরাকোটা' অলংকরণ আছে। প্রবেশপথের উপরিভাগে রাম-সীতার প্রতিকৃতি উৎকীর্ণ। গোষ্ঠলীলা, অনন্তশায়ী বিষ্ণু ইত্যাদির প্রতিকৃতিও আছে। উত্তরদিকে আছে শিব, বৃহৎ আকৃতির মহিষাসুরমর্দিনী ও দক্ষিণে আছে বেণুগোপাল, জগদ্ধাত্রী বলরাম, কলসি কাঁকে মহিলা ও দ্বারপাল ইত্যাদি। কুলুঙ্গির মধ্যে কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্য ক্ষোদিত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন