Pages

সোমবার, ৪ মার্চ, ২০১৯

Two Shib Temple, Rajnagar, Purba Medinipur


দুটি  শিখর-দেউল  শিবমন্দির,  রাজনগর, পূর্ব  মেদিনীপুর 

শ্যামল  কুমার  ঘোষ 

            পূর্ব  মেদিনীপুর  জেলার  পাঁশকুড়া  ব্লকের  অধীন  একটি  গ্রাম  রাজনগর।  হাওড়া-মেদিনীপুর  রেলপথে  পাঁশকুড়া  স্টেশন  থেকে  বাসে  প্রথমে  রাতুলিয়া।  সেখান  থেকে  অটোতে  এই  গ্রামে  যাওয়া  যায়।  গ্রামে  সামন্ত  পরিবারের  প্রতিষ্ঠিত  পাশাপাশি  অবস্থিত  শিবের  দুটি  পশ্চিমমুখী  শিখর-দেউল  উল্লেখযোগ্য। 

            উত্তর  দিকের  মন্দিরটি  অপর  মন্দিরটি  অপেক্ষা  বেশ  বড়।  মন্দিরটির  চারদিকের  দেওয়ালে  'টেরাকোটা'র  ফলক  আছে। মন্দিরে  কোন  প্রতিষ্ঠাফলক  নেই।  তবে  মন্দিরটি  ঊনিশ  শতকের  প্রথম  দিকে  নির্মিত  বলে  মনে  হয়।  দক্ষিণ  দিকের  মন্দিরটিও  পূর্বোক্ত  মন্দিরটির  সমসাময়িক  বলে  জানা  যায়।  এ  মন্দিরে  এখন  কোন  টেরাকোটা  ফলক  নেই। 

            মন্দিরটি  পরিদর্শনের  তারিখ :  ২২.০১.২০১৯

দুটি শিখর দেউল শিবমন্দির, রাজনগর 

উত্তর দিকের মন্দির 

মন্দিরের সামনের দেওয়ালের কাজ 

বড় করে 

দক্ষিণ দিকের দেওয়ালের কাজ

বস্ত্রহরণ 

পূর্ব দিকের দেওয়ালের কাজ

বড় করে 

উত্তর দিকের দেওয়ালের কাজ


সহায়ক  গ্রন্থ : 
১)  পুরাকীর্তি  সমীক্ষা :  মেদিনীপুর  ~  তারাপদ  সাঁতরা


                                                         *****


1 টি মন্তব্য: