Pages

শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯

Deul Shib Temple, Bamunpara, Illambazar, Birbhum, West Bengal


দেউল  শিবমন্দির,  বামুনপাড়া, ইলামবাজার,  বীরভূম 

                  শ্যামল  কুমার  ঘোষ 

            বীরভূম  জেলার  বোলপুর  মহকুমা  ও  ইলামবাজার  থানার  অন্তর্গত  ইলামবাজার  একটি  পৌর  শহর।  বোলপুরের  জামবুনি  বাসস্ট্যান্ড  থেকে  বাসে  সহজেই  এখানে  যাওয়া  যায়। 

            ইলামবাজারের  বামুন  পাড়ায়  দক্ষিণমুখী  লক্ষ্মীজনার্দনের  মন্দির  সম্বন্ধে  আগেই  লিখেছি।  এই  মন্দিরের  অনতি  দূরে  দুটি  দেউল  আকৃতির  শিবমন্দির  অবস্থিত।  একটি   পশ্চিমমুখী  ও  অপরটি  পূর্বমুখী।  পশ্চিমমুখী  দেউলে  কোন  টেরাকোটা  অলংকরণ  নেই।  আলোচ্য  পূর্বমুখী  দেউলটি  অল্প  উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত।  মন্দিরে  প্রবেশের  একটিই  দরজা,  সামনে।  মন্দিরের  সামনের  দেওয়াল  'টেরাকোটা'  অলংকরণে  অলংকৃত।  উত্তর  ও  দক্ষিণ  দিকের  দেওয়ালেও  অল্প  'টেরাকোটা'  অলংকরণ  আছে।  প্রবেশপথের  উপরিভাগে  রাম-সীতার  প্রতিকৃতি  উৎকীর্ণ।  গোষ্ঠলীলা,  অনন্তশায়ী  বিষ্ণু  ইত্যাদির  প্রতিকৃতিও  আছে।  উত্তরদিকে  আছে  শিব, বৃহৎ  আকৃতির  মহিষাসুরমর্দিনী  ও  দক্ষিণে  আছে  বেণুগোপাল,  জগদ্ধাত্রী  বলরাম,  কলসি  কাঁকে  মহিলা   ও  দ্বারপাল  ইত্যাদি।  কুলুঙ্গির  মধ্যে  কৃষ্ণলীলার  বিভিন্ন  দৃশ্য  ক্ষোদিত। 

সিংহাসনে উপবিষ্ট রামসীতা

দেউল, ইলামবাজার, বীরভূম 

মন্দিরের সামনের বিন্যাস 

কৃষ্ণলীলা 

সিংহাসনে উপবিষ্ট রামসীতা 

কুলুঙ্গির মধ্যে কাজ - ১

কুলুঙ্গির মধ্যে কাজ - ২

কুলুঙ্গির মধ্যে কাজ - ৩

কুলুঙ্গির মধ্যে কাজ - ৪

কুলুঙ্গির মধ্যে কাজ - ৫

কুলুঙ্গির মধ্যে কাজ ও নকশা  

অনন্তশায়ী  বিষ্ণু

উপরে, বেণুগোপাল ও নিচে, জগদ্ধাত্রী 

বলরাম 

দ্বারপাল 

বলরাম 

দ্বারপাল 

কলসি কাঁকে মহিলা 

শিব ও মহিষাসুরমর্দিনী মূর্তি

               মন্দিরটি  পরিদর্শনের  তারিখ : ৩১.১০.১৯

সহায়ক  গ্রন্থ :   

১)  বীরভূম  জেলার  পুরাকীর্তি : দেবকুমার  চক্রবর্তী 

--------------------------------------------------------------------------------

রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ' প্রকাশিত হয়েছে।


 বইটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন :  9038130757 এই নম্বরে। 

কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।
 
-----------------------------------------------------------                              

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন