তারকনাথ শিবমন্দির, গোবিন্দপুর, পূর্ব মেদিনীপুর
শ্যামল কুমার ঘোষ
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের অধীন একটি গ্রাম গোবিন্দপুর। হাওড়া-মেদিনীপুর রেলপথে পাঁশকুড়া স্টেশন থেকে বাসে প্রথমে রাতুলিয়া। সেখান থেকে অটোতে এই গ্রামে যাওয়া যায়। গ্রামে দে পরিবার প্রতিষ্ঠিত আটচালা শ্রীশ্রী তারকনাথ শিবমন্দিরটি উল্লেখযোগ্য। মন্দিরটি এখন চক্রবর্তী পরিবারের তত্ত্বাবধানে আছে।
উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত মন্দিরটি পূর্বমুখী ও ত্রিখিলান প্রবেশপথবিশিষ্ট। গর্ভগৃহের সামনে অলিন্দ। মন্দিরের সামনের দেওয়ালের তিনটি খিলানের উপরে, দুই প্রান্তের এবং বাঁকানো কার্নিসের নিচের এক সারি করে কুলুঙ্গির মধ্যে 'টেরাকোটা'র ফলক আছে। তবে এই 'টেরাকোটা' খুব উচ্চ শ্রেণীর নয়। 'টেরাকোটা' ফলকগুলির মধ্যে সপরিবারে দুর্গা, শিবদুর্গা, কমলেকামিনী, রামরাবণের যুদ্ধ, রামরাজা, দশাবতার, বস্ত্রহরণ ও গৌরনিতাই উল্লেখযোগ্য। গর্ভগৃহের সামনের দিকের দরজার দুপাশে দুটি দ্বারী মূর্তি আছে। উত্তর দিকের দেওয়ালে পঙ্খের তৈরি একটি নারী মূর্তি আছে। পিছন ও দক্ষিণ দিকের দেওয়ালে কয়েকটি 'টেরাকোটা' ফলক আছে। যার মধ্যে দুটি মিথুন মূর্তি।
মন্দিরে আগে একটি প্রতিষ্ঠাফলক ছিল। তা থেকে জানতে পারা যায় যে মন্দিরটি ১৮৮১ খ্রীষ্টাব্দে প্রতিষ্ঠিত এবং স্থপতি ছিলেন রাজহাটি গ্রামের উদয়চন্দ্র পতি। মন্দিরটি ১৩৫৬ ও ১৪০৯ বঙ্গাব্দে দুবার সংস্কার করা হয়। সংস্কার করেন যথাক্রমে শ্রীমত্যা সুখদাময়ী দাসী ও শ্রী শশাঙ্কশেখর চক্রবর্তী।
মন্দিরটি পরিদর্শনের তারিখ : ১৬.০১.২০১৯
উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত মন্দিরটি পূর্বমুখী ও ত্রিখিলান প্রবেশপথবিশিষ্ট। গর্ভগৃহের সামনে অলিন্দ। মন্দিরের সামনের দেওয়ালের তিনটি খিলানের উপরে, দুই প্রান্তের এবং বাঁকানো কার্নিসের নিচের এক সারি করে কুলুঙ্গির মধ্যে 'টেরাকোটা'র ফলক আছে। তবে এই 'টেরাকোটা' খুব উচ্চ শ্রেণীর নয়। 'টেরাকোটা' ফলকগুলির মধ্যে সপরিবারে দুর্গা, শিবদুর্গা, কমলেকামিনী, রামরাবণের যুদ্ধ, রামরাজা, দশাবতার, বস্ত্রহরণ ও গৌরনিতাই উল্লেখযোগ্য। গর্ভগৃহের সামনের দিকের দরজার দুপাশে দুটি দ্বারী মূর্তি আছে। উত্তর দিকের দেওয়ালে পঙ্খের তৈরি একটি নারী মূর্তি আছে। পিছন ও দক্ষিণ দিকের দেওয়ালে কয়েকটি 'টেরাকোটা' ফলক আছে। যার মধ্যে দুটি মিথুন মূর্তি।
মন্দিরে আগে একটি প্রতিষ্ঠাফলক ছিল। তা থেকে জানতে পারা যায় যে মন্দিরটি ১৮৮১ খ্রীষ্টাব্দে প্রতিষ্ঠিত এবং স্থপতি ছিলেন রাজহাটি গ্রামের উদয়চন্দ্র পতি। মন্দিরটি ১৩৫৬ ও ১৪০৯ বঙ্গাব্দে দুবার সংস্কার করা হয়। সংস্কার করেন যথাক্রমে শ্রীমত্যা সুখদাময়ী দাসী ও শ্রী শশাঙ্কশেখর চক্রবর্তী।
মন্দিরটি পরিদর্শনের তারিখ : ১৬.০১.২০১৯
কমলেকামিনী |
তারকনাথ শিবমন্দির, গোবিন্দপুর |
মন্দিরের শিখর |
মন্দিরের সামনের বিন্যাস |
মন্দিরের ত্রিখিলান বিন্যাস |
মাঝের খিলানের উপরের কাজ |
সপরিবারে দুর্গা |
কমলেকামিনী |
ডান দিকের খিলানের উপরের কাজ |
বস্ত্রহরণ |
রামরাজা |
নৃসিংহ ও কূর্ম অবতার |
মৎস্যাবতার |
বামন অবতার |
বাঁকানো কার্নিসের নিচের কুলুঙ্গির কাজ - ১ |
বাঁকানো কার্নিসের নিচের কুলুঙ্গির কাজ - ২ |
দরজায় ডণ্ডায়মানা নারীমূর্তি |
সহায়ক গ্রন্থ :
১) পুরাকীর্তি সমীক্ষা : মেদিনীপুর ~ তারাপদ সাঁতরা
*****
|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন